তামজিদ হোসেন
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৪, ০৩:০১ এএম
আপডেট : ১০ ডিসেম্বর ২০২৪, ১১:৪৬ এএম
প্রিন্ট সংস্করণ

ক্রিসমাসে হলিউড

ক্রিসমাস ডেতে হলিউডে আসছে যেসব সিনেমা। ছবি: সংগৃহীত
ক্রিসমাস ডেতে হলিউডে আসছে যেসব সিনেমা। ছবি: সংগৃহীত

আসছে ক্রিসমাস ডে। আর সেইসঙ্গে সিনেপ্রেমীদের জন্য আসছে নতুন চমক। বছরের অন্যতম এই দিনে মুক্তি পেতে যাচ্ছে একাধিক সিনেমা, যা দর্শকের আনন্দের মাত্রাকে আরও বাড়িয়ে দেবে। কালবেলার আজকের আয়োজন থাকছে ২৫ ডিসেম্বরে মুক্তি পেতে যাওয়া নতুন সিনেমা নিয়ে।

দ্য ফায়ার ইনসাইড

ক্লারেসা শিল্ডস জন্মগ্রহণ করেন মিশিগানের ফ্লিন্ট শহরের একটি কঠিন এবং সংগ্রামী পরিবেশে। যেখানে স্বপ্নগুলো জীবনের কঠিন বাস্তবতার মধ্যে হারিয়ে যায়। তার শৈশবকাল ছিল বেশ চ্যালেঞ্জিং। বাবা ছাড়া শুধু মায়ের কাছে লালিত হওয়া ক্লারেসা একদিকে যেমন দারিদ্র্য ও সহিংসতার মুখোমুখি হয়েছিল, তেমনই অন্যদিকে সে যখন বক্সিং খেলার জন্য প্রস্তুতি নিতে শুরু করে, তখন প্রতিবেশীরা বলতে শুরু করে, মেয়েদের জন্য বক্সিং খেলা নয়, এটি শুধু পুরুষদের খেলা। এ খেলা সে খেলতে পারবে না, শুধু শুধু স্বপ্ন দেখছে। তবে ক্লারেসার মধ্যে তীব্র ইচ্ছাশক্তির আগুন ছিল, যেটা কেউ কখনো নিভিয়ে দিতে পারেনি। এভাবেই এগোতে থাকে সিনেমাটির গল্প। ব্যারি জেনকিনসের চিত্রনাট্যে এই ছবিটি পরিচালনা করেছেন র‌্যাচেল মরিসন। সিনেমাটিতে অভিনয় করেছেন রায়ান ডেসটিনি, জাজমিন হেডলি ও কাইলি ডি অ্যালেনসহ আরও অনেকে। এটি ২৫ ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পাবে।

এ কমপ্লিট আননোন

এই সিনেমাটি বিংশ দশকে সংগীত জগতে এক পরিবর্তনের গল্প নিয়ে নির্মাণ করা হয়েছে। গল্পে দেখা যাবে ১৯৬৫ সালের নিউপোর্ট ফোক ফেস্টিভালে তরুণ বব ডিলান তার ফোক সংগীত পরিবেশনাকে নতুনভাবে দর্শকদের সামনে উপস্থাপন করছেন। তিনিই সেখানে প্রথম ইলেকট্রিক গিটারের মাধ্যমে গান গেয়ে রক সংগীতের জন্ম দেন এবং পরবর্তী সময়ে তিনি প্রজন্মের কণ্ঠস্বর হয়ে ওঠেন। এভাবেই এগোতে থাকে সিনেমাটির গল্প। এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন জেমস ম্যানগোল্ড এবং ছবিটিতে অভিনয় করেছেন টিমোথি শ্যালমে, এলি ফ্যানিং, মনিকা বারবারোসহ অনেকে। সিনেমাটি ডিসেম্বরের ২৫ তারিখ বিশ্বব্যাপী বড় পর্দায় মুক্তি দেওয়া হবে।

নসফেরাতু

রবার্ট এগারসের পরিচালনায় নির্মিত এই সিনেমাটি একটি ভৌতিক কাহিনি অবলম্বনে তৈরি। এই ছবিতে দেখা যাবে এক তরুণীর ওপর অদৃশ্য ভ্যাম্পায়ারের আত্মা ভর করে। এরপর সেই আত্মা তরুণীকে দিয়ে মায়াজাল তৈরি করে মানুষ হত্যা করতে থাকে এবং এভাবে সিনেমাটির গল্প এগোতে থাকবে। ভৌতিক এ সিনেমায় অভিনয় করেছেন লিলি-রোজ ডেপ, নিকোলাস হোল্ট, বিল স্কারসগার্ডসহ আরও অনেকে। ছবিটি আসন্ন ক্রিসমাস ডে তে বড় পর্দায় মুক্তি পাবে।

বেবি গার্ল

হালিনা রেইজন পরিচালিত ‘বেবি গার্ল’ মূলত পরকীয়া প্রেমের গল্পনির্ভর একটি সিনেমা। এই ছবিতে দেখা যাবে উচ্চক্ষমতা ধর এক নারীকে, যিনি একটি কোম্পানির সিইও। তিনি তার ক্যারিয়ার এবং পরিবারের কথা চিন্তা না করে অফিসের এক ইন্টার্ন ছেলের সঙ্গে প্রেম শুরু করেন। পরে সময়ের আবর্তনে অনৈতিক সম্পর্কের কারণে তার জীবনে নেমে আসে দুর্ভোগ। এভাবেই এগোতে থাকে সিনেমার গল্প। ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেন নিকোল কিডম্যান, হ্যারিস ডিকিনসন, আন্তোনিও বান্দেরাসসহ অনেকে। সিনেমাটি ২৫ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধবিরতিতে গাজার ঘরে ঘরে আনন্দ, রাস্তায় মিছিল

সচেতন হলে ব্রেস্ট ক্যানসার প্রতিরোধ সম্ভব : চসিক মেয়র

২০ মাসে মামলার রায়, স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

ভোটের অধিকার পুনরুদ্ধারই জাতির একমাত্র লক্ষ্য : গয়েশ্বর

ঘুষি মেরে বিমানের মনিটর ভেঙে ফেললেন লন্ডন প্রবাসী

ইসরায়েলের যে কারাগারে বন্দি শহিদুল আলম

আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান, টিটিপি প্রধান নিহতের গুঞ্জন

বিকট বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল

এককভাবে সরকার গঠন করবে বিএনপি : এমরান চৌধুরী

‘তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হলে রংপুর অচল করে দিতে বাধ্য হবো’

১০

নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র সহ্য করা হবে না : লায়ন ফারুক

১১

ট্রেনে কাটা পড়ে যুবকের পা বিচ্ছিন্ন

১২

বৃহত্তর মিরপুরে সম্মিলিত খতমে নবুওয়ত ওলামা সম্মেলন অনুষ্ঠিত

১৩

দেশ বাঁচাতে হলে বিএনপির বিকল্প নেই : টুকু

১৪

গোলটেবিল বৈঠকে বক্তারা / বস্তিবাসী ও শহীদ পরিবারের ন্যায্য দাবি মেনে নিন

১৫

মা-মেয়েকে গলা কেটে হত্যা

১৬

রাজধানীতে ১৭ ছাত্র সংগঠনের সঙ্গে জাগপা ছাত্রলীগের বৈঠক

১৭

হাত-মুখ বেঁধে শিশুকে ধর্ষণ, যুবককে খুঁজছে পুলিশ

১৮

এনসিটিবির নামে ‘নকল’ ছাপাখানা, আটক ৫ 

১৯

পচা চাল ক্রয়, বাচ্চু মিয়াকে বাধ্যতামূলক অবসর

২০
X