বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ১১:০৫ পিএম
অনলাইন সংস্করণ

২৫ ডিসেম্বরের পর মিত্রদের নিয়ে যে সিদ্ধান্ত নিচ্ছে বিএনপি

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

বিএনপির মিত্রদের কে কোন আসনে নির্বাচন করবেন, তা আজ-কালের মধ্যে অথবা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফেরার পরই ঘোষণা করা হবে। তবে সংশোধিত আরপিও এবং প্রতিদ্বন্দ্বী দলের প্রার্থী বিবেচনায় নির্বাচনে শরিকদের ‘বিজয় নিশ্চিতে’ বিশেষ কৌশল গ্রহণ করেছে বিএনপি।

এর অংশ হিসেবে ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের ‘অনিবন্ধিত’ মিত্র দল ও জোটের শীর্ষ নেতা, যাদের বিএনপি মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তাদের দলে যোগদান করিয়ে ‘ধানের শীষ’ নিশ্চিত করা হচ্ছে।

এরই মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ‘আসন সমঝোতা’ নিয়ে শরিকদের সঙ্গে ‘আনুষ্ঠানিক’ আলোচনাও শেষ করেছে দলটি।

দলীয় সূত্র জানায়, এরই মধ্যে যুগপৎ আন্দোলনের শরিকদের মধ্যে অন্তত দুটি দল বিএনপিতে যোগদান করে নিজেদের মনোনয়ন নিশ্চিত করেছে। ‘অনিবন্ধিত’ দলগুলোর আরও দু-একজন শীর্ষ নেতার আসন নিশ্চিত করার ব্যাপারেও আলোচনা চলছে।

অন্যদিকে নিবন্ধিত দলগুলোর শীর্ষ নেতারা, যাদের ‘জাতীয় পর্যায়ে পরিচিতি’ রয়েছে, তাদের আসনও অনেকটাই নিশ্চিত। দলীয় সাংগঠনিক ভিত্তি মজবুত না হলেও জোটের ঐক্যের স্বার্থে তাদের এরই মধ্যে আশ্বস্ত করে ‘সবুজ সংকেত’ দেওয়া হয়েছে। আনুষ্ঠানিকভাবে এটি এখন ঘোষণার অপেক্ষা। বিএনপি সূত্রে এমন তথ্য জানা গেছে।

জানতে চাইলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কালবেলাকে বলেন, ‘আসন্ন নির্বাচনে আসন সমঝোতা নিয়ে শরিকদের সঙ্গে এরই মধ্যে আমাদের আলোচনা হয়েছে। আশা করছি, বিষয়টি দু-এক দিনের মধ্যেই সুরাহা হয়ে যাবে, এটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।’ শরিকদের সঙ্গে কয়টি আসনে সমঝোতা হতে পারে— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এজন্য আরেকটু অপেক্ষা করতে হবে। এখন কিছুই বলা যাবে না।’

জানতে চাইলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কালবেলাকে বলেন, ‘আসন্ন নির্বাচনে আসন সমঝোতা নিয়ে শরিকদের সঙ্গে এরই মধ্যে আমাদের আলোচনা হয়েছে। আশা করছি, বিষয়টি দু-এক দিনের মধ্যেই সুরাহা হয়ে যাবে, এটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।’ শরিকদের সঙ্গে কয়টি আসনে সমঝোতা হতে পারে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এজন্য আরেকটু অপেক্ষা করতে হবে। এখন কিছুই বলা যাবে না।’

নির্বাচন সামনে রেখে এখন পর্যন্ত দুই দফায় মোট ২৭২ আসনে সম্ভাব্য প্রার্থিতা ঘোষণা করেছে বিএনপি। এর ফলে ফাঁকা রয়েছে আর ২৮ আসন। বিএনপি থেকে বলা হয়েছে, এই ফাঁকা আসনগুলোতে মূলত শরিকরাই নির্বাচন করবেন। অবশ্য জোট নেতাদের অভিযোগ, বিএনপির চাওয়া অনুযায়ী দল ও জোটের প্রার্থী তালিকা জমা দিলেও কোনো আলোচনা ছাড়াই একতরফাভাবে প্রার্থিতা ঘোষণা করা হয়েছে।

নির্বাচন কমিশন ঘোষিত তপশিল অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। আর নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৯ ডিসেম্বর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী গ্রেপ্তার

জামায়াতে যোগদান করায় বিএনপি নেতা বহিষ্কার

এবার দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব

নির্বাচন-গণভোটের ৮ গান, ঢাকা বিভাগেরটা রিলিজ

সব রেকর্ড ভেঙে স্বর্ণের নতুন দাম নির্ধারণ, বুধবার থেকে কার্যকর

ডাকসু জিএস ও এজিএসের বাগদান কাল

ডাকসু জিএস ফরহাদের বাগদান বুধবার, পাত্রী কে?

২৫ ডিসেম্বরের পর মিত্রদের নিয়ে যে সিদ্ধান্ত নিচ্ছে বিএনপি

গণহত্যা মামলার আসামি, তবু অধরা জাপার আনিস

খালেদা জিয়ার আসনে এবার বাবা-ছেলের মনোনয়ন সংগ্রহ

১০

তারেক রহমানের সংবর্ধনায় কয়েক হাজার বোতল পানি সরবরাহ করবেন শিপলু

১১

হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ব্যাংক হিসাব ফ্রিজ

১২

প্রায় ২ বছর পর উৎপাদনে যমুনা সার

১৩

জামাল হায়দারের নেতৃত্বে ১২ দলীয় জোট ঐক্যবদ্ধ

১৪

রাতের আঁধারে শত শত লাউ গাছ কেটে দিল দুর্বৃত্তরা

১৫

উপদেষ্টা পরিষদ পুনর্গঠন হচ্ছে, এমন তথ্য জানা নেই : মন্ত্রিপরিষদ সচিব

১৬

প্রাথমিকের ৬৫ হাজার প্রধান শিক্ষক পেলেন গেজেটেড মর্যাদা

১৭

২৫ ডিসেম্বরের কর্মসূচি জনগণের, শুধু বিএনপির নয় : রবি

১৮

চিলমারীতে জেঁকে বসেছে শীত, আগুন পোহাতে সতর্কতা

১৯

দরজা আটকে বসতঘরে আগুন, অল্পের জন্য প্রাণে রক্ষা ৮ জনের

২০
X