কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০২ পিএম
অনলাইন সংস্করণ

রবীন্দ্র-প্রয়াণবার্ষিকী পালন করল ছায়ানট

ছায়ানট মিলনায়তনে রবীন্দ্র-প্রয়াণবার্ষিকী পালন। ছবি : কালবেলা
ছায়ানট মিলনায়তনে রবীন্দ্র-প্রয়াণবার্ষিকী পালন। ছবি : কালবেলা

বাঙালি সংস্কৃতির অন্যতম প্রাণপুরুষ রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকর্মকে সাধারণের কাছে আরও সহজ করে পৌঁছে দিতে রবীন্দ্র- প্রয়াণবার্ষিকী পালন করছে ছায়ানট। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর ছায়ানট মিলনায়তনে ছায়ানটের আয়োজনে রবীন্দ্র- প্রয়াণবার্ষিকী পালন করা হয়। রবীন্দ্র-প্রয়াণবার্ষিকীতে একক রবীন্দ্রসংগীত পরিবেশন করেন ১১ শিল্পী। ‘শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে’ সম্মেলক গান পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়।

এরপর একে একে একক সংগীত পরিবেশন করা হয়।

একক সংগীতের মধ্যে রয়েছে, ‘ভয় হতে তব অভয় মাঝে’ গেয়েছেন মাকসুরা আখতার অন্তরা, ‘আপনি অবশ হলি’ পরিবেশন করেছেন এ টি এম জাহাঙ্গীর, ‘বাঁধন ছেঁড়ার সাধন হবে’ গেয়েছেন সত্যম কুমার দেবনাথ, ‘তোর আপন জনে ছাড়বে তোরে’ পরিবেশন করেছেন আইরিন পারভীন অন্না, ‘আমি মারের সাগর পাড়ি দেব’ পরিবেশন করেছেন তানিয়া মান্নান, ‘নিশি-দিন ভরসা রাখিস’ পরিবেশন করেছেন অভিজিৎ দাস প্রমুখ। ‘সত্যের আহ্বান’ একক পাঠ করেন সুমনা বিশ্বাস।

তবলা বাজিয়েছেন সুবীর ঘোষ ও মৃত্যুঞ্জয় মজুমদার। সেতার ফিরোজ খান, কিবোর্ড রবিন্স চৌধুরী এবং মন্দিরা প্রদীপ কুমার রায়।

উল্লেখ্য, রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে ২৫ বৈশাখ ১২৬৮ বঙ্গাব্দে, সোমবার জন্মগ্ৰহণ করেছিলেন। তার পিতা ছিলেন ব্রাহ্ম ধর্মগুরু দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা ছিলেন সারদাসুন্দরী দেবী। রবীন্দ্রনাথ ছিলেন পিতা ও মাতার চতুর্দশ সন্তান।

রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একাধারে বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। রবীন্দ্রনাথকে ‘গুরুদেব’, ‘কবিগুরু’ ও ‘বিশ্বকবি’ অভিধায় ভূষিত করা হয়। রবীন্দ্রনাথের ৫২টি কাব্যগ্রন্থ, ৩৮টি নাটক, ১৩টি উপন্যাস ও ৩৬টি প্রবন্ধ ও অন্যান্য গদ্যসংকলন তার জীবদ্দশায় বা মৃত্যুর অব্যবহিত পরে প্রকাশিত হয়। তার সর্বমোট ৯৫টি ছোটগল্প ও ১৯১৫টি গান যথাক্রমে গল্পগুচ্ছ ও গীতবিতান সংকলনের অন্তর্ভুক্ত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় প্রকাশিত ও গ্রন্থাকারে অপ্রকাশিত রচনা ৩২ খণ্ডে রবীন্দ্র রচনাবলী নামে প্রকাশিত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় পত্রসাহিত্য উনিশ খণ্ডে চিঠিপত্র ও চারটি পৃথক গ্রন্থে প্রকাশিত। এছাড়া তিনি প্রায় দুই হাজার ছবি এঁকেছিলেন। রবীন্দ্রনাথের রচনা বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি প্রথম অ-ইউরোপীয় এবং প্রথম এশীয় হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী হন।

১৯৪১ সালের ৭ আগস্ট জোড়াসাঁকোর বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রবীন্দ্রনাথ ঠাকুর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাছ ধরতে গিয়ে প্রাণ গেল বিএনপি নেতার

ইতিহাসের ভয়াবহতম বিপদে ইসরায়েল, আন্তর্জাতিক সহায়তার আহ্বান

ইয়ামালকে যে চ্যালেঞ্জ দিলেন ফ্লিক

সবকিছুতেই তারা জড়িয়ে থাকেন অদৃশ্য ছায়ার মতো : শাকিব

পাকিস্তানে ব্যাপক গোলাগুলি, ৩ পুলিশ নিহত

বিএনপির শ্রমিক সমাবেশ চলছে

‘শ্রমিকের ন্যায্য অধিকার ফিরে না পাওয়া পর্যন্ত সংগ্রাম চলবে’

নারীর ঘর থেকে পুলিশ সদস্য আটক

লক্ষ্মীপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

নারীবিষয়ক কমিশনের প্রস্তাব নিয়ে বক্তব্যে জামায়াতে আমিরের দুঃখ প্রকাশ

১০

পাবিপ্রবির লেকে মাছ ধরার উৎসব, মিলল ২০ কেজির গ্রাস কার্প

১১

কুয়েটে উপাচার্যের রুটিন দায়িত্ব পেলেন অধ্যাপক ড. হযরত আলী

১২

খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরবেন পুত্রবধূ ডা. জুবাইদাও

১৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট

১৪

রাবি রেজিস্ট্রারের বাড়িতে হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

১৫

উত্তেজনার মধ্যেই নিজেদের ঝালিয়ে নিচ্ছে পাকিস্তান

১৬

নির্বাচন না করার ষড়যন্ত্র শুরু হয়েছে : দুলু

১৭

আলোকিত মানুষ তৈরি করছে পাহাড়গাঁও পাঠাগার

১৮

মেয়ের জামাইয়ের ছুরিকাঘাতে শাশুড়ি নিহত

১৯

ভারতের বিরুদ্ধে রাস্তায় নেমেছে পাকিস্তানের হিন্দুরা

২০
X