তামজিদ হোসেন
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৪, ০৩:০১ এএম
আপডেট : ১০ ডিসেম্বর ২০২৪, ১১:৪৬ এএম
প্রিন্ট সংস্করণ

ক্রিসমাসে হলিউড

ক্রিসমাস ডেতে হলিউডে আসছে যেসব সিনেমা। ছবি: সংগৃহীত
ক্রিসমাস ডেতে হলিউডে আসছে যেসব সিনেমা। ছবি: সংগৃহীত

আসছে ক্রিসমাস ডে। আর সেইসঙ্গে সিনেপ্রেমীদের জন্য আসছে নতুন চমক। বছরের অন্যতম এই দিনে মুক্তি পেতে যাচ্ছে একাধিক সিনেমা, যা দর্শকের আনন্দের মাত্রাকে আরও বাড়িয়ে দেবে। কালবেলার আজকের আয়োজন থাকছে ২৫ ডিসেম্বরে মুক্তি পেতে যাওয়া নতুন সিনেমা নিয়ে।

দ্য ফায়ার ইনসাইড

ক্লারেসা শিল্ডস জন্মগ্রহণ করেন মিশিগানের ফ্লিন্ট শহরের একটি কঠিন এবং সংগ্রামী পরিবেশে। যেখানে স্বপ্নগুলো জীবনের কঠিন বাস্তবতার মধ্যে হারিয়ে যায়। তার শৈশবকাল ছিল বেশ চ্যালেঞ্জিং। বাবা ছাড়া শুধু মায়ের কাছে লালিত হওয়া ক্লারেসা একদিকে যেমন দারিদ্র্য ও সহিংসতার মুখোমুখি হয়েছিল, তেমনই অন্যদিকে সে যখন বক্সিং খেলার জন্য প্রস্তুতি নিতে শুরু করে, তখন প্রতিবেশীরা বলতে শুরু করে, মেয়েদের জন্য বক্সিং খেলা নয়, এটি শুধু পুরুষদের খেলা। এ খেলা সে খেলতে পারবে না, শুধু শুধু স্বপ্ন দেখছে। তবে ক্লারেসার মধ্যে তীব্র ইচ্ছাশক্তির আগুন ছিল, যেটা কেউ কখনো নিভিয়ে দিতে পারেনি। এভাবেই এগোতে থাকে সিনেমাটির গল্প। ব্যারি জেনকিনসের চিত্রনাট্যে এই ছবিটি পরিচালনা করেছেন র‌্যাচেল মরিসন। সিনেমাটিতে অভিনয় করেছেন রায়ান ডেসটিনি, জাজমিন হেডলি ও কাইলি ডি অ্যালেনসহ আরও অনেকে। এটি ২৫ ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পাবে।

এ কমপ্লিট আননোন

এই সিনেমাটি বিংশ দশকে সংগীত জগতে এক পরিবর্তনের গল্প নিয়ে নির্মাণ করা হয়েছে। গল্পে দেখা যাবে ১৯৬৫ সালের নিউপোর্ট ফোক ফেস্টিভালে তরুণ বব ডিলান তার ফোক সংগীত পরিবেশনাকে নতুনভাবে দর্শকদের সামনে উপস্থাপন করছেন। তিনিই সেখানে প্রথম ইলেকট্রিক গিটারের মাধ্যমে গান গেয়ে রক সংগীতের জন্ম দেন এবং পরবর্তী সময়ে তিনি প্রজন্মের কণ্ঠস্বর হয়ে ওঠেন। এভাবেই এগোতে থাকে সিনেমাটির গল্প। এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন জেমস ম্যানগোল্ড এবং ছবিটিতে অভিনয় করেছেন টিমোথি শ্যালমে, এলি ফ্যানিং, মনিকা বারবারোসহ অনেকে। সিনেমাটি ডিসেম্বরের ২৫ তারিখ বিশ্বব্যাপী বড় পর্দায় মুক্তি দেওয়া হবে।

নসফেরাতু

রবার্ট এগারসের পরিচালনায় নির্মিত এই সিনেমাটি একটি ভৌতিক কাহিনি অবলম্বনে তৈরি। এই ছবিতে দেখা যাবে এক তরুণীর ওপর অদৃশ্য ভ্যাম্পায়ারের আত্মা ভর করে। এরপর সেই আত্মা তরুণীকে দিয়ে মায়াজাল তৈরি করে মানুষ হত্যা করতে থাকে এবং এভাবে সিনেমাটির গল্প এগোতে থাকবে। ভৌতিক এ সিনেমায় অভিনয় করেছেন লিলি-রোজ ডেপ, নিকোলাস হোল্ট, বিল স্কারসগার্ডসহ আরও অনেকে। ছবিটি আসন্ন ক্রিসমাস ডে তে বড় পর্দায় মুক্তি পাবে।

বেবি গার্ল

হালিনা রেইজন পরিচালিত ‘বেবি গার্ল’ মূলত পরকীয়া প্রেমের গল্পনির্ভর একটি সিনেমা। এই ছবিতে দেখা যাবে উচ্চক্ষমতা ধর এক নারীকে, যিনি একটি কোম্পানির সিইও। তিনি তার ক্যারিয়ার এবং পরিবারের কথা চিন্তা না করে অফিসের এক ইন্টার্ন ছেলের সঙ্গে প্রেম শুরু করেন। পরে সময়ের আবর্তনে অনৈতিক সম্পর্কের কারণে তার জীবনে নেমে আসে দুর্ভোগ। এভাবেই এগোতে থাকে সিনেমার গল্প। ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেন নিকোল কিডম্যান, হ্যারিস ডিকিনসন, আন্তোনিও বান্দেরাসসহ অনেকে। সিনেমাটি ২৫ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০০ আসনে জোটবদ্ধ নির্বাচনের ঘোষণা স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের

মাদারীপুরে রণক্ষেত্র

ফোর্ট্রেস প্রপার্টি এক্সপো-২০২৬ শুরু

প্রধান উপদেষ্টাকে ফুলেল শুভেচ্ছা জানালেন তারেক রহমান

ব্যাংকের কিস্তি পরিশোধ বন্ধের ঘোষণা দেশের মোবাইল ব্যবসায়ীদের

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে আটক করতে গিয়ে আহত ওসি, অভিযুক্ত পলাতক

নির্বাচনে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের পরিবেশ নিশ্চিতই পুলিশের লক্ষ্য : আইজিপি

জাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে দারিদ্র্যবিমোচন সম্ভব : ধর্ম উপদেষ্টা 

‘আমি রুমিন না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার’

বাসস চেয়ারম্যানের উদ্যোগে পাইকগাছায় দুস্থদের মাঝে কম্বল বিতরণ

১০

জবির দুই নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ, থানায় জিডি

১১

ভারত-বাংলাদেশ ম্যাচে ‘নো হ্যান্ডশেক’ বিতর্কে যা বলল বিসিবি

১২

পোস্টাল ব্যালেটে মার্কা বিভ্রান্তি দূর করতে ইসিকে গণঅধিকার পরিষদের চিঠি 

১৩

মাইজভাণ্ডারে শিক্ষা উৎসব / বিজ্ঞান ও এথিকস অলিম্পিয়াডের পুরস্কার বিতরণ

১৪

ম্যাজিস্ট্রেটকে রুমিন ফারহানা বললেন, ‘লাস্ট ওয়ার্নিং’

১৫

ইরানে আংশিকভাবে ইন্টারনেট চালু

১৬

বাথরুমে একদম খোলামেলা গোসল করেন? হতে পারে যে ৩ বিপদ

১৭

সাত কলেজের শিক্ষার্থীদের চলমান আন্দোলনে ছাত্রশিবিরের সংহতি প্রকাশ

১৮

জাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে দারিদ্র্য বিমোচন সম্ভব : ধর্ম উপদেষ্টা 

১৯

দল থেকে ফোন করে বলে ‘মন্ত্রিত্ব দেব, আসন ছেড়ে দিন’ : রুমিন ফারহানা

২০
X