সংগীতশিল্পী, গীতিকার, সুরকার, সংগীত পরিচালক এবং একজন সফল লেখক ও উপস্থাপক পুতুল সাজিয়া সুলতানা। এরই মধ্যে তার সুরেলা কণ্ঠে মুগ্ধ দর্শক, তার লেখা গান স্পর্শ করে শ্রোতার হৃদয়। বর্তমানে স্টেজ শো, সংগীত ও সংসার নিয়ে ব্যস্ততা রয়েছে তার। ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতার মাধ্যমে পরিচিতি পাওয়া এই শিল্পীর রয়েছে অসংখ্য জনপ্রিয় গান। যার মধ্যে উল্লেখযোগ্য গান হলো: ‘স্মৃতিময় গানগুলো’, ‘চুপি চুপি কানে কানে’, ‘শীতের একলা রাতে’, ‘ভালোবাসা কুড়ানোর মধ্যে অন্যরকম আনন্দ আছে’ ইত্যাদি। এবার কালবেলার তারাবেলা অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছেন এই শিল্পী। কথা বলেছেন সংগীত নিয়ে তার ব্যস্ততা, ব্যক্তিজীবন ও পছন্দ-অপছন্দ নিয়ে। এসএমসি নিবেদিত অনুষ্ঠানটি দেখা যাবে রোববার (আজ), রাত ৮টায় কালবেলা এন্টারটেইনমেন্ট ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে।
মন্তব্য করুন