শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬, ১৯ পৌষ ১৪৩২
রাজু আহমেদ
প্রকাশ : ০১ জুন ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৩ জুন ২০২৫, ০৪:১০ পিএম
প্রিন্ট সংস্করণ

ঈদে মুক্তির তালিকায় যেসব সিনেমা

ঈদে মুক্তির তালিকায় যেসব সিনেমা। ছবি : সংগৃহীত
ঈদে মুক্তির তালিকায় যেসব সিনেমা। ছবি : সংগৃহীত

ঈদুল আজহায় দেশের সিনেমাপ্রেমীদের জন্য এবারও নিজের পছন্দ মতো সিনেমা দেখার সুযোগ করে দিচ্ছেন নির্মাতা ও প্রযোজকরা। দর্শকদের জন্য প্রেক্ষাগৃহে তারা মুক্তি দিতে যাচ্ছেন বেশ কয়েকটি সিনেমা। যার প্রচারণা পোস্টার ও সিনেমাগুলোর ট্রেলার প্রকাশের মধ্য দিয়ে শুরু হয়ে গেছে। মুক্তির তালিকায় থাকা এ সিনেমাগুলো নিয়েই আজ আমাদের এ আয়োজন। লিখেছেন রাজু আহমেদ

তাণ্ডব

এবারের ঈদেও দেশের দর্শকের জন্য রয়েছে শাকিব খানের সিনেমা। পরিচালক রায়হান রাফীর পরিচালনায় তিনি আসছেন ‘তাণ্ডব’ নিয়ে। যেটি আছে দর্শক চাহিদায় প্রথম দিকে। এ ছাড়া এটি নির্মাণও হয়েছে বিগ বাজেটে। সিনেমায় শাকিবের বিপরীতে প্রধান নায়িকা হিসেবে থাকবেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। আর এর মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে সাবিলার। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেত্রী জয়া আহসানকেও। এরই মধ্যে সিনেমার প্রচারণা শুরু হয়েছে। প্রকাশ করা হয়েছে তাণ্ডবের পোস্টার, টাইটেল ট্র্যাকও।

নীলচক্র

এবারের ঈদে ‘নীলচক্র’ সিনেমা দিয়ে আবারও বড় পর্দায় ফিরছেন আরিফিন শুভ। সিনেমার ট্রেলার ও পোস্টার প্রকাশের মাধ্যমেই দেওয়া হয় মুক্তির খবর। মিঠু খান পরিচালিত চলচ্চিত্রটির এর আগে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে আমেরিকান ফিল্ম মার্কেটে। এনায়েত এ মিলন প্রযোজিত এ সিনেমায় শুভর নায়িকা মন্দিরা চক্রবর্তী।

‘নীলচক্র’ সিনেমাটি ক্রাইম ঘরানার, যেখানে ইন্টারনেট জগতের নেতিবাচক দিককে তুলে ধরা হয়েছে। মানবকল্যাণে ইন্টারনেটের তাৎপর্যবহুল অবদান থাকলেও এর গহিনে রয়েছে ভয়াবহ ফাঁদ। এই ফাঁদে পড়ে অনেকের জীবন ধ্বংস হয়ে যায়, এমনকি প্রাণনাশের ঘটনাও ঘটে। এমনি প্রেক্ষাপটের ওপর নির্মিত হয়েছে সিনেমার কাহিনি।

শুভ-মন্দিরা ছাড়াও সিনেমায় আরও অভিনয় করেছেন শিরীন আলম, ফজলুর রহমান বাবু, খালেদা আক্তার কল্পনা, প্রিয়ন্তী ঊর্বী, দীপান্বিতা মার্টিন, শাহেদ আলী, মনির আহমেদ শাকিল, মাসুম রেজওয়ান এবং টাইগার রবি।

ইনসাফ

এবারের ঈদে শাকিব, শুভর পর বড় পর্দায় উপস্থিত থাকবেন শরিফুল রাজও। নির্মাতা সঞ্জয় সমাদ্দারের ‘ইনসাফ’ সিনেমায় দেখা যাবে তাকে। এর ট্রেলার প্রকাশের পর অন্যরকম এক রাজকে দেখেছে সবাই। রাজের বিপরীতে ইনসাফে অভিনয় করছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ভিলেন চরিত্রে দেখা যাবে অভিনেতা মোশাররফ করিমকে।

টগর

এই তিন নায়কের সঙ্গে টেক্কা দিতে দ্বিতীয়বারের মতো জুটিবদ্ধ হয়ে আসছেন পূজা চেরী ও আদর আজাদ। আলোক হাসানের পরিচালনায় ‘টগর’ শিরোনামায় দেখা যাবে তাদের। অ্যাকশন ও থ্রিলার ঘরানায় নির্মিত এই সিনেমার প্রচারণায় এরই মধ্যে ব্যস্ত সময় পার করছে ‘টগর’। সিনেমায় আরও অভিনয় করেছেন রোজী সিদ্দিকী, আজাদ আবুল কালাম, জোযন, সুমন আনোয়ার, এল আর খান সীমান্ত ও শরিফুল।

এশা মার্ডার: কর্মফল

ঈদে মুক্তির তালিকায় রয়েছে অনেকদিন ধরে আটকে থাকা আজমেরী হক বাঁধন অভিনীত ‘এশা মার্ডার: কর্মফল’ সিনেমাটি। এটি নির্মাণ করেছেন সানী সানোয়ার। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এ সিনেমায় আরও অভিনয় করেছেন পূজা ক্রুজ, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, শতাব্দী ওয়াদুদ, এজাজ আহমেদ ও মাজনুন মিজান। এ ছাড়া নানা ভূমিকায় রয়েছেন সুষমা সরকার, সুমিত সেনগুপ্ত, শরীফ সিরাজ, দীপু ঈমাম, নিবির আদনান নাহিদ ও আনিসুল হক বরুণ। পরিচালনার পাশাপাশি মার্ডার মিস্ট্রি ঘরানার সিনেমাটির গল্পও লিখেছেন সানি সানোয়ার।

উৎসব

এবারের ঈদে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে কাইজার ওয়েব সিরিজ-খ্যাত পরিচালক তানিম নূরের। তার প্রথম সিনেমা ‘উৎসব’ নিয়ে এবার রুপালি পর্দায় নাম লেখাবেন তিনি। কিংবদন্তির ঔপন্যাসিক চার্লস ডিকেন্সের ‘এ ক্রিসমাস ক্যারোল’ অবলম্বনে লেখা হয়েছে সিনেমার গল্প। এখানে বিখ্যাত চরিত্র ‘স্ক্রুজ’-এর ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা জাহিদ হাসান। মাল্টি কাস্টিং এ সিনেমায় আরও অভিনয় করেছেন জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মানসহ অনেকে।

পিনিক

ঈদে আরও এক নির্মাতার অভিষেক হচ্ছে এবার। নির্মাতা জাহিদ জুয়েল তিনি আসছেন ‘পিনিক’ সিনেমা নিয়ে। যেখানে প্রধান চরিত্রে দেখা যাবে শবনম বুবলী ও আদর আজাদকে। এ ছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন আলী রাজ, ফজলুর রহমান বাবু ও আজাদ আবুল কালামের মতো অভিনেতারা। এ ছাড়া আছেন সমু চৌধুরী, মাসুম বাশার, মোমেনা চৌধুরী, এ কে আজাদ সেতু, শরীফ সিরাজ, নাফিস আহমেদ বিন্দু ও জয়িতা মহলানবীশ।

জানা গেছে, এই সাতটি বাদেও সার্টিফিকেশন বোর্ডে আরও দুটি সিনেমা জমা দেওয়া হয়েছে। যার ফলে এবারের ঈদে মুক্তির জন্য মোট ৯টি সিনেমা প্রতিযোগিতা করবে বলে নিশ্চিত হওয়া গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিমান ভাড়া নিয়ন্ত্রণে অধ্যাদেশ জারি

পূর্ব ইয়েমেনের সাইইউন শহরের সামরিক ঘাঁটি ও বিমানবন্দরে হামলা

ফয়েজ আহমদ তৈয়ব-এর ফেসবুক পোস্ট / এনআইআর চালুর পর ক্লোন ফোন নিয়ে বেরিয়ে এলো ভয়াবহ তথ্য

আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৪

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কসবায় দোয়া মাহফিল

স্বতন্ত্র প্রার্থীর পক্ষে যাচাই-বাছাইয়ে গিয়ে ২ আ.লীগ নেতা গ্রেপ্তার

দেশের মানুষকে ভালো রাখার জন্য আমৃত্যু লড়েছেন খালেদা জিয়া : খায়রুল কবির

অনলাইন ট্রাভেল এজেন্সির ব্যাংক গ্যারান্টি ১ কোটি টাকা

প্রশাসন নিরপেক্ষ না থেকে বিএনপির দিকে ঝুঁকে পড়েছে : হাসনাত

শরীয়তপুরে পুড়িয়ে হত্যাচেষ্টা / বাদী হয়ে বাবার মামলা, তৃতীয় দিনেও অধরা দুর্বৃত্তরা

১০

পুলিশ স্বামীর ইউনিফর্ম পরে স্ত্রীর ‘টিকটক’, কনস্টেবল প্রত্যাহার

১১

‘আমরা থানা পুড়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’, বৈষম্যবিরোধী নেতার হুমকি

১২

মাহমুদউল্লাহর ঝড়ো ক্যামিওতে রংপুরের দারুণ জয়

১৩

যে কারণে বাতিল হলো হামিদুর রহমান আজাদের মনোনয়ন

১৪

চমক রেখে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করল জিম্বাবুয়ে

১৫

শৈত্যপ্রবাহ নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

১৬

গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশের একমাত্র মাধ্যম নির্বাচন : কবির আহমেদ

১৭

সাকিবকে পিছনে ফেলে নতুন উচ্চতায় মুস্তাফিজ

১৮

অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ

১৯

খালেদা জিয়ার মৃত্যুতে শোক বইয়ে স্বাক্ষর করেছেন গোলাম হাফিজ কেনেডি

২০
X