

প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী ও সমাজসেবক সালমা এবং চিত্রনায়িকা শিরীন শিলা—দুজনের বন্ধুত্বের গল্পটা বেশ পুরোনো। রাজধানীর সিদ্ধেশ্বরী কলেজে একসঙ্গে পড়াশোনা করার সময় থেকেই তাদের মধ্যে গড়ে ওঠে গভীর বন্ধুত্ব। একই কলেজে পড়তে গিয়ে ধীরে ধীরে তৈরি হয় হৃদ্যতাপূর্ণ সম্পর্ক, যা আজও অটুট রয়েছে।
তবে কলেজজীবন শেষে ব্যস্ততার কারণে দীর্ঘদিন তাদের আর দেখা হয়নি। সময়ের ব্যবধানে যোগাযোগ কমলেও বন্ধুত্বের উষ্ণতা কমেনি। অবশেষে কয়েক দিন আগে সংগীতশিল্পী মমর জন্মদিনের পার্টিতে হঠাৎই মুখোমুখি হন সালমা ও শিলা। বহুদিন পর একে অপরকে দেখে দুজনই আবেগে আপ্লুত হয়ে পড়েন।
সেদিন অনেকটা সময় একসঙ্গে বসে কাটান তারা। পুরোনো দিনের স্মৃতি, কলেজ জীবনের গল্প আর নানা না বলা কথা নিয়ে জমে ওঠে আড্ডা। সালমা জানান, দীর্ঘদিন পর শিলার সঙ্গে দেখা হয়ে তার ভীষণ ভালো লেগেছে। আড্ডার ফাঁকে ফেলে আসা দিনের কত স্মৃতি যে ফিরে এসেছে, তা ভাষায় প্রকাশ করা কঠিন বলেও উল্লেখ করেন তিনি। শিলাকে তিনি একজন সুন্দর মনের মানুষ হিসেবেই দেখেন।
শিরীন শিলাও অনুভূতির কথা জানাতে গিয়ে বলেন, বহুদিন পর সালমার সঙ্গে দেখা হয়ে তার আনন্দের শেষ ছিল না। দেখা না হলেও সালমার নতুন গানগুলো নিয়মিত শোনা হয় বলে জানান তিনি।
মন্তব্য করুন