তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৪, ০৩:১৪ এএম
আপডেট : ০৪ অক্টোবর ২০২৪, ১২:১১ পিএম
প্রিন্ট সংস্করণ

সাফল্যের এক দশকে হিমির প্রথম

সাফল্যের এক দশকে হিমির প্রথম

একটি রিয়েলিটি শোতে চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে মিডিয়ায় যাত্রা শুরু হয় জান্নাতুল সুমাইয়া হিমির। এরপর গুণী নাট্যনির্মাতাদের নাটকে অভিনয় করে করে দীর্ঘ এক দশকের অভিনয় জীবনের পথচলায় হিমি এখন এ প্রজন্মের নাট্যাভিনেত্রীদের মধ্যে ব্যস্ত একজন অভিনেত্রী। গত দুই বছরেরও বেশি সময়ে দর্শকের তার অভিনীত নাটকের প্রতি যেমন আগ্রহ বেড়েছে, ঠিক তেমনি প্রযোজক-পরিচালকদেরও তাকে নিয়ে কাজ করার আগ্রহ বেড়েছে অনেক।

প্রজন্মের দর্শকপ্রিয় এই অভিনেত্রী তার ১০ বছরের অভিনয় জীবনে একটি সিনেমায় অভিনয় করেছিলেন। নাম ‘হঠাৎ দেখা’, এটি নির্মাণ করেছিলেন রেশমী মিত্র।

এরই মধ্যে গতকাল প্রকাশিত হয়েছে মাহমুদ হাসান রানা পরিচালিত নিলয়-হিমি অভিনীত ‘আমার একজন মানুষ আছে’ নাটকটি। চ্যানেল আই প্রাইমে প্রকাশিত এ নাটকটিও দর্শকপ্রিয়তা পাচ্ছে। হিমি জানান, এরই মধ্যে তিনি মহিন খান, আদিবাসী মিজান, শহীদ উন নবী, এস আর মজুমদার, মাহমুদ হাসান রানাসহ আরও বেশ কয়েকজন পরিচালকের নাটকে কাজ করেছেন। সব নাটকেই তার বিপরীতে আছেন নিলয় আলমগীর।

এদিকে আজ হিমির জন্মদিন। ছোট বয়সে হিমির জীবনে আয়োজন করে জন্মদিন উদযাপন করা হতো। এরপর বড়বেলায় এসে অভিনয় জীবনের সফলতার এক দশকে তিনি প্রথমবার নিজের জন্মদিন আয়োজন করে উদযাপন করতে যাচ্ছেন।

আয়োজন নিয়ে হিমি বলেন, ‘আমি সবসময়ই আমার আব্বু আম্মুকে সঙ্গে নিয়ে জন্মদিন উদযাপন করি, এটাই আমার বেশি ভালোলাগে। কিন্তু এবার বেশ কয়েকজন পরিচালকের পরামর্শে জন্মদিনটি একটু বিশেষভাবে উদযাপন করতে যাচ্ছি। আমার স্কুল-কলেজ জীবনের বেস্ট ফ্রেন্ড থাকবে কয়েকজন। আর বাকি সব মিডিয়া রিলেটেড নানান সেক্টরের অতিথি উপস্থিত থাকবেন। আরেকটা কথা না বললেই নয়, আমার হয়তো তারকাখ্যাতি এসেছে জীবনে। কিন্তু এটাও সত্যি যে, আমার দায়িত্ব আগের চেয়ে অনেক বেড়ে গেছে। আগে একজন পরিচালক নায়কের সঙ্গে কথা বলে আমার সঙ্গে শুধু ডেট নিয়ে কথা বলতেন। এখন পরিচালকরা আমার সঙ্গেও গল্প নিয়ে কথা বলেন, আলোচনায় বসেন। স্টোরি টেলিংটা আরও কীভাবে ভালো করা যায়, সেটা বলার এখন সুযোগ থাকে। এই যে আমার সঙ্গেও আলোচনা করার যে বিষয়, এটা আমি এখন বেশ উপভোগ করি। প্রোডাকশনের যেন সর্বোচ্চ ভালো হয় আমি সেই দিকনির্দেশনা বা আলোচনাটা করি। দর্শকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং আমার সব প্রযোজক-পরিচালকের প্রতিও কৃতজ্ঞতা। কারণ সবার দোয়া, সহযোগিতায় আমি আমার ক্যারিয়ারের এক দশক চমৎকারভাবে পার করতে পারছি।’ ২০১৪ সালে বিপ্লব সাহার উদ্যোগে ‘রং আরটিভি টোয়েন্টি টোয়েন্টি কালারস মডেল সার্চ’ প্রতিযোগিতায় হিমি চ্যাম্পিয়ন হয়েছিলেন। তার অভিনীত প্রথম নাটক ছিল ‘মোহর আলী’ (ধারাবাহিক)। এটি নির্মাণ করেছিলেন শঙ্কর চন্দ্র। নিলয়ের সঙ্গে প্রথম নাটক ছিল ওয়ালিদ হাসান পরিচালিত ‘জলে ভেজা রং’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালদ্বীপে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

৩ বছরের সাজা থেকে বাঁচতে পালিয়ে ১৫ বছর

কথায় কথায় রাস্তায় যাবেন, বৃহত্তর দল নামলে তো সংঘর্ষ হবে : আমীর খসরু

শাহবাগে জলকামান-সাউন্ড গ্রেনেডে শিক্ষকদের ছত্রভঙ্গ

বাঁধাকপি-ফুলকপি কি থাইরয়েডের জন্য সত্যিই ক্ষতিকর

নিজের গোঁফের রহস্য ফাঁস করলেন শাকিব

এখনকার প্রজন্ম পোশাকের মতো পার্টনার বদলায় : টুইঙ্কেল

যুবককে বেধড়ক পেটানোর পর কুপিয়ে হত্যা

ইসরায়েলি রাষ্ট্রদূতকে হত্যাচেষ্টার অভিযোগ, কী বলছে ইরান

‘আয়না ঘর’ থেকে বেঁচে ফেরা মাজেদ পেলেন বিএনপির মনোনয়ন

১০

পশুর নদীতে বোট উল্টে পর্যটক নিখোঁজ

১১

‘ইতিহাসের গভীর বোধ ছাড়া কোনো সংস্কারক প্রজ্ঞাবান হতে পারেন না’

১২

সালমানের বিরুদ্ধে প্রথম প্রেমিকার গুরুতর অভিযোগ

১৩

বিপিএলকে সামনে রেখে কোচিং স্টাফ চূড়ান্ত রংপুর রাইডার্সের

১৪

প্রেম কি ‘২ মিনিটের নুডলস’? ভক্তদের যা শেখালেন কোয়েল

১৫

ঢাকা উত্তর বিএনপির ৩৩নং ওয়ার্ড কমিটি স্থগিত

১৬

বিচারক সভ্যতার শিকড় না বুঝে আইনের ব্যাখ্যা দিতে পারেন না : প্রধান বিচারপতি

১৭

চিকিৎসায় নতুন দিগন্ত খুলছে আধুনিক ইমেজিং প্রযুক্তি

১৮

বিপ্লব ও সংহতি দিবসে ড্যাবের আলোচনা / কিছু দল বিলম্বিত করে ক্ষমতার স্বাদ নিতে চায় : মেজর হাফিজ

১৯

একসঙ্গে খেলে আন্তর্জাতিক ক্রিকেটে বিরল কীর্তি গড়লেন বাবা-ছেলে

২০
X