বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ১০:৪০ পিএম
অনলাইন সংস্করণ

তারেক রহমানের সংবর্ধনায় কয়েক হাজার বোতল পানি সরবরাহ করবেন শিপলু

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন করবেন আগামী ২৫ ডিসেম্বর। সেদিন রাজধানীতে ঢল নামবে মানুষের। তাদের কষ্ট লাঘবে এবং তৃষ্ণা মেটাতে খাবার সরবরাহের পাশাপাশি লাখ লাখ পানির বোতল বিতরণের প্রস্তুতি নেওয়া হয়েছে।

ইতোমধ্যে কয়েক হাজার বোতল বিশুদ্ধ খাবার পানি বিতরণ করার উদ্যোগ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলু।

তিনি জানান, বহু বছর পর দেশে ফিরছেন বাংলাদেশের অবিসংবাদিত নেতা তারেক রহমান। তার প্রত্যাবর্তন দিবসে ঢাকায় মানুষের ঢল নামবে। প্রচুর লোকসমাগমে যাতে মানুষ কষ্ট না পায় সেই বিবেচনায় অন্তত কয়েক হাজার পানির বোতল তিনি বিতরণ করবেন।

ইতোমধ্যে পানির বোতলে তারেক রহমানের ছবি যুক্ত করে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। রাজধানীর বিমানবন্দর থেকে শুরু করে মূল সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে সংশ্লিষ্ট প্রতিনিধি দল পানির বোতল বিনামূল্যে বিতরণ করবেন বলে জানান শিপলু।

রাজধানীজুড়ে থাকবে ভ্রাম্যমাণ অ্যাম্বুলেন্স ও মেডিকেল টিম

এদিকে বিশাল লোকসমাগমের ফলে যে কেউ অসুস্থ হতে পারেন বা সমস্যায় পড়বেন এমনটি বিবেচনায় রেখে স্বাস্থ্যসেবা ও পর্যাপ্ত খাবার পানি সরবরাতের ব্যবস্থা থাকবে।

ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ কালবেলাকে জানান, তারা এরইমধ্যে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দিন এবং সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে বিভিন্ন পরিকল্পনা নিয়ে কমিটি গঠন করে দায়িত্ব বন্টন করেছেন। তার মধ্যে পুরো ঢাকা মহানগরীতেই থাকবে ২৫-৩০ টি মোবাইল অ্যাম্বুলেন্স। সংবর্ধনা স্থানের দুই প্রান্তে এবং কাছাকাছি একটি গুরুত্বপূর্ণ পয়েন্টে মোট তিনটি মেডিকেল বুথ থাকবে। পাশাপাশি রাজধানীর বিভিন্ন বেসরকারি হাসপাতালগুলোয় বিশেষ ব্যবস্থা থাকবে। ঢাকার প্রবেশপথগুলোয় থাকবে মেডিকেল টিম। যেখানে একজন ডাক্তার ও নার্স বা টেকনিশিয়ান থাকবে।

তারেক রহমানকে বরণে সর্বাত্মক প্রস্তুতি বিএনপির

অবশেষে দীর্ঘ অপেক্ষার প্রহর ফুরিয়ে আসছে। মাঝে আর মাত্র এক দিন। দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন শেষে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রিয় নেতার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে এবং তাকে বরণ করতে বিএনপিতে চলছে সর্বাত্মক প্রস্তুতি। ‘লিডার আসছে’ ব্যানার নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইতোমধ্যে শুরু হয়েছে ঢাকামুখী জনস্রোত। রাজধানীর খিলক্ষেত-বসুন্ধরার ৩০০ ফিটে তারেক রহমানকে দেওয়া হবে গণসংবর্ধনা। প্রস্তুত হয়েছে সংবর্ধনা সমাবেশের বিশাল দৃষ্টিনন্দন মঞ্চ। এই মঞ্চে দাঁড়িয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কৃতজ্ঞতা জানাবেন দেশবাসীর প্রতি। সমাবেশ সফল করতে গঠিত শৃঙ্খলা কমিটি কাজ করছে। সাজানো হচ্ছে স্বেচ্ছাসেবক টিম। সমাবশে এলাকা ও মঞ্চের আশপাশে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। তাদের পাশাপাশি কাজ করছেন বিএনপির চেয়ারপারসনের নিরাপত্তা টিমের (সিএসএফ) সদস্যরা। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দিনটিকে স্মরণীয় করে রাখতে স্মরণকালের বৃহত্তম গণজমায়েতের পরিকল্পনা রয়েছে বিএনপির।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতে যোগদান করায় বিএনপি নেতা বহিষ্কার

এবার দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব

নির্বাচন-গণভোটের ৮ গান, ঢাকা বিভাগেরটা রিলিজ

সব রেকর্ড ভেঙে স্বর্ণের নতুন দাম নির্ধারণ, বুধবার থেকে কার্যকর

ডাকসু জিএস ও এজিএসের বাগদান কাল

ডাকসু জিএস ফরহাদের বাগদান বুধবার, পাত্রী কে?

২৫ ডিসেম্বরের পর মিত্রদের নিয়ে যে সিদ্ধান্ত নিচ্ছে বিএনপি

গণহত্যা মামলার আসামি, তবু অধরা জাপার আনিস

খালেদা জিয়ার আসনে এবার বাবা-ছেলের মনোনয়ন সংগ্রহ

তারেক রহমানের সংবর্ধনায় কয়েক হাজার বোতল পানি সরবরাহ করবেন শিপলু

১০

হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ব্যাংক হিসাব ফ্রিজ

১১

প্রায় ২ বছর পর উৎপাদনে যমুনা সার

১২

জামাল হায়দারের নেতৃত্বে ১২ দলীয় জোট ঐক্যবদ্ধ

১৩

রাতের আঁধারে শত শত লাউ গাছ কেটে দিল দুর্বৃত্তরা

১৪

উপদেষ্টা পরিষদ পুনর্গঠন হচ্ছে, এমন তথ্য জানা নেই : মন্ত্রিপরিষদ সচিব

১৫

প্রাথমিকের ৬৫ হাজার প্রধান শিক্ষক পেলেন গেজেটেড মর্যাদা

১৬

২৫ ডিসেম্বরের কর্মসূচি জনগণের, শুধু বিএনপির নয় : রবি

১৭

চিলমারীতে জেঁকে বসেছে শীত, আগুন পোহাতে সতর্কতা

১৮

দরজা আটকে বসতঘরে আগুন, অল্পের জন্য প্রাণে রক্ষা ৮ জনের

১৯

গুলিস্তানের ফুলবাড়িয়া মার্কেটে উচ্ছেদ অভিযানে ডিএসসিসির কর্মকর্তাদের ওপর হামলা

২০
X