তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৮ এএম
প্রিন্ট সংস্করণ

তারকাদের বিজয় দিবস

তারকাদের বিজয় দিবস

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ ও লাখো শহীদের আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতার এ গৌরবময় দিনটি উপলক্ষে দেশজুড়ে ছিল নানা আয়োজন। জাতির ইতিহাসের এই বিশেষ দিনে সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজয়ের আনন্দ, দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনা প্রকাশ করেছেন আবেগঘন বার্তায়।

জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান বাংলাদেশের বিজয়ের তাৎপর্য তুলে ধরে এক দীর্ঘ পোস্টে লেখেন, বিজয় দিবস বাংলাদেশের জন্মের সাক্ষ্য বহন করে। মুক্তিযোদ্ধাদের অসীম ত্যাগ ও আত্মবলিদানের কথা স্মরণ করে তিনি বলেন, এ ঋণ কখনো শোধ করা সম্ভব নয়। তার ভাষায়, সেই ঋণের সামান্য প্রতিদান হবে—যেদিন বাংলাদেশ প্রতিটি মানুষের জন্য ন্যায্য ও সাম্যের রাষ্ট্রে পরিণত হবে।

চিত্রনায়িকা শবনম বুবলী বিজয় দিবস উদযাপন করেছেন ভিন্ন আবহে। সন্তান শেহজাদ খান বীরের হাতে জাতীয় পতাকা তুলে দিয়ে মা-ছেলের একটি ছবি শেয়ার করে তিনি সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানান। লাল-সবুজ পতাকায় মোড়া সেই ছবি সামাজিক মাধ্যমে প্রশংসা কুড়িয়েছে।

অভিনেত্রী ও নির্মাতা কুসুম শিকদার সংক্ষিপ্ত কিন্তু আন্তরিক বার্তায় বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন।

এইতালিকায় ছিলেন ঢালিউড সুপারস্টার শাকিব খানও। স্মৃতিসৌধে নিজের একটি ছবি শেয়ার করে তিনি সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানান।

এদিকে অভিনেতা রওনক হাসান মহান বিজয় দিবসে সব মুক্তিযোদ্ধা ও শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ভালোবাসার কথা জানান দেশের প্রতি।

চিত্রনায়ক কাজী মারুফ তার পোস্টে উল্লেখ করেন, ১৯৭১ সালে একটি দেশের জন্ম হয়েছিল আর বাংলাদেশের বিজয় দিবস একটাই—১৬ ডিসেম্বর। অভিনেতা ইরফান সাজ্জাদ ‘বাংলাদেশ’ লেখা টি-শার্ট পরে ছবি শেয়ার করে ভালোবাসা প্রকাশ করেন দেশের প্রতি।

সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে তোলা একটি ছবি পোস্ট করে কণ্ঠশিল্পী কোনাল লেখেন, লাখো শহীদ ও মুক্তিযোদ্ধার আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এ বিজয় যেন অমর হয়। পতাকা জড়ানো ছবি দিয়ে অভিনেতা তৌসিফ মাহবুব এবং অভিনেতা খায়রুল বাসারও বিজয় দিবসের শুভেচ্ছা জানান।

মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল লেখেন, লাল-সবুজ শুধু রং নয়—এটি রক্ত আর স্বপ্নের ইতিহাস। কণ্ঠশিল্পী ইমরান, বেলাল খান, অভিনেতা জিয়াউল হক পলাশ, অভিনেত্রী টয়া, তটিনী, সংগীতশিল্পী পড়শিসহ আরও অনেক তারকাই নিজেদের পোস্টে শহীদদের প্রতি শ্রদ্ধা ও বাংলাদেশের প্রতি ভালোবাসার কথা তুলে ধরেন। এ ছাড়া ১৯৭১ সালের বিজয়ের দিনের কিছু ছবি শেয়ার করে অভিনেতা অপূর্ব লেখেন, যাদের আত্মত্যাগের বিনিময়ে স্বাধীনতা—তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা। প্রজন্ম থেকে প্রজন্মে বিজয়ের চেতনা বয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।

সব মিলিয়ে মহান বিজয় দিবসে শোবিজ অঙ্গনের তারকারা শুধু উৎসবে মেতে ওঠেননি, বরং মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে শহীদ ও মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেছেন। ১৬ ডিসেম্বর তাই শুধু একটি দিন নয়—এটি বাঙালি জাতির ইতিহাসের এক অবিস্মরণীয় গৌরবগাথা, যা প্রতি বছর নতুন করে অনুপ্রেরণা জোগায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেম-বিয়ে নিয়ে বিরোধ, বাবাকে পিটিয়ে হত্যা

স্কয়ার গ্রুপে চাকরির সুযোগ

রাজাকার ইস্যুতে হেফাজতে ইসলামের বিবৃতি

নরসিংদীতে ১৭ দিনে ৭ খুন, বাড়চ্ছে উদ্বেগ

নতুন অতিথি আসছে নাগা-শোভিতার সংসারে, গুজন নাকি সত্যি?

শিক্ষাপ্রতিষ্ঠানকে নতুন নির্দেশনা ইসির

অবস ও গাইনি স্পেশালিস্ট পদে চাকরি দিচ্ছে রেড ক্রিসেন্ট

কেরানীগঞ্জে অস্ত্র-ককটেলসহ চার ডাকাত গ্রেপ্তার

রাজধানীর যেসব স্থানে বসছে ডিএমপির চেকপোস্ট

ইউক্রেন নিয়ে জার্মানির নতুন পরিকল্পনা

১০

অস্ট্রেলিয়ার সৈকতে হামলাকারীর পরিচয় নিয়ে চাঞ্চল্যকর তথ্য

১১

দেশের নিরাপত্তা নিয়ে কোনো সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

১২

মহাসড়কে ভারতীয় ২ তরুণের কাণ্ড

১৩

নাশকতার দুই মামলায় মির্জা আব্বাস-আমানসহ ৪৫ জনকে অব্যাহতি 

১৪

‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচিতে পুলিশের বাধা

১৫

বিএনপিতে যোগ দিলেন সাবেক জামায়াত নেতা

১৬

আপনারা মৃত্যু ঘোষণা করলেই মরে যাওয়ার চেষ্টা করব : নচিকেতা

১৭

বাংলাদেশকে উচিত শিক্ষা দেবে ভারত : আসামের মুখ্যমন্ত্রী

১৮

এলাকার সবার কাছে প্রিয় শরিফ ওসমান হাদি

১৯

খালেদা জিয়া-তারেক রহমানের নিরাপত্তা টিমের প্রধান শামসুল ইসলাম

২০
X