মহিউদ্দীন মাহি ও আহসান হাবীব রকি
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৭ জুলাই ২০২৫, ০৮:৫১ এএম
প্রিন্ট সংস্করণ

এফডিসিতে ফুয়াদ সঙ্গে ব্ল্যাক জ্যাং ও রিপন মিয়া

এফডিসিতে ফুয়াদ সঙ্গে ব্ল্যাক জ্যাং ও রিপন মিয়া

দেশের জনপ্রিয় সুরকার ও সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদির। স্থায়ীভাবে বসবাস করেন আমেরিকায়। তবে সুযোগ পেলেই ছুটে আসেন বাংলাদেশে, মাতিয়ে দেন স্টেজ, করেন তরুণ সংগীতশিল্পীদের নিয়ে কাজও। সম্প্রতি একটি বিজ্ঞাপনের কাজে ঢাকায় এসেছেন এই গুণী। আছেন রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে। এরই মধ্যে শুক্রবার এফডিসিতে বিজ্ঞাপনটির শুটিং সম্পন্ন করেছেন তিনি। যেখানে তার সঙ্গে ছিলেন হিপ হপ শিল্পী ব্ল্যাক জ্যাং ও রিপন মিয়া, যিনি সামাজিক মাধ্যমে ‘আইয়াম রিপন ভিডিও’ নামে পরিচিত।

এটি মূলত ডেটলের একটি মিউজিক্যাল বিজ্ঞাপন, যার পুরো ভিডিওজুড়ে থাকবে হিপ হপ গান।

বিজ্ঞাপনটির শুটিং এরই মধ্যে শেষ হয়েছে। কয়েক দিনের মধ্যেই এটি ইউটিউবসহ সব সামাজিক মাধ্যমে প্রকাশ করা হবে।

বিজ্ঞাপনটিতে কাজ করা নিয়ে কালবেলাকে ফুয়াদ আল মুক্তাদির বলেন, ‘আমি এর আগেও বিজ্ঞাপনে অভিনয় করেছি। তবে অভিনয়ে আমাকে কেউ নিতে চায় না। তাদের সঙ্গে সম্পর্ক ভালো দেখে এরা আমাকে নিয়েছে। তবে কাজটি খুবই ইউনিক। করতে পেরে ভালো লেগেছে। আর আমি বছরে ৬-৭ বার বাংলাদেশে আসি। কাজ করি, আবার চলে যাই। এবার ছয় সপ্তাহ পর আসলাম। কয়েকটা কাজ করে আবার চলে যাব, আবার আসব—এভাবেই চলতে থাকবে আমার জার্নি। দেশে স্থায়ী হওয়া হবে না। কারণ ৪০ বছরের বেশি সময় ধরে আমরা যুক্তরাষ্ট্রে। তাই দুই দেশ মিলিয়েই থাকা হবে আমার।’

এ সময় ফুয়াদ তার গানের ব্যস্ততা নিয়েও কথা বলেন। তিনি বলেন, ‘গোটা বছরই গান ও শো নিয়ে আমার ব্যস্ততা থাকে। যেই ধারাবাহিকতা এবছরও আছে। এরই মধ্যে ঢাকায় শো করেছি আমি। এ বছর যুক্তরাষ্ট্রে একটা শোর কথা চলছে। এ ছাড়া গ্লোবাল আর্টিস্টদের নিয়ে আমার একটা কাজ চলছে। সবকিছু মিলিয়ে ভালো ব্যস্ততা রয়েছে।’

এই বিজ্ঞাপনে ফুয়াদের সঙ্গে একই ফ্রেমে দেখা যাবে হিপ হপ শিল্পী ব্ল্যাক জ্যাং। তারা দুজন এর আগে স্টেজ শেয়ার করলেও অভিনয়ে এবারই প্রথম জুটি বেঁধেছেন। ফুয়াদের সঙ্গে নিজের কাজের অভিজ্ঞতা নিয়ে কালবেলাকে ব্ল্যাক জ্যাং বলেন, ‘ফুয়াদ ভাইয়ের সঙ্গে সবসময়ই কাজ করতে পারাটা আনন্দের। তিনি সবসময়ই স্বাধীনভাবে কাজ করতে পছন্দ করেন। চাপ ছাড়া যে কোনো কাজ বিন্দাস করেন তিনি। যার কারণে যখনই তিনি আমাকে নতুন কোনো কাজের কথা বলেন, আমি এক কথায় রাজি হয়ে যাই। যেমন এই বিজ্ঞাপনে অভিনয়ের বিষয়ে প্রথম তিনি আমাকে জানান। হঠাৎ এসএমএস দিয়ে বলেন, একটা কাজ আছে, চলো দুজনে করি। আমি বলেছি, ডান। কারণ তাকে না করার সাহস আমার নেই। এ ছাড়া আমি জানি, ফুয়াদ ভাই মানেই ব্যতিক্রম কিছু।’

এ সময় রিপন মিয়ার সঙ্গে অভিজ্ঞতা ও পুরো কাজটি নিয়ে ব্ল্যাক জ্যাং আরও বলেন, ‘ভিডিওটি পরিচালনা করছেন সোহান রহমান ভাই। তাদের পুরো টিম খুবই জোশ। তাদের কাজের ধরন আন্তর্জাতিক মানের। যেই মানটি এই প্রজেক্টে আরও ডেভেলপ করেছে। কারণ এ ধরনের কাজ আমি আগে কখনো করিনি। এটি প্রকাশের পরই সবাই বুঝতে পারবে। আর রিপন মিয়া—একদম ন্যাচারাল একজন মানুষ। সে ভিডিওতে যেমন, বাস্তবেও তেমন। আমাদের সবার আসলে তার মতোই পরিষ্কার হৃদয়ের হওয়া উচিত। তাকে দেখে আমি মুগ্ধ। এ ছাড়া এমন একটি কাজ করতে পেরে আমি নিজেও আনন্দিত।’

বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন সোহান রহমান। ঢাকার দুটি লোকেশনে সাজানো হয় এর সেট—প্রথম দিন শুক্রবার এফডিসিতে এবং দ্বিতীয় দিন শনিবার উত্তরায় শুটিং হয়। বিজ্ঞাপনটি নিয়ে কালবেলাকে তিনি বলেন, ‘এই বিজ্ঞাপনে ফুয়াদ ভাই ও ব্ল্যাক জ্যাং ছাড়াও অনেক কনটেন্ট ক্রিয়েটর আছেন, যারা খুবই জনপ্রিয়।

সবকিছু মিলিয়ে দারুণ কটি কাজ হয়েছে। এ ছাড়া ফুয়াদ ভাইকে য়ে কাজ করতে পারাটা যেমন আনন্দের, তেমনি ভয়েরও। তবে কাজটি যখন প্রকাশ পাবে আশা করি সবাই দারুণ একটি প্রজেক্ট পাবে।’ এই মিউজিক ভিডিওটি ডেটলের। যেখানে রিপন মিয়াকেও অভিনয় করতে দেখা গেছে। তাকে নিয়ে কাজের অভিজ্ঞতা নিয়ে সোহান আরও বলেন, ‘প্রথমে এই মিউজিক ভিডিও নিয়ে ডেটলের সঙ্গে আমাদের কথা হয়। তখন তাদের পক্ষ থেকে আমাদের আর্টিস্ট পছন্দের তালিকায় প্রথমেই ফুয়াদ ভাইয়ের নাম জানানো হয়। এরপর আমরা তার সঙ্গে যোগাযোগ করি। তারপর ব্ল্যাক জ্যাং এবং আরও অনেক কনটেন্ট ক্রিয়েটর যুক্ত হয়। তখনই মাথায় আসে রিপন মিয়ার কথা। কারণ আমরা সবাই হাসতে ভুলে গেছি। তার মতো একজন জীবন্ত চরিত্র যদি আমাদের এই ভিডিওতে যুক্ত করা যায় তাহলে সবকিছু মিলিয়ে ব্লাস্ট হবে। এরপর তাকে নেওয়া এবং সবার সঙ্গে কাজের দুর্দান্ত অভিজ্ঞতা হলো। আশা করছি মিউজিক্যাল এ বিজ্ঞাপনটি দর্শকের ভালো লাগবে।’

পিনহুইল প্রোডাকশন হাউসের ব্যানারে নির্মিত মিউজিক্যাল এ বিজ্ঞাপনটির সংগীত আয়োজন করেছেন ফুয়াদ। যেখানে র্যাপ করেছেন ব্ল্যাক জ্যাং। এই বিজ্ঞাপন ছাড়াও তাদের দুজনের আরেকটি মিউজিক্যাল প্রজেক্ট চলমান রয়েছে, যা খুব শিগগির প্রকাশ পাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাসের ট্যাবলেট খেয়ে নিঃসন্তান দম্পতির আত্মহত্যা

‘যারা গণতন্ত্র চায় না তারা নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে’

সারা দেশে টিসিবির পণ্য বিক্রি শুরু কাল, কিনতে পারবেন সবাই

ইউপি সদস্যকে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

মসজিদ কমিটি ব্যবস্থাপনা নীতিমালার গেজেট শিগগিরই : ধর্ম উপদেষ্টা

নামাজে রাকাত সংখ্যা ভুলে গেলে কী করবেন?

সাংবাদিক তুহিন হত্যা মামলার আরেক আসামি গ্রেপ্তার

সাবেক ছাত্রদল নেতার গলাকাটা লাশ উদ্ধার

পাবিপ্রবিতে ৫ ছাত্রের আমরণ অনশন

আবারও চোটে পড়েছেন রদ্রি

১০

চট্টগ্রামে এনসিপি নেতার পদত্যাগ

১১

শেখ হাসিনা যুব সমাজকে ধ্বংস করে দিয়েছে : এ্যানি

১২

পালিয়ে যাওয়া স্বৈরাচারের দিবাস্বপ্ন কখনোই বাস্তবে পরিণত হবে না : মঈন খান

১৩

জাপার চেয়ারম্যান আনিসুল, মহাসচিব রুহুল আমীন নির্বাচিত

১৪

পরিবহন ধর্মঘটের আহ্বানে লিফলেট বিতরণ

১৫

কারো মৃত্যুর পর ‘চল্লিশা’ খাওয়ানো কি জায়েজ?

১৬

আগামী নির্বাচনে জনগণ বিএনপিকেই নির্বাচিত করবে : রহমাতুল্লাহ

১৭

রেলিং ভেঙে নিচে পড়লেন প্রেমিক-প্রেমিকা, মর্মান্তিক ঘটনা ভাইরাল

১৮

মাগুরায় জিয়া স্মৃতি সংসদের নতুন কমিটি গঠন

১৯

এমন কিছু কথা যা স্বামী-স্ত্রীর সম্পর্কে না বলাই ভালো

২০
X