তামজিদ হোসেন
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৮ এএম
প্রিন্ট সংস্করণ

সেপ্টেম্বরে মুক্তির অপেক্ষায় সেরা ৫ হলিউড সিনেমা

সেপ্টেম্বরে মুক্তির অপেক্ষায় সেরা ৫ হলিউড সিনেমা

আসছে সেপ্টেম্বরে একের পর এক নতুন চমক নিয়ে হলিউডের বড় পর্দায় নামছে ভয়, রহস্য, প্রেম, হাসি, মহাকাশ অভিযানের বিস্ময় আর টানটান ক্রাইম ড্রামা। দর্শকদের জন্য অপেক্ষা করছে পাঁচ-পাঁচটি মহাকাব্যিক সিনেমা, যা বদলে দিতে পারে এ মাসের বিনোদনের স্বাদ। কালবেলার বিশেষ আয়োজনে আজ থাকছে সেই বহুল প্রতীক্ষিত পাঁচটি হলিউড ছবির রোমাঞ্চকর আভাস। লিখেছেন তামজিদ হোসেন।

দ্য কনজুরিং: লাস্ট রাইটস

ভেরা ফারমিগা ও প্যাট্রিক উইলসন অভিনীত অতিপ্রাকৃত তদন্তকারী এড ও লরেন ওয়ারেনকে কেন্দ্র করে নির্মিত দ্য কনজ্যুরিং: লাস্ট রাইটস হলো বহুল জনপ্রিয় কনজ্যুরিং ইউনিভার্সের শেষ অধ্যায়। ছবিটি পরিচালনা করেছেন মাইকেল চাভেস এবং চিত্রনাট্য লিখেছেন ইয়ান গোল্ডবার্গ, রিচার্ড নায়িং ও ডেভিড লেসলি জনসন-ম্যাকগোল্ডরিক। গল্পসহ রচনা করেছেন জেমস ওয়ান। বাস্তব ঘটনার অনুপ্রেরণায় তৈরি

এ সিনেমার মূল প্রেক্ষাপট ১৯৮৬ সালের মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার ভয়ংকর স্মার্ল হন্টিং।

এ কিস্তিতে নতুন চরিত্র যুক্ত হয়েছে। মিয়া টমলিনসন অভিনয় করেছেন এড ও লরেনের কন্যা জুডি ওয়ারেন চরিত্রে, আর বেন হার্ডি হাজির হয়েছেন তার প্রেমিক টনি স্পেরা হিসেবে।

প্রায় ১৩৫ মিনিট দৈর্ঘ্যের এই হরর সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে প্রেক্ষাগৃহে ৫ সেপ্টেম্বর ২০২৫।

ডাউনটন অ্যাবে: দ্য গ্র্যান্ড ফিনালে

আবারও প্রিয় ক্রাউলি পরিবারকে নিয়ে ফিরে এসেছে ডাউনটন অ্যাবি: দ্য গ্র্যান্ড ফাইনালে, যা মেরি এবং পরিবারের আর্থিক সংকটকে কেন্দ্র করে এক কেলেঙ্কারির গল্প উপস্থাপন করে।

ক্রাউলিরা প্রজন্মের পরিবর্তনকে গ্রহণ করতে চেষ্টা করছে, একই সঙ্গে অভ্যন্তরীণ ও সামাজিক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে।

সিনেমায় অভিনয় করেছেন হিউ বোনভিল, এলিজাবেথ ম্যাকগোভার এবং মিশেল ডকারি, যারা নির্মাতা সাইমন কার্টিসের নির্দেশনায় আবারও একত্রিত হয়েছেন। চলচ্চিত্রটি মুক্তি পেতে চলেছে চলতি বছরের ১২ সেপ্টেম্বর।

দ্য লং ওয়াক

স্টিফেন কিংয়ের ডিস্টোপিয়ান উপন্যাস থেকে অনূদিত, দ্য লং ওয়াক একটি ভয়ংকর বার্ষিক প্রতিযোগিতার কাহিনি অনুসরণ করে, যেখানে কিশোর ছেলেরা অবিরাম হাঁটতে বাধ্য, যতক্ষণ না শেষ পর্যন্ত একজন লড়ায়ে টিকে থাকে।

নির্মাতা ফ্রান্সিস লরেন্সের পরিচালনায় নির্মিত এ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন কূপার হফম্যান, ডেভিড জনসন ও গ্যারেট ওয়ারিং। এ ছাড়া সহায়ক চরিত্রে দেখা যাবে মার্ক হ্যামিল ও বেন ওয়াংকে। ছবিটির কাহিনিটি চরম উত্তেজনাপূর্ণ ও অস্বস্তিকর। এটি চলতি বছরের ১২ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় রয়েছে।

এ বিগ বোল্ড বিউটিফুল জার্নি

এই রোমান্টিক কমেডিতে মার্গো রবি এবং কলিন ফারেলকে দেখা যাবে, যারা বন্ধুদের বিয়ের অনুষ্ঠানে অচেনা মানুষ হিসেবে দেখা করে হঠাৎ করেই একসঙ্গে একটি রোড ট্রিপে বের হয়। এ ছাড়া এ ছবিতে সহায়ক চরিত্রে লিলি রাবে যোগ দিয়েছেন। কোগোনাডার পরিচালনায় নির্মিত এ ছবির গল্পটি আবর্তিত হয় এক প্রতিফলনমূলক যাত্রার মাধ্যমে, যা অতীতের স্মৃতি এবং আবেগঘন পুনঃসংযোগে পূর্ণ। চলচ্চিত্রটি এ বছরের ১৯ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহের মুক্তির অপেক্ষায় রয়েছে।

দ্য স্ট্রেঞ্জার্স: চ্যাপ্টার ২

আসন্ন ‘দ্য স্ট্রেঞ্জার্স’-এর সিক্যুয়েলটি একটি দমবন্ধ করা গল্প উপস্থাপন করতে চলেছে, যেখানে দেখা যাবে এক দম্পতির গাড়ি যাত্রার সময় নষ্ট হয়ে যায়, যার ফলে তারা আশ্রয় খুঁজতে বাধ্য হয় এবং অনিচ্ছায় ভয়ানক পরিস্থিতির মধ্যে প্রবেশ করে। এ চলচ্চিত্রটিতে অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে রয়েছেন র্যাচেল শেন্টন, রিচার্ড ব্রেক এবং ম্যাডেলেইন পেটশ, যারা প্রথম পর্বের মতোই সাসপেন্স ও ভয়াবহ আবহ বজায় রেখেছেন আসন্ন এ সিনেমায়।

চলতি বছরের ২৬ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এ চলচ্চিত্রটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাদের কাছে ক্ষমা চাইলেন শ্রদ্ধা কাপুর!

বেড়িবাঁধের পাশে পড়ে ছিল বৃদ্ধের মরদেহ

স্বামী-স্ত্রী মিলে যাত্রী, সিগারেট খাইয়ে ইজিবাইক ছিনতাই

সাংবাদিকের কাছে চাঁদা দাবি, সন্ত্রাসী জনির বিরুদ্ধে মামলা 

সব সময় হাত-পা কেন ঘামে, কঠিন কোনো রোগের লক্ষণ নয় তো ?

ত্রিভুজ প্রেমের বলি ডা. আমিরুল

সেই আলী হুসেনকে ঢাবি থেকে বহিষ্কার

জাবি ছাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ায় ২৮ বাস আটক

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

অভিষেকের সঙ্গে প্রেম, বাগদান নিয়ে কারিশমার স্বীকারোক্তি

১০

সন্ধ্যার মধ্যে ঝড়বৃষ্টির আভাস

১১

ভোটের আগে তদবিরের পাহাড়

১২

সঞ্জয় লীলার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

১৩

মালয়েশিয়ায় নারীসহ ৩৯৬ বাংলাদেশি আটক

১৪

শরতের আকাশজুড়ে সাদা মেঘের ভেলা

১৫

বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত নিযুক্ত হতে যাওয়া কে এই ব্রেন্ট

১৬

আ.লীগ নেতাকর্মীদের নিয়ে সভা, সিপিপির সেই উপপরিচালককে বদলি

১৭

ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল ট্রাক, নিহত ২

১৮

রুমায় কেএনএর প্রশিক্ষণ ঘাঁটিতে সেনাবাহিনীর অভিযান, অস্ত্র উদ্ধার

১৯

৩ মাসের শিশুকে নদীতে ফেলে দিয়ে বাসায় আসেন মা

২০
X