বাংলাদেশের নাট্যাঙ্গনে একজন গুণী ও জাত অভিনেত্রী হিসেবে পরিচিত দীপা খন্দকার। অভিনয় জীবনের শুরু থেকেই তিনি ছিলেন আলোচনায়। ক্যারিয়ারের প্রথম দিকে গুণী নির্মাতাদের জীবনঘনিষ্ঠ নাটকে অভিনয়ের সুযোগ পেয়েই নিজেকে দর্শকের কাছে অন্যরকম উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। সেখান থেকে শুরু, আর থেমে থাকেননি কখনো। সমসাময়িক অনেকেই মাঝপথে সরে গেলেও দীপা এখনো নিয়মিত নাটক, বিজ্ঞাপন ও সিনেমায় অভিনয় করে যাচ্ছেন। বলা যায়, বাংলাদেশের নাট্যাঙ্গনে নিজের সময়ের সেরা অভিনেত্রীদের একজন তিনি।
দীপা খন্দকারের সর্বশেষ আলোচিত কাজ ছিল কে এম সোহাগ রানা পরিচালিত পারিবারিক গল্পনির্ভর নাটক ‘অনুতপ্ত’। এ নাটক দর্শকের মধ্যে ভালো সাড়া ফেলার পর আবারও আলোচনায় আসেন তিনি এনটিভিতে প্রচারিত নাটক শেষের গল্প দিয়ে। জাহিদ হোসেন শোভনের সঙ্গে দীপার অভিনীত এই নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মুরাদ পারভেজ। প্রায় এক বছর আগে শ্রীমঙ্গলে শুটিং করা হলেও সম্প্রতি প্রচারের পর নাটকটি নিয়ে চারদিকে শুরু হয়েছে নতুন করে আলোচনা। বিশেষত একা মায়ের চরিত্রে দীপা খন্দকারের অনবদ্য অভিনয় দর্শকদের হৃদয় ছুঁয়ে গেছে।
চরিত্রটি নিয়ে দীপা খন্দকার বলেন, ‘বিশেষত এনটিভি থেকে ফোন করে আমাকে অভিনন্দন জানিয়েছে এবং একই ঘরানার নাটকে অভিনয়ের প্রস্তাবও দিয়েছে। আমি ভাবিনি নাটকটি থেকে এতটা সাড়া পাব। দেশ-বিদেশ থেকে অসংখ্য মানুষের বার্তা পাচ্ছি। আসলে চরিত্রটি অনেক মায়েরই জীবনের প্রতিচ্ছবি—যেখানে সন্তানের জন্য মা নিজের সব সুখ বিসর্জন দেন। কিন্তু মায়েরও যে মন আছে, সেটি অনেক সময় সন্তানরা বুঝতে চায় না। ধন্যবাদ মুরাদ পারভেজকে, আমাকে এ চরিত্রে অভিনয়ের সুযোগ দেওয়ার জন্য।’
শুধু নাটকেই নয়, বড় পর্দাতেও ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। বদিউল আলম খোকন পরিচালিত ‘তছনছ’ সিনেমার কাজ প্রায় শেষ করেছেন দীপা খন্দকার। নতুন গল্পে, নতুন চরিত্রে দর্শকের সামনে আবারও হাজির হতে যাচ্ছেন তিনি।
মন্তব্য করুন