মহিউদ্দীন মাহি
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৪, ০৪:১৩ এএম
আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ০১:১৫ পিএম
প্রিন্ট সংস্করণ

‘এবার আমরা এমপির সিনেমা দেখতে যাব’

‘এবার আমরা এমপির সিনেমা দেখতে যাব’

নায়ক থেকে পেয়েছেন সমাজের নায়ক হওয়ার দায়িত্ব। সুজন মাঝি থেকে হয়েছেন নৌকার মাঝি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দেশের বৃহত্তম ও প্রাচীন ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য হয়েছেন। তিনি হলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা ফেরদৌস আহমেদ। ঈদুল ফিতর সামনে রেখে চলছে তার রাজনৈতিক ব্যস্ততা। এর মধ্যেই ঈদে মুক্তি পাচ্ছে ছটকু আহমেদের পরিচালনায় সরকারি অনুদানে নির্মিত সিনেমা ‘আহারে জীবন’। সিনেমায় ফেরদৌসের বিপরীতে অভিনয় করেছেন নায়িকা পূর্ণিমা। ঈদের সিনেমা ও এমপি হওয়ার পর রাজনৈতিক ব্যস্ততা ও নতুন সিনেমা নিয়ে ফেরদৌস কথা বলেছেন কালবেলার সঙ্গে। সাক্ষাৎকার—মহিউদ্দীন মাহি

এমপি হওয়ার পর প্রথম ঈদ। এরই মধ্যে তো রাজনৈতিক ব্যস্ততা শুরু হয়ে গেছে। কেমন উপভোগ করছেন?

অসম্ভব আনন্দের সঙ্গে সময় পার হচ্ছে। নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আমার রাজনৈতিক এলাকার সাধারণ জনগণের কাছে যাচ্ছি। তাদের ঈদ আয়োজন নিয়ে কথা বলছি। দায়িত্ব অনুযায়ী পাশে থাকার চেষ্টা করছি। নেতাকর্মীরাও বিষয়টি খুব উপভোগ করছেন। অনেকে আবার আনন্দের সঙ্গে বলছেন ‘এবার এমপির সিনেমা দেখতে যাব’। এই অনুভূতির কথা ভাষায় প্রকাশ করা অসম্ভব। এমপি হিসেবে আমার প্রথম ঈদ। তাই সবাইকে নিয়েই এবার আনন্দের সঙ্গে ঈদ করব ইনশাআল্লাহ।

সংসদ সদস্য হওয়ার পর আপনার প্রথম সিনেমা মুক্তি পাচ্ছে, তাও আবার ঈদে। এই অনুভূতি সম্পর্কে জানতে চাই?

অসাধারণ অনুভূতি। এমনটি আমি স্বপ্নেও ভাবিনি। যে এমপি হওয়ার পর প্রথম সিনেমা ঈদে মুক্তি পাবে। খুবই ভালো লাগছে। রাজনৈতিক কর্মসূচির মধ্যেও তাই আমি সিনেমার প্রচারে নিজেকে ব্যস্ত রেখেছি। কারণ শিল্পী হিসেবেও আমার দায়বদ্ধতা রয়েছে। তাই সিনেমার প্রচার থেকে শুরু করে সব কাজেই আমাকে পাবেন নির্মাতা ও প্রযোজক।

এবার ঈদে বেশ কয়েকটি সিনেমা মুক্তি পাচ্ছে। তার মধ্যে আপনার সিনেমাটি নিয়ে কতটা আশাবাদী?

আমি স্বপ্নবাজ একজন মানুষ। বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত। যে কোনো প্রতিকূলতা মোকাবিলার ক্ষমতাই আমরা হৃদয়ে ধারণ করি। তাই কখনো নিরাশ ও আশাহত হই না। আমার নতুন সিনেমা নিয়ে আমি পরিপূর্ণ আশাবাদী। এর থেকেও আনন্দের যে বিষয় সেটি হলো সরকার অনুদানের সিনেমা ঈদে মুক্তি পাচ্ছে। বলতে গেলে ছটকু ভাই সিনেমাটি মুক্তির বিষয়ে খুবই অসাধারণ একটি সময় বেছে নিয়েছেন। এর জন্য তাকে ধন্যবাদ।

সরকার অনুদানের সিনেমা শুনলে দর্শক মুখ ফিরিয়ে নেয়। এ সিনেমাতেও কি এমনটি হবে?

আসলে সরকারি অনুদানের সিনেমা নির্মাণে আরও যত্নবান হওয়া উচিত। গল্প আরও শক্তিশালী ভাবা উচিত। আমার মনে হচ্ছে এখন যারাই সরকারি অনুদানে সিনেমা নির্মাণ করছেন তারা ঠিকভাবে যত্ন করছেন না। এ বিষয়ে আমি এরই মধ্যে তথ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। পরবর্তী অনুদানের সিনেমাগুলো বিবেচনা এবং দেশের সম্পদের কথা মাথায় রেখেই তাই দেওয়া হবে বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি। তবে আমাদের এটি একটি জীবনঘনিষ্ঠ সিনেমা। করোনার সময়ের একটি ঐতিহাসিক দলিল। বাংলাদেশসহ সারা বিশ্বে একটি মানবিক বিপর্যয়ের সৃষ্টি করেছিল বৈশ্বিক মহামারি করোনা। সেই সময়ের ঘটনা উঠে এসেছে এ সিনেমায়। এটি সরকারি অনুদানের সিনেমা হলেও গল্প অসম্ভব শক্তিশালী। তাই আমি আশাবাদী।

সিনেমার উন্নয়ন ও শিল্পীদের নিয়ে আপনার ভাবনা?

সিনেমার উন্নয়নে আওয়ামী লীগ সরকার ও আমাদের প্রধানমন্ত্রীর বিশাল পরিকল্পনা রয়েছে। গোটা বাংলাদেশে সিনেপ্লেক্সসহ সিনেমার উন্নয়নে সরকারের ব্যাপক পরিকল্পনা রয়েছে। সেগুলো বাস্তবায়নে আমরা ধীরে ধীরে এগোচ্ছি। যেহেতু এটি অনেক বড় প্রজেক্ট, তাই হুটহাট করেও করা যাবে না। আর শিল্পীদের উন্নয়নে অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে। তার মধ্যে ব্যাংক লোন, শিল্পীদের ভাতা নিয়ে কাজ চলছে। আমিও একজন শিল্পী, তাই শিল্পীদের অসহায়ত্বের বিষয় সামনে না এনে নীরবে শুধু কাজ করে যেতে চাই।

আপনাকে মুক্তিযুদ্ধের গল্পে নিয়মিত অভিনয় করতে দেখা যায়। সামনেও কি দেখা যাবে?

হ্যাঁ, আমি সবসময় ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের গল্পে অভিনয় করতে গর্বিত বোধ করি। সামনেও কাজ করতে চাই। এ ছাড়া এখন রাজনীতি নিয়েও ব্যস্ত সময় যাচ্ছে। তবে দেশের গল্প, ভাষার গল্প ও মুক্তিযুদ্ধের গল্পে অভিনয়ের সুযোগ এলে বছরে আমি দু-একটি সিনেমা অবশ্যই করব।

ব্যস্ততার মাঝেও কালবেলাকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ...

আপনাদেরও ধন্যবাদ। কালবেলার দর্শকদের জন্য আমার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা ও ভালোবাসা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবু সাঈদ হত্যা মামলার আনুষ্ঠানিক বিচার শুরু আজ

ছেলেদের জন্য কিছু স্টাইলিশ আউটফিট কম্বিনেশন

বুয়েট শিক্ষার্থীদের ‘লংমার্চ টু ঢাকা’ আজ

আর্জেন্টিনার আগেই এশিয়া সফরে আসছে ব্রাজিল, জেনে নিন ম্যাচসূচি

দুর্ভিক্ষের গাজায় পদে পদে বিপদ, নিহত আরও ৬৪

বৃষ্টিতে বাইক চালাতে যেসব বিষয় খেয়াল রাখা জরুরি

যুবকের কাণ্ডে ৫ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ

২০২৬ সালে রোজা শুরু হতে পারে যেদিন থেকে

তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে রিভিউ আবেদনের শুনানি ফের আজ

সকালে উঠে ভুলেও করবেন না এই ৫ কাজ

১০

উন্নত ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার মূল প্রেরণা কাজী নজরুল : রিজভী

১১

কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ

১২

সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে নিখোঁজ, কচুরিপানার নিচে মিলল লাশ

১৩

সপ্তাহের ব্যবধানে সাড়ে ৪ হাজার সেনা হারাল ইউক্রেন

১৪

অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে নিয়োগ দিচ্ছে আড়ং

১৫

রাজধানীতে আজ কোথায় কোন কর্মসূচি

১৬

এসিআই-এ নিয়োগ, আবেদন করুন অনলাইনে

১৭

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

১৮

বসতভিটা ছিনিয়ে নেওয়ার হুমকি, সন্তানের বিরুদ্ধে বাবার মামলা

১৯

ব্রাজিলের মন্ত্রীর মার্কিন ভিসা বাতিল, দায়িত্বজ্ঞানহীন বললেন লুলা

২০
X