বলিউড অভিনেত্রী সারা আলী খান। গত বছর প্রভিন কিল্পালানির গ্যাসলাইট ওয়েব ফিল্ম দিয়ে ওটিটিতে অভিষেক হয় তার। এবার ডিজিটাল প্ল্যাটফর্ম নেটফ্লিক্সেরে জন্য নির্মিত হয়েছে ‘মার্ডার মোবারক’ নামে আরও একটি ওয়েব ফিল্ম। এখানে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে হাজির হবেন সাইফ আলী খানের কন্যা। খবর ইন্ডিয়া টুডের।
ক্রাইম, রহস্য ও থ্রিলার ধাঁচে নির্মিত এই ওয়েব সিরিজে অভিনয় করেছেন বলিউডের একঝাঁক তারকা। এটি নির্মাণ করেছেন হমি আদাজানিয়া। সিরিজের ট্রেলার সম্প্রতি প্রকাশ করা হয়েছে। যেখানে রহস্যে ঘেরা সব চরিত্রের উপস্থিতি লক্ষ্য করা যায়। ট্রেলারে আভাস দেওয়া হয় খুনিদের বিশাল এক সাম্রাজ্য নিয়ে হাজির হচ্ছেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি।
এদিকে ৬ মার্চ মুক্তি পেয়েছে এর ‘মার্ডার মুবারক’র ট্রেলার। এটি প্রকাশ্যে আসতেই রীতিমতো শিহরন জাগাল দর্শক মনে।
ওয়েব ফিল্মে সারা আলী খান ছাড়াও অভিনয় করেছেন কারিশমা কাপুর, টিসকা চোপড়া, বিজয় বার্মা, ডিম্পল কাপাডিয়া, পঙ্কজ ত্রিপাঠির মতো তারকা।
আগামী ১৫ মার্চ নেটফ্লিক্সে মুক্তি পাবে এই ছবি। যার প্রযোজনার দায়িত্বে রয়েছেন দীনেশ বিজন।