ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৪ এএম
অনলাইন সংস্করণ

শরতের আকাশজুড়ে সাদা মেঘের ভেলা

শরতের আকাশে সাদা মেঘের উড়াউড়ি। ছবি : কালবেলা
শরতের আকাশে সাদা মেঘের উড়াউড়ি। ছবি : কালবেলা

আকাশজুড়ে উড়ছে সাদা মেঘ। নীল আকাশে সাদা মেঘের ভেলাই বলে দিচ্ছে এখন শরৎকাল। বিরামহীন মেঘের ছোটাছুটির মধ্যে ক্ষণে ক্ষণে আড়ালে পড়ে সূর্য, বদলায় মেঘের রঙ। সূর্যের আলোয় সাদা মেঘগুলো যেন আরও ঝলমল করছে।

শরতের আকাশে সাদা মেঘের ওড়াউড়ির মনোমুগ্ধকর দৃশ্য সবারই মন কাড়ে। ‘নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই লুকোচুরি খেলা’ সাদা মেঘের ভেলা এ কবিতার কথাই মনে করিয়ে দিচ্ছে।

শরৎকাল ষড়ঋতুর তৃতীয় ঋতু। ভাদ্র ও আশ্বিন মাস মিলে শরৎকাল। পৃথিবীর ৪টি প্রধান ঋতুর মধ্যে একটি হচ্ছে শরৎকাল। এ ঋতুর স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্যের কারণে অন্যসব ঋতু থেকে শরৎ অনেকটা ভিন্ন। আকাশের রঙ পরিবর্তনের সঙ্গে সঙ্গে এ ঋতুতে প্রকৃতিতেও আসে নানা পরিবর্তন। নদীর চরসহ বিভিন্ন জলাশয়ের পাড়ে ও অনাবাদি জমিতে শরতে ফোটে সাদা মেঘের মতো কাশফুল। এ ছাড়া শরতে আরও নানারকম ফুল ফোটে।

শরৎকালে নাটাইবিহীন ঘুড়ির মতো আকাশজুড়ে অসংখ্য খণ্ড খণ্ড সাদা মেঘের দল উড়ে বেড়ানোর দৃশ্য স্বচ্ছ জলেও দেখা যায়। বিস্তীর্ণ জলাশয়কে তখন আকাশ ভেবে ভ্রম হতে পারে। আবার হঠাৎই আকাশের রঙ বদলে কালো মেঘে ছেয়ে যায়। তবে এ চিত্র বেশিক্ষণ দীর্ঘ হয় না, আকাশ আবারও তার বুকে ডেকে নেয় নীল রঙ আর সাদা মেঘ। এরকম আকর্ষণীয় আকাশ যেন কেবল একলা শরতেরই। শরতের মাধুরীতে মুগ্ধ হয়ে তাইতো কবি বলেছিলেন, ‘তাইতো আমি এ শরতে তোমার কৃতদাস’।

কথা হয় উপজেলার প্রবীণ বাসিন্দা গফুর মিয়ার সঙ্গে। তিনি বলেন, আগেকার মতো ছয় ঋতুর স্বতন্ত্রতা এখন আর নেই। আমরা ছোট বেলায় প্রতিটি ঋতুর যে পরিবর্তন দেখেছি এখন আর তা ঠিক সেরকমভাবে দেখা যায় না। তবে শরৎকালের পরিবর্তনে আকাশের যে পরিবর্তন ঘটত এখনো অনেকটা ওরকমই আছে। তীব্র রোদ উপেক্ষা করে শরতের আকাশে সাদা মেঘের চলাফেরা এখনো মুগ্ধ করে মানুষকে। আকাশের নীল রঙ আর সাদা মেঘ ওড়ার দৃশ্যে আপ্লুত না হওয়ার উপায় নেই।

আরেক প্রবীণ বাসিন্দা আবসার আলী বলেন, নীল আকাশে সাদা মেঘের দল উড়ছে, এরকম দৃশ্য নজরে এলেই বোঝা যায় শরৎকাল প্রকৃতিতে প্রবেশ করেছে। শরতের আকাশ অন্য ঋতুর আকাশ থেকে সম্পূর্ণ আলাদা। এ ঋতুতে ফোটে শুভ্র নির্মল কাশফুল। নিচে সবুজ প্রকৃতির মায়া আর উপরে অসীম নীলে টুকরো টুকরো সাদা মেঘ ভেসে বেড়ানোর দৃশ্য কেবল একলা শরতের।

প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ ষড়ঋতুর দেশ। ঋতুচক্রে প্রতি দুমাস পর পর প্রকৃতিতে পরিবর্তন আসে। তবে জলবায়ুর পরিবর্তন নেতিবাচক পরিবর্তন এসেছে ঋতুচক্রেও। এর ফলে ষড়ঋতুর স্বতন্ত্র স্বভাবেও এসে পরিবর্তন।

তিনি আরও বলেন, শরৎ আমাদের দেশের ছয়টি ঋতুর মধ্যে অন্যতম একটি ঋতু। এ ঋতুর সৌন্দর্য উঠে এসেছে কবিতা, গান ও ছড়াতেও। শরৎকালের আকাশ আকৃষ্ট করে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। শরতের নীল আকাশে ভাসমান সাদা মেঘের ভেলা শরৎকাল ছাড়া খুব একটা দেখা যায় না বললেই চলে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেড়িবাঁধের পাশে পড়ে ছিল বৃদ্ধের মরদেহ

স্বামী-স্ত্রী মিলে যাত্রী, সিগারেট খাইয়ে ইজিবাইক ছিনতাই

সাংবাদিকের কাছে চাঁদা দাবি, সন্ত্রাসী জনির বিরুদ্ধে মামলা 

সব সময় হাত-পা কেন ঘামে, কঠিন কোনো রোগের লক্ষণ নয় তো ?

ত্রিভুজ প্রেমের বলি ডা. আমিরুল

সেই আলী হুসেনকে ঢাবি থেকে বহিষ্কার

জাবি ছাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ায় ২৮ বাস আটক

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

অভিষেকের সঙ্গে প্রেম, বাগদান নিয়ে কারিশমার স্বীকারোক্তি

সন্ধ্যার মধ্যে ঝড়বৃষ্টির আভাস

১০

ভোটের আগে তদবিরের পাহাড়

১১

সঞ্জয় লীলার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

১২

মালয়েশিয়ায় নারীসহ ৩৯৬ বাংলাদেশি আটক

১৩

শরতের আকাশজুড়ে সাদা মেঘের ভেলা

১৪

বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত নিযুক্ত হতে যাওয়া কে এই ব্রেন্ট

১৫

আ.লীগ নেতাকর্মীদের নিয়ে সভা, সিপিপির সেই উপপরিচালককে বদলি

১৬

ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল ট্রাক, নিহত ২

১৭

রুমায় কেএনএর প্রশিক্ষণ ঘাঁটিতে সেনাবাহিনীর অভিযান, অস্ত্র উদ্ধার

১৮

৩ মাসের শিশুকে নদীতে ফেলে দিয়ে বাসায় আসেন মা

১৯

গলার মাপেও লুকিয়ে থাকতে পারে হৃদরোগ ও ডায়াবেটিসের ইঙ্গিত

২০
X