রাজধানীর ডেমরায় একটি বিশেষ অভিযানে সঙ্ঘবদ্ধ অপরাধ চক্রের ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে সেনাবাহিনী। যার মধ্যে একজন পুলিশ কনস্টেবল।
শুক্রবার (১৮ জুলাই) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাভার সেনানিবাসের ১৫ ইস্ট বেঙ্গল (মেক) এর নেতৃত্বে একটি বি টাইপ টহল দল মুসলিম নগর আশরাফ আলী রোড থেকে ৩ জন ইয়াবা কারবারিকে (গ্রহীতা ও বিক্রেতা) আটক করে।
সেনাবাহিনী সূত্র জানায়, উক্ত অভিযানে কনস্টেবল আবু ইউসুফকে আটক করা হয়েছে। ইউসুফ বর্তমানে উত্তরার ৫ এবিপিএন এ কর্মরত। উক্ত অভিযানে আরও দুজনকে আটক করা হয়। যাদের নাম, মো. সুমন হুসেন এবং মো. রুবেল।
সেনাবাহিনী আরও জানায়, এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন মালামাল জব্দ করে সেনাবাহিনী। মোবাইল ২টি, টাকা ১৩৭ (খুচরা, ইয়াবা সেবনে ব্যবহৃত), ডেবিট কার্ড ০৫টি, গ্যাস লাইট ১২টি, ড্রাইভিং লাইসেন্স ০১টি, ইয়াবা সেবন স্টিক ০৪টি, ফুয়েল পেপার ১ গজ, ল্যাপটপ ০১টি, সিমকার্ড ০৩টি, পাওয়ার ব্যাংক ০১টি, কি-বোর্ড ০২টি, সিগারেট পাইপ ০১টি ও চাকু ০১টি।
পরবর্তীতে আটককৃত মাদক ব্যবসায়ীদের ডেমরা থানা পুলিশের নিকট সোপর্দ করে সেনাবাহিনী।
মন্তব্য করুন