দক্ষিণের মেগাস্টার থালাপাতি বিজয়। ৫ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে তার বহুল আলোচিত সিনেমা ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’। মুক্তির প্রথম দিনই সিনেমাটি ভারতসহ বিশ্ববাজার থেকে আয় করে নিয়েছে ৯৮ কোটি রুপি।
ভেঙ্কট প্রভু নির্মিত আলোচিত সিনেমা ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’ ৫ সেপ্টেম্বর বিশ্বের ছয় হাজার পর্দায় মুক্তি পেয়েছে। মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে বাজিমাত করেছে এটি। শতকোটির ক্লাবে প্রবেশ করতে না পারলেও বড় আয়ের বার্তা দিয়েছে সিনেমাটি। বলি মুভি রিভিউজ ডটকমের তথ্য অনুসারে, ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’ মুক্তির প্রথম দিনে শুধু ভারতে আয় করেছে ৫৪ কোটি রুপি। বিদেশে থেকে আয় করেছে ৪৪ কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় ৯৮ কোটি রুপি। মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী সবচেয়ে বেশি আয় করা তামিল সিনেমা ‘লিও’। গত বছর মুক্তিপ্রাপ্ত এ সিনেমা আয় করেছিল ১৪৬ কোটি রুপি। এ সিনেমায়ও অভিনয় করেন থালাপাতি বিজয়। দ্বিতীয় অবস্থানে রয়েছে ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’ (৯৮ কোটি রুপি)। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন প্রভু দেবা, মোহন, জয়রাম, যোগী বাবু, মীনাক্ষী চৌধুরী, লায়লা প্রমুখ। সিনেমাটি নির্মাণে খরচ হয়েছে ৩৭৫ কোটি রুপি।