বলিউডের জনপ্রিয় কোর্টরুম ড্রামা ফ্র্যাঞ্চাইজি জলি এলএলবির সিক্যুয়েল ‘জলি এলএলবি ৩’ মুক্তি পাচ্ছে আজ। সিনেমায় অক্ষয় কুমার আবারও অভিনয় করেছেন তার প্রিয় চরিত্র জগদীশ্বর ‘জলি’ মিশ্রা হিসেবে, সঙ্গে ফিরেছেন মূল জলি আরশাদ ওয়ার্সি।
ফ্র্যাঞ্চাইজির আগের অংশগুলোর মতোই তৃতীয় অংশের ট্রেলার ও অরিজিনাল কাস্ট দর্শকদের মধ্যে উত্তেজনা তৈরি করেছে। ছবিতে মূল নারী চরিত্র অপরিবর্তিত রাখা হয়েছে। এবারও হুমা কুরেশি ও অম্রিতা রাও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন। এবারের গল্পে কানপুরের ‘জলি’ অক্ষয় কুমার ও মেরুটের ‘জলি’ আরশাদ আদালতে মুখোমুখি হবেন। সিনেমার অগ্রিম টিকিট বিক্রি শুরু হলেও জনপ্রিয়তার দিক থেকে খুব একটা সাড়া পাওয়া যায়নি। ১৫ সেপ্টেম্বর থেকে দুই দিনে বিক্রি হয় মাত্র ৩২ হাজার টিকিট, যা উদ্বোধনী দিনের আগে মাত্র ৯৯ লাখ রুপি আয় করে। তবে ফ্র্যাঞ্চাইজির ইতিহাস বলছে, উদ্বোধনী দিনে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে, যেমন প্রথম ও দ্বিতীয় অংশেই হয়েছিল।
সিনেমার বাজেট ১২০ কোটি টাকা এবং প্রাথমিক সপ্তাহান্তে প্রায় ২০ কোটি টাকার আয়ের আশা করা হচ্ছে। উল্লেখযোগ্য, সৌরভ শুক্লা এই তৃতীয় অংশেও বিচারক ত্রিপাঠি চরিত্রে ফিরেছেন—জলি সিরিজের একমাত্র অভিনেতা যিনি তিনটি সিনেমায় রয়েছেন।
মন্তব্য করুন