বলিউডের ব্যস্ত অভিনেত্রী কৃতি শ্যানন। ভিন্ন ভিন্ন গল্পে নিজেকে বিভিন্ন চরিত্রে এরই মধ্যে উপস্থাপন করেছেন এই গ্ল্যামার নায়িকা। এবার নতুন আরেকটি সিনেমায় নাম লিখেয়েছেন তিনি। সিনেমার শিরোনাম দু পাতি।
এটি পরিচালনা করবেন শশাঙ্ক চতুর্বেদী। এর গল্প লিখেছেন কণিকা ধিলোন। খবর : ফিল্মি বিট
সিনেমার কাজ এখনো শুরু হয়নি। শুটিং জুলাইতে শুরু হওয়ার কথা রয়েছে। গল্পের প্রধান দুই চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী কাজল ও কৃতি শ্যানন।
নিজের নতুন সিনেমা নিয়ে কৃতি বলেন, ‘দর্শক এরই মধ্যে আমাকে ভিন্ন ভিন্ন চরিত্রে দেখেছেন। তবে এ সিনেমায় আমি যে চরিত্রে অভিনয় করছি, সে চরিত্রে আগে কখনো দেখেনি। সম্পূর্ণ নতুন একটি চরিত্রে আমি এবার পর্দায় হাজির হবো।’
এটি বড় পর্দায় নয় মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে। তবে মুক্তির তারিখ এখনো প্রকাশ করা হয়নি।
কৃতিকে সবশেষ দেখা গিয়েছিল তেরি বাতো ম্যায় অ্যায়সা উঝা জিয়া সিনেমায়। শাহিদ কাপুরের বিপরীতে প্রথমবার অভিনয় করেন তিনি। সিনেমাটি বক্স অফিসেও ব্যাপক সাড়া ফেলে। এ ছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে এক ডজন সিনেমা।