

মিষ্টি কণ্ঠের জনপ্রিয় সংগীতশিল্পী মৌমিতা তাশরিন নদী এবার শ্রোতাদের জন্য নিয়ে এলেন তার নতুন একক গান ‘তুমিহীনা’। ১০ ডিসেম্বর গানটি মুক্তি পেয়েছে শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেল ‘নদীমাতৃক প্রোডাকশন’ থেকে। একই সঙ্গে গানটি শোনা যাবে স্পটিফাই, অ্যাপল মিউজিকসহ দেশি-বিদেশি বিভিন্ন মিউজিক প্ল্যাটফর্মেও।
‘তুমিহীনা’ গানের কথা লিখেছেন নদী নিজেই। তাকে সহায়তা করেছেন হৃদয় হাসিন ও হেমা। গানটির সুর করেছেন নদী ও হৃদয় হাসিন; মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছেন হৃদয় হাসিন আর রিদম প্রোগ্রামিংয়ে ছিলেন সায়েম রহমান। গানটির ভিডিও নির্মাণ করেছেন সোহেল রাজ, যেখানে মডেল হিসেবে ছিলেন নদী নিজেই।
নিজের নতুন গানটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে নদী বলেন, “এ গানটি আমার কাছে খুবই বিশেষ। অনেক সময় আমাদের শিল্পীদের নিজের মতো করে কাজ করার সুযোগ হয় না। কিন্তু ‘তুমিহীনা’তে আমি একেবারেই নিজের ভালো লাগাকে প্রাধান্য দিয়েছি—কথা, সুর, মিউজিক, ভিডিও—সবকিছুতেই আমার মনোভাব কাজ করেছে। নিজের মনের মতো একটি গান করতে পেরে সত্যিই আনন্দিত।”
গানটির ধরন সম্পর্কে তিনি আরও বলেন, “‘তুমিহীনা’ একটু ভিন্ন ঘরানার গান। হয়তো সবার ভালো লাগবে না, কিন্তু এটা পুরোপুরি আমার মতো একটি গান। আমি সবসময় এমন গান গাইতে চাই, যা আমার ব্যক্তিত্বের সঙ্গে যায়। শ্রোতাদের ভালোবাসাই একজন শিল্পীর আসল শক্তি। আশা করি, আমার এ গানও শ্রোতারা ভালোভাবে গ্রহণ করবেন।”
এর আগে নদীর গাওয়া ‘জলছায়া’, ‘নিঃশ্বাস’, ‘রঙিলা আকাশ’, ‘অচিনপুর’, ‘মুগ্ধতা’, ‘আমারতো কেউ নেই তুমি ছাড়া’, ‘দেশি গার্ল’, ‘হারানো যাবে না’, ‘কথা দিলাম’, ‘তোমাকে দেব না হারাতে’সহ বহু গান জনপ্রিয়তা পেয়েছে। এ ছাড়া ‘পোড়ামন ২’ সিনেমার ‘সুতো কাটা ঘুড়ি’ গানেও শ্রোতাদের মুগ্ধ করেছিলেন এই শিল্পী।
নিজের সংগীতজীবনের ধারাবাহিকতায় ‘তুমিহীনা’কে নদী দেখছেন এক নতুন আত্মপ্রকাশ হিসেবে—যেখানে আছে তার অনুভব, সুরের ছোঁয়া আর নিজস্ব সংগীত ভাবনার পরিপূর্ণ প্রকাশ।
মন্তব্য করুন