রাজু আহমেদ
প্রকাশ : ২৮ মার্চ ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৮ মার্চ ২০২৫, ০১:৫০ পিএম
প্রিন্ট সংস্করণ

তারকাদের ঈদ আনন্দ

তারকাদের ঈদ আনন্দ। ছবি: সংগৃহীত
তারকাদের ঈদ আনন্দ। ছবি: সংগৃহীত

ঈদ এলেই উৎসবের রং ছড়িয়ে পড়ে চারপাশে। তারকারাও ব্যতিক্রম নন। সাধারণ মানুষের মতো পর্দার মানুষগুলোও এই দিনটিকে ঘিরে সাজিয়ে রাখেন বিশেষ পরিকল্পনা। শুটিংয়ের ব্যস্ততা শেষে পরিবারের সঙ্গে সময় কাটানো, বন্ধুবান্ধবের সঙ্গে আড্ডা, ঘুরে বেড়ানো—সব মিলিয়ে ঈদ মানেই বাড়তি আনন্দ। এবারের ঈদে দেশের জনপ্রিয় অভিনেত্রীরা কীভাবে সময় কাটাবেন? জানতে কালবেলা কথা বলেছে তাদের সঙ্গে। লিখেছেন— রাজু আহমেদ

বিদ্যা সিনহা মিম। ছবি: সংগৃহীত

সারা বছর শুটিং আর কাজের চাপে দম ফেলার সময় পান না, হালের জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম। তাই এবারের ঈদটা একটু অন্যরকমভাবে কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। পরিবারসহ উড়াল দেবেন ব্যাংককে! মিম বলেন, ‘শুধু ঈদই নয়, ওখানে একটু রেস্ট নেব, ফ্যামিলির সঙ্গে ভালো সময় কাটাব। আর শপিং তো থাকছেই!’ ঈদের ব্যস্ততা শেষে একটুখানি শান্তি খুঁজতেই এই ছোট্ট বিদেশযাত্রা।

অভিনেত্রী তানজিকা আমিন। ছবি: সংগৃহীত

অভিনেত্রী তানজিকা আমিনের এবারের ঈদটা একটু বিশেষ। তার স্বামী সাইফ বসুনিয়া থাকেন অস্ট্রেলিয়ায়, তবে ঈদের আগে দেশে ফিরছেন। তাই তানজিকা এবার ঈদ করবেন রাজশাহীতে, পরিবারের সঙ্গে। তিনি বলেন, ‘পরিবার আর আত্মীয়দের সঙ্গে ঈদের আনন্দটা ভাগ করে নিতে চাই। প্রিয়জনদের সঙ্গে কাটানো মুহূর্তগুলোই তো আসল ঈদের আনন্দ!’

অর্চিতা স্পর্শিয়া । ছবি: সংগৃহীত

অর্চিতা স্পর্শিয়া । ছবি: সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় মুখ অর্চিতা স্পর্শিয়ার এবারের ঈদ পরিকল্পনা ঢাকাকেন্দ্রিক। যদিও চেয়েছিলেন এবার যুক্তরাষ্ট্রে শ্বশুরবাড়ির সবার সঙ্গে ঈদ করতে, কিন্তু কাজের ব্যস্ততায় তা সম্ভব হচ্ছে না। তিনি বলেন, ‘পুরান ঢাকায় আমার ঈদের মজাই আলাদা। তবে এবার চেয়েছিলাম ইউএসে ঈদ করতে। কিন্তু ঢাকাতেই ফ্যামিলির সঙ্গে থাকব, বন্ধুদের সঙ্গে সময় কাটাব। আর ঈদের সিনেমাগুলো হলে গিয়ে দেখার প্ল্যান করেছি!’

তাসনুভা তিশা। ছবি: সংগৃহীত

এদিকে তাসনুভা তিশা ঈদের দিন নিয়ে দারুণ উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘আগে ঈদে শুধু ঘুমাতাম, এবার সেই ট্র্যাডিশন ভাঙব! পরিবারের সঙ্গে দুর্দান্ত সময় কাটাব, বন্ধুদের সঙ্গে আড্ডা দেব, ঘুরব। ঈদটাকে একদম স্পেশালভাবে উপভোগ করব।’

জান্নাতুল সুমাইয়া হিমি। ছবি: সংগৃহীত

জান্নাতুল সুমাইয়া হিমির ঈদ সবসময়ই কাটে ঢাকায়। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। ‘আমাদের সব আত্মীয় ঢাকাতেই থাকেন, তাই গ্রামে যাওয়া হয় না’ বললেন হিমি। ঈদের দিনটা পরিবারের সঙ্গে কাটাবেন, তবে এবার তার বিশেষ সঙ্গী থাকছে—তার পোষা বিড়াল আর পাখিরা! চাঁদ রাত পর্যন্ত কাজের চাপ থাকায় তেমন একটা বের হওয়া হবে না, তবে ঈদের দিন সন্ধ্যায় আইসক্রিম আর ফুচকা-চটপটি খাওয়ার পারিবারিক রীতি ঠিকই থাকছে। ঈদের দু-এক দিন পরই আবার শুটিংয়ে ফিরতে হবে, তাই স্বল্প সময়ের মধ্যেই ঈদটাকে উপভোগ করবেন তিনি।

প্রিয়ন্তী উর্বী। ছবি: সংগৃহীত

‘মিস ফেস অব বিউটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ’ খেতাবজয়ী অভিনেত্রী প্রিয়ন্তী উর্বীর ঈদ কাটবে ঢাকাতেই। ‘ঈদের সকালটা পরিবারের জন্য রাখি, আর সন্ধ্যাটা বন্ধু-বান্ধবীদের জন্য’ জানালেন তিনি। ঈদে একদিকে পরিবারের সঙ্গে কাটানোর শান্ত মুহূর্ত, অন্যদিকে বন্ধুদের সঙ্গে জমজমাট আড্ডা—সব মিলিয়ে ঈদটাকে দারুণভাবে উপভোগের পরিকল্পনা তার।

তারকাদের ঈদ মানেই ভক্তদের জন্য বাড়তি কৌতূহল। কেউ দেশের বাইরে, কেউ শহরেই, কেউ আবার প্রিয়জনদের সঙ্গে গ্রামে। ব্যস্ত জীবনের ফাঁকে ঈদ মানেই এক টুকরো প্রশান্তি, আনন্দ আর ভালোবাসার মুহূর্ত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থায়ী বসবাসের নিয়মে কড়াকড়িতে যাচ্ছে যুক্তরাজ্য

রাবির অ্যাপ্লায়েড কেমিস্ট্রি বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠনের নেতৃত্বে নজরুল-মিজানুর

এবার গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতির ওপর হামলা

৩ মাস ধরে ওষুধ সংকট, রোগীরা ফিরছেন খালি হাতে

শপিং ব্যাগের মূল্য নেওয়া বন্ধে আড়ংকে লিগ্যাল নোটিশ

যুবলীগের ৩ নেতা আটক

বৃষ্টি নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস

বিইউবিটির শিক্ষার্থীদের আন্তর্জাতিক স্বর্ণপদক জয়

খাগড়াছড়ির ঘটনায় প্রতিবেশী দেশের ইন্ধন রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিসিবি নির্বাচন / বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন যারা

১০

পরিবেশের অবনতি হচ্ছে ইউরোপে, ইইএর সতর্কবার্তা

১১

ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা

১২

খাগড়াছড়ির দুই সড়কে অবরোধ শিথিল 

১৩

চ্যাম্পিয়ন হওয়ায় এসিসি যা দিচ্ছে তার ৮ গুণ অর্থ পুরস্কার পাচ্ছে ভারত!

১৪

জামায়াত আমিরের সঙ্গে ভুটান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৫

স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার করে প্রশংসায় ভাসছেন যুবদলের নেতাকর্মীরা

১৬

জাতীয় পার্টির রওশনপন্থি মহাসচিব মামুনুর রশিদ গ্রেপ্তার

১৭

নিরপেক্ষ নির্বাচনের জন্য সব ধরনের সহায়তার আশ্বাস যুক্তরাজ্যের

১৮

কুষ্টিয়ায় ৬ হত্যা: ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৪ অক্টোবর

১৯

ব্রাঞ্চ ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে ট্রান্সকম গ্রুপ

২০
X