অনি হাসান। বাংলাদেশের তরুণদের মাঝে অসম্ভব জনপ্রিয় গিটারিস্ট। দীর্ঘসময় বাইরে থাকার পর এসেছেন বাংলাদেশে। এরই মধ্যে রক অ্যান্ড রিদম ৪ কনসার্টে তিনি বাজিয়েছেন। মুগ্ধ করেছেন হাজার হাজার শ্রোতাকে। এবার আসছে তার আরও একটি ধামাকা। গিটার ক্লিনিক শিরোনামে এ আয়োজনে অনির সঙ্গে বাজাবেন আরেক জনপ্রিয় গিটারিস্ট এরশাদ জামান। এ দুজনের সঙ্গে মঞ্চে থাকবেন মেটাল ভয়েস মিজান।
এখানে তরুণ উদীয়মান গিটারিস্টিদের আমন্ত্রণ জানানো হয়েছে। তাদের জন্য শিক্ষামূলক একটি কনসার্ট হতে যাচ্ছে এটি। ম্যাভিক্স গ্লোবালের আয়োজনে কনসার্টের ভেন্যু নির্ধারণ করা হয়েছে আগারগাঁও মুক্তিযুদ্ধ জাদুঘর। ১৬ মে দুপুর ৩টা থেকে কনসার্ট চলবে রাত ৮টা পর্যন্ত। প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে ৮৯৯ টাকা।
ম্যাভিক্স গ্লোবালের বিজ্ঞপ্তিতে বলা হয়, মাইটি অনি হাসানের সঙ্গে একটি এক্সক্লুসিভ গিটার ক্লিনিকের জন্য প্রস্তুত হন সবাই। কাছ থেকে গিটার বাজানো কিছু শিক্ষা নেওয়ার এখনোই সুযোগ। আশা করি আপনাদের একটি সুন্দর সময় কাটবে।