দেশে উন্নয়নের নামে লুটপাট, শেয়ারবাজার ধস ও অপশাসনের ফলে জনসাধারণের ভোগান্তি দেখে এক যুবকের বিপ্লবী হয়ে ওঠার গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘মিডনাইট মিটিং’ সিনেমা। এতে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, খাইরুল বাশার, রকি খান, পাভেল জামানসহ অনেকে। সিনেমার গল্প ও চিত্রনাট্য লেখার পাশাপাশি পরিচালনা করেছেন মিকসেতু মিঠু।
তরুণ লেখক ও নির্মাতা মিঠু করোনাকালে বানিয়েছিলেন পলিটিক্যাল থ্রিলারধর্মী এই সিনেমা। তবে সিনেমাটি কেউই নিজেদের প্ল্যাটফর্মে মুক্তি দিতে আগ্রহী ছিল না। এতদিন পর গত শনিবার সন্ধ্যায় ‘ব্যাকবেঞ্চার ফিকশন’ নামের ইউটিউব চ্যানেলে মুক্তি দেওয়া হয় ছবিটি। নিজের প্রথম সিনেমা নিয়ে মিকসেতু মিঠু বলেন, মিডনাইট মিটিং সিনেমায় আমি এমন এক যুবকের গল্প বলেছি, যে সবার মতো নয়। সে দেশের কথা ভাবে। মানুষের কথা ভাবে। যাদের রাতের পরিকল্পনায় দেশ চলে তাদের ভিত্তিমূলে আঘাত হানে। এটি কেবল আমার গল্প নয়। সমাজের অনেক তরুণই অন্যায়কে নির্মূলের স্বপ্ন দেখে।
শাহিল রনির চিত্রগ্রহণে মিডনাইট মিটিং প্রযোজনা করেছেন কামরুজ্জামান মুরাদসহ প্রযোজনায় ছিলেন ইশতিয়াক চিশতি।