লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ বলেছেন, এনসিপি সরকারের দল। সরকারই উসকানি দিয়ে তাদের গোপালগঞ্জ পাঠিয়েছে। সরকার তাদের মদদ দিয়েই এমন একটা পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে, যাতে বলতে পারে দেশে এখনো নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়নি।
শুক্রবার (১৮ জুলাই) বিকেলে নিজ নির্বাচনী এলাকা কুমিল্লার চান্দিনা উপজেলার এতবারপুর আজম উচ্চ বিদ্যালয় মাঠে এলডিপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন ড. রেদোয়ান।
এ সময় তিনি বলেন, কোনো রাজনৈতিক দলকে পাহারা দিয়ে রাজনৈতিক কর্মসূচি পালন করতে দেওয়া সরকারের দায়িত্ব নয়। এ সরকার অন্য কোনো দলকে ওই সুযোগ দিচ্ছে না, দেওয়ার কথাও নয়। কিন্তু যে দলটি এখনো নির্বাচন কমিশনের নিবন্ধনই পায়নি, ওই একটি দলকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রাজনৈতিক কর্মসূচি পালন করতে সহযোগিতা করছে।
প্রধান উপদেষ্টাকে উদ্দেশ করে এই বীর মুক্তিযোদ্ধা বলেন, রাজনীতিবিদরাই এদেশ সৃষ্টি করেছে, রাজনীতিবিদরাই এদেশ স্বাধীন করেছে। আপনার মতো বিদ্বান লোকজন সেদিন আল্লাহ আল্লাহ করেছেন, কিন্তু মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেননি। দেশ কীভাবে পরিচালনা করতে হয়, সেটা রাজনীতিবিদরাই জানে। এসব টালবাহানা না করে দ্রুত নির্বাচন দিন।
এতবারপুর ইউনিয়নের এলডিপি সভাপতি জয়নাল আবেদীন মেম্বারের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা এলডিপি সভাপতি এ কে এম সামছুল হক মাস্টার, কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যক্ষ আবুল কাশেম, উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের।
চান্দিনা পৌর গণতান্ত্রিক ছাত্রদল সভাপতি সাজ্জাত হোসেনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তৃতা করেন উপজেলা গণতান্ত্রিক যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাঈনুদ্দিন সরকার, ইউনিয়ন এলডিপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, এলডিপি নেতা কাউসার আহমেদ কাকুল, মোজাম্মেল হক, রাসেল প্রমুখ।
মন্তব্য করুন