শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২
তামজিদ হোসেন
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৫, ০২:৪০ এএম
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ১২:১৩ পিএম
প্রিন্ট সংস্করণ

বছর মাতাবে পাকিস্তানি ১০টি ড্রামা সিরিজ

বছর মাতাবে পাকিস্তানি ১০টি ড্রামা সিরিজ

২০২৪ সালে দর্শকদের আবেগকে স্পর্শ করে যখন হানিয়া আমির ও ফাহাদ মোস্তফা অভিনীত জনপ্রিয় ধারাবাহিক ‘কাভি মে কাভি তুম’ শেষ হয়, তখন দর্শকরা আবেগে ভাসছিল। পাশাপাশি ‘জাফা’, ‘জারদ পাটন কা বান’ এবং আরও অনেক পাকিস্তানি ড্রামা সিরিজও দর্শকদের হৃদয়ে গভীর রেখাপাত করেছে। তবে ২০২৫ সালে দর্শকদের জন্য চমক নিয়ে আসছে ১০টি নতুন পাকিস্তানি ড্রামা সিরিজ। আজকের কালবেলার আয়োজনে থাকছে আসন্ন এই ড্রামা সিরিজগুলোর এক ঝলক। লিখেছেন—তামজিদ হোসেন

হামরাজ: আয়েজা খান ও ফিরোজ খান অভিনীত ‘হামরাজ’ হচ্ছে সেই পাকিস্তানি ড্রামা সিরিজগুলোর একটি, যা দেখার জন্য দর্শকরা অধীর হয়ে অপেক্ষা করছে। প্রধান চরিত্রদের মধ্যে দারুণ রসায়ন থাকায় এই ধারাবাহিক দর্শকদের আসনে বসিয়ে রাখবে। ফারুক রিন্দ পরিচালিত ‘হামরাজ’র শুটিং এখনো শেষ হয়নি। তবে জানুয়ারির শেষদিকে বা ফেব্রুয়ারির শুরুতে মুক্তি পেতে পারে ‘হামরাজ’।

শায়ার: টান টান উত্তেজনায় ভরা নতুন এই ড্রামা সিরিজে প্রথমবার একসঙ্গে অভিনয় করেছেন সারাহ খান ও দানিশ তৈমুর। ধারাবাহিকটির চিত্রনাট্য লিখেছেন জানজাবিল অসিম শাহ। আর মূল সাউন্ডট্র্যাকটি সঞ্চালনা করেছেন ফালাক সাব্বির। এরই মধ্যে ড্রামা সিরিজটির সম্প্রচার শুরু হয়ে গেছে।

কেস নং নাইন: ক্রাইম থ্রিলার গল্পের ওপর ভিত্তি করে নির্মিত ড্রামা কেস নং নাইন। সৈয়দ ওয়াজাহাত হুসাইনের পরিচালনায় এই ড্রামা সিরিজে অভিনয় করছেন ফয়সাল কুরাইশি, সাবা কামার, জুনায়েদ খানসহ আরও অনেকে। ড্রামা সিরিজটি সান্সপেন্স ও অজানা এক ভয়ংকর থ্রিলার রহস্যের গল্প দর্শকদের সামনে উপস্থাপন করতে চলেছে। সাবা তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ইনস্টাগ্রামে ‘কেস নং নাইন’ ড্রামা সিরিজে অভিনয়ের কথা জানান। এতে তার ভক্তদের মধ্যে বেশ উত্তেজনা লক্ষ্য করা যায়। ড্রামা সিরিজটির শুটিং এখন চলমান। তবে ২০২৫ সালেই মুক্তি পেতে পারে এই ড্রামা সিরিজ।

দাইয়ান: সিরাজ উল হকের পরিচালনায় ‘দাইয়ান’ ড্রামার মাধ্যমে মেহউইশ হায়াত আবারও প্রত্যাবর্তন করতে চলেছেন। তার বিপরীতে থাকছেন আহসান খান এবং হিরা মনি। ‘দাইয়ান’র মুক্তির তারিখ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ড্রামা সিরিজটি মুক্তির আগে এর নাম পরিবর্তন হতে পারে বলে জানা গেছে। এ বছরই মুক্তি পেতে পারে এই ড্রামা।

সানওয়াল ইয়ার পিয়া: হাশিম নাদিম রচিত ‘সানওয়াল ইয়ার পিয়া’ ধারাবাহিকে দুরেফিশান সেলিম ও আহমেদ আলি আকবর প্রধান চরিত্রে অভিনয় করছেন। এই অভিনেত্রী ‘ইশক মুর্শিদ’ ধারাবাহিকে বিলাল আব্বাস খানের বিপরীতে তার পারফরম্যান্স দিয়ে জাদু দেখিয়েছেন। এখন তিনি এই আসন্ন ধারাবাহিক দিয়ে দর্শকদের মুগ্ধ করতে প্রস্তুত। ধারাবাহিকটি মুক্তির তারিখ এখনো জানা যায়নি। তবে আশা করা যাচ্ছে শিগগিরই মুক্তি পাবে এই ধারাবাহিকটি।

রাকশী সুইট: আসন্ন রমজানে মুক্তি পাচ্ছে শহিদ সাফাত পরিচালিত ড্রামা সিরিজ ‘রাকশী সুইট’। ড্রামা সিরিজটির গল্প দুটি প্রধান চরিত্র কেন্দ্র করে এগিয়ে যাবে। যেখানে দেখা যাবে তাদের জীবন প্রেম, পরিবার এবং জীবনের মিষ্টতায় জড়িয়ে রয়েছে। সিরিজটিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন খুশহাল খান ও সেহার খান। পর্দায় এই দুজনের রসায়ন গল্পে মুগ্ধতা ছড়াবে। এ ছাড়া ড্রামা সিরিজটি প্রেম, ত্যাগ ও পরিবারের সম্পর্কের প্রকৃত অর্থ অনুসন্ধান করবে।

শানদুর: পাকিস্তানের চমৎকার প্রাকৃতিক দৃশ্যপটে আসিম রাজার পরিচালনায় নির্মিত হচ্ছে ড্রামা সিরিজ ‘শানদুর’। এই ড্রামা সিরিজটিতে অভিনয় করছেন ফাওয়াদ খান, সানাম সাঈদ, মিকাল জুলফিকার, হিরা খানসহ আরও অনেকে। ‘শানদুর’ সিরিজটির বেশিরভাগ শুটিং পাকিস্তানে হলেও গল্পের প্রয়োজনে কিছু শুটিং আমেরিকায় করা হয়েছে।

জো বাঁচেয় হ্যায় সাং সামিট লো: এই ড্রামা সিরিজটির গল্প সিকান্দার নামে এক তরুণকে ঘিরে। যিনি হার্ভাড ল স্কুলের ছাত্র। এক ঘটনায় বদলে যায় তার জীবন। এরপর থেকে নিজেকে গুটিয়ে নেন সিকান্দার। নাটকের আরেক চরিত্র লিজা একজন প্রতিভাবান শিল্পী। তিনি জীবনমুখী হলেও তারও রয়েছে কষ্টের অতীত। এরপর হঠাৎ দুজনের ইতালিতে দেখা হয় এবং এভাবেই ড্রামা সিরিজের গল্প এগিয়ে যায়। ড্রামা সিরিজটি সেপ্টেম্বরে নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে।

না ছুরা সাকোগে দামান: ফারহান সাঈদ শুধু তার সুরেলা কণ্ঠে দর্শকদের মুগ্ধ করেননি বরং বিভিন্ন নাটকে অভিনয় করে দক্ষতার প্রমাণ দিয়েছেন। তবে এই সুদর্শন তারকা ‘না ছুরা সাকোগে দামান’ দিয়ে পর্দায় ফিরছেন। তিনি কিনজা হাশমির বিপরীতে অভিনয় করবেন। ভক্তরা এই নতুন জুটির রসায়ন দেখতে মুখিয়ে আছে। পরিচালক আসাদ মুমতাজ ‘না ছুরা সাকোগে দামান’কে একটি বিশুদ্ধ প্রেমের গল্প বলে মন্তব্য করেছেন। রোমান্টিক এই নাটকে আরও অভিনয় করছেন সেলিম মিরাজ, আলি তাহির, রাশিদ ফারুকি, রানা মজিদ খান, আলি সিকান্দার, কানওয়াল খান, সাঈদ তানভীর হুসেন, ইরফান মটিওয়ালা, রাবিয়া রিজওয়ান ও নেহা খান।

মে মান্টো নেহি হু: পাকিস্তানের বিখ্যাত লেখক ও নাট্যকার সাদাত হাসান মান্টোর জীবনীর ওপর ভিত্তি করে নির্মিত হচ্ছে ড্রামা সিরিজ ‘মে মান্টো নেহি হু’। নাদিম বেগের পরিচালনায় এই ড্রামায় অভিনয় করছেন সজল আলি, হুমায়ুন সাঈদ, সানাম সাঈদসহ আরও অনেকে। এই ড্রামার গল্প ও মুক্তির তারিখ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে এ বছরই মুক্তি পেতে পারে সিরিজটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেমিফাইনালে থামলেন জারিফ

বরিশালে কালবেলার বর্ষপূর্তি উদযাপন / ‘আগামী দিনেও জনগণের কথা বলবে কালবেলা’

রাকসুর রোকেয়া হলের ফল ঘোষণা

পুরো ভবনটিই জ্বলছে, থেমে থেমে বিস্ফোরণ

রাকসুর এক হলের ফল ঘোষণা, ভিপি-এজিএসে এগিয়ে শিবির

তিন পেরিয়ে চারে কালবেলা / সত্য-সুন্দর-সাহসের অভিযাত্রায় নতুন স্বপ্ন

সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোরশেদ খানসহ ৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 

কুষ্টিয়ায় কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালন

চট্টগ্রামে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে বক্তারা / পরিশুদ্ধ সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে ভূমিকা রাখবে কালবেলা

ফরিদপুর বিভাগ বাস্তবায়ন দাবিতে পদযাত্রা ও গণসমাবেশ

১০

সিলেটে প্রতিষ্ঠাবার্ষিকীতে সুধীজনদের মিলনমেলা / ‘কম সময়ে কালবেলা প্রত্যাশার চেয়ে বেশি অবদান রাখছে’

১১

বিএনপিতে যোগ দিলেন চার শতাধিক সনাতনী ধর্মাবলম্বী

১২

ইবিতে পুকুরে ডুবে যাচ্ছিলেন দুই শিক্ষার্থী, বাঁচালেন সিনিয়র

১৩

কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকীতে শরীয়তপুর সাংবাদিক সমিতির শুভেচ্ছা

১৪

দীপাবলির আগে ভারতে স্বর্ণ চোরাচালানের হিড়িক, রেকর্ড দাম কালোবাজারে

১৫

রাষ্ট্রীয় উদ্যোগে লালন স্মরণোৎসব শুরু শুক্রবার

১৬

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান উপলক্ষে প্রধান উপদেষ্টার বিশেষ বার্তা

১৭

বসুন্ধরা এক্সপো ভিলেজে ইন্টেরিয়র-ফার্নিচার-সাইনেজ এক্সপো উদ্বোধন

১৮

রাকসু নির্বাচন / ভোটগ্রহণে কোনো অসংগতি চোখে পড়েনি : নির্বাচন পর্যবেক্ষণ কমিটি

১৯

আসন্ন ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানালেন ইব্রাহিম আল-জারওয়ান

২০
X