আহসান হাবীব
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৯ এএম
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩২ পিএম
প্রিন্ট সংস্করণ

কাজ থেকে একটু দূরে ছিলাম

কাজ থেকে একটু দূরে ছিলাম

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শায়লা সাবি। একটা সময় নাটক মানেই ছিল তার উপস্থিতি। কাজ করেছেন নাটক ইন্ডাস্ট্রির বড় বড় তারকার সঙ্গে। এরপর হুট করেই চলে যান আড়ালে। আগের মতো সেভাবে আর দেখা যায় না অভিনয়ে। তবে এক বছর ধরে আবারও অল্প কিছু কাজের মাধ্যমে বিনোদনজগতে নিয়মিত হয়েছেন তিনি। হাতে রয়েছে তার বেশ কিছু কাজ। যার মধ্যে রয়েছে ওটিটিও।

শায়লা সাবি নিজের অভিনয়ের বিরতি ও নতুন কাজ নিয়ে ভাবনার বিষয়টি নিয়ে কথা বলেছেন কালবেলার সঙ্গে। তিনি জানান, অভিনয়ের বিষয়ে সবসময়ই তার ভালোবাসা ছিল ও আছে। যেই ভালোবাসা নিয়েই তিনি সামনের দিকে এগিয়ে যেতে চান। কালবেলাকে শায়লা বলেন, ‘কাজের থেকে আমি একটু দূরে ছিলাম। তবে একবারে মিডিয়া ছেড়ে যাইনি। টুকটাক কাজ করতাম। তবে সেভাবে নাটক করা হয়নি। এখন করছি, দর্শক আমাকে আবারও অভিনয়ে নিয়মিত দেখবেন ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, আমি ক্যারিয়ারের শুরু থেকেই কাজের প্রতি খুব সিরিয়াস ছিলাম। গল্প প্রাধান্য দিয়ে কাজগুলো করতাম। এখনো সেটি বজায় থাকবে। কারণ গৎবাঁধা কাজ করতে আমি কখনোই স্বাচ্ছন্দ্যবোধ করিনি। তাই সামনের দিনগুলো বেছে বেছেই কাজ করে যাব।’ এ সময় শায়লা তার বর্তমান ব্যস্ততা নিয়েও কথা বলেন। জানান, ওটিটি প্ল্যাটফর্ম নিয়েই এখন ব্যস্ত থাকবেন।

এ অভিনেত্রী বললেন, ‘কাজের প্রতি আমার ভালোবাসা সবসময়ই, নির্মাতাদের কাছে আমার গ্রহণযোগ্যতা বাড়িয়ে দেয়। কারণ আমি যাদের সঙ্গে কাজ করেছি তারা জানে অভিনয় আমি কতটা ভালোবাসি। সে কারণেই নির্মাতারা আমার সঙ্গে নিয়মিত যোগাযোগ করছেন। এখন আমার হাতে বেশ কিছু ওটিটি প্রজেক্ট আছে। যেগুলো ওয়েব ফিল্ম। এ কাজগুলো নিয়ে এখনই বিস্তারিত কিছু বলতে পারছি না। আমার নির্মাতার বারণ রয়েছে। তবে হ্যাঁ, আমি যে চরিত্র নিয়ে হাজির হতে যাচ্ছি, এমন চরিত্রে শায়লাকে দর্শক আগে দেখেনি। অপেক্ষায় থাকুন, ভালো কিছু আসছে।’

অনেক দিন থেকেই পর্দায় নেই শায়লা সাবি। মাঝেমধ্যে অভিনয়ে ফিরলেও আবার হুট করে আড়ালে চলে যান। আড়ালে যাওয়ার আগে তিনি জুটি বেঁধে অভিনয় করেন দেশের জনপ্রিয় অভিনেতা তাহসান, আফরান নিশো, জিয়াউল ফারুক অপূর্ব, আবদুন নূর সজল, খায়রুল বাশার ও তৌসিফ মাহবুবের মতো তারকার সঙ্গে। তার অসংখ্য জনপ্রিয় নাটকের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে—লাল গোলাপের নিঃসঙ্গতা, ভালোবাসার শেষ পুরস্কার, কাছে আসা, আই লাভ ইউ, লাভ স্কাউট, লেট মি ডাই, লন্ডন প্রবাসী, সিঙ্গেল, সমীকরণ, বিবাহ করিতে চাই না, সাইকেল বালিকা ইত্যাদি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান, টিটিপি প্রধান নিহতের গুঞ্জন

বিকট বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল

এককভাবে সরকার গঠন করবে বিএনপি : এমরান চৌধুরী

‘তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হলে রংপুর অচল করে দিতে বাধ্য হবো’

নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র সহ্য করা হবে না : লায়ন ফারুক

ট্রেনে কাটা পড়ে যুবকের পা বিচ্ছিন্ন

বৃহত্তর মিরপুরে সম্মিলিত খতমে নবুওয়ত ওলামা সম্মেলন অনুষ্ঠিত

দেশ বাঁচাতে হলে বিএনপির বিকল্প নেই : টুকু

গোলটেবিল বৈঠকে বক্তারা / বস্তিবাসী ও শহীদ পরিবারের ন্যায্য দাবি মেনে নিন

মা-মেয়েকে গলা কেটে হত্যা

১০

রাজধানীতে ১৭ ছাত্র সংগঠনের সঙ্গে জাগপা ছাত্রলীগের বৈঠক

১১

হাত-মুখ বেঁধে শিশুকে ধর্ষণ, যুবককে খুঁজছে পুলিশ

১২

এনসিটিবির নামে ‘নকল’ ছাপাখানা, আটক ৫ 

১৩

পচা চাল ক্রয়, বাচ্চু মিয়াকে বাধ্যতামূলক অবসর

১৪

শহিদুল আলমসহ নৌবহর থেকে আটক ব্যক্তিদের কারাগারে বন্দি

১৫

পা হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন আইসক্রিম বিক্রেতা রফিকুল

১৬

গুণগত শিক্ষা ও স্বাস্থ্যসেবা তারেক রহমানের অঙ্গীকার : সাঈদ

১৭

চাকসু নির্বাচনের প্রচারে এগিয়ে ছাত্রদলের প্যানেল

১৮

জনপ্রশাসনের এপিডি এরফানুল হককে বদলি

১৯

কর্ণফুলীর তীরে নতুন আশা

২০
X