সিরাজগঞ্জ ও শাহজাদপুর প্রতিনিধি
প্রকাশ : ১১ জুন ২০২৫, ০৩:১৩ পিএম
অনলাইন সংস্করণ

রবীন্দ্র কাছারিবাড়িতে দর্শনার্থী প্রবেশ বন্ধ ঘোষণা

সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কাছারিবাড়ি। ছবি : সংগৃহীত
সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কাছারিবাড়ি। ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারিবাড়িতে অনির্দিষ্টকালের জন্য দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। কাছারিবাড়ি অডিটোরিয়াম ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয়। এদিকে ঘটনার তদন্তে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (১১ জুন) রবীন্দ্র কাছারিবাড়ির কাস্টোডিয়ান হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, অনিবার্য কারণবশত দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখা হয়েছে। বিষয়টি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সরাসরি তত্ত্বাবধানে রয়েছে বলেও জানান তিনি।

এদিকে রবীন্দ্র কাছারিবাড়ি ভাঙচুরের ঘটনায় সারাদেশে নিন্দার ঝড় উঠেছে। এ ঘটনায় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, গত ৮ জুন শাহনেওয়াজ নামে একজন দর্শনার্থী পরিবার নিয়ে কাছাবাড়ি পরিদর্শনে গেলে সেখানে মোটরসাইকেল পার্কিংয়ের বিষয় নিয়ে কর্মচারীর সঙ্গে বাকবিতণ্ডা হয়। বাকবিতণ্ডার একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এরপর ওই দর্শনার্থীকে অডিটোরিয়ামের ভিতরে আটকে রেখে নির্যাতন করা হয় বলে তিনি অভিযোগ করেন। ওই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার শাহজাদপুরের সর্বস্তরের জনসাধারণের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন থেকে উত্তেজিত জনতা কাছারিবাড়িতে ঢুকে অডিটোরিয়ামের দরজা-জানালা ভাঙচুর করে।

ভাঙচুরের ঘটনার প্রেক্ষিতে কর্তৃপক্ষ অডিটোরিয়ামে দর্শনার্থী প্রবেশ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন।

শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান বলেন, অডিটোরিয়াম ভাঙচুরের ঘটনায় কাস্টোডিয়ান হাবিবুর রহমান বাদী হয়ে সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।

তিনি বলেন, এ ঘটনায় মন্ত্রণালয় থেকে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) শেখ কামাল হোসেনের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বুধবার তদন্ত কমিটির প্রধান শেখ কামাল হোসেন ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিজিটাল ব্যাংক খুলতে লাগবে কমপক্ষে ৩০০ কোটি টাকা

ইউল্যাবে অনুষ্ঠিত হলো বৃহত্তম মার্কেটিং সামিট 

থানার ব্যারাকে ধর্ষণের শিকার সেই নারী সতীনের সংসার করতে চান

খালেদা জিয়ার সঙ্গে ইসহাক দারের সাক্ষাতে রাজনৈতিক আলোচনা হয়নি : ডা. জাহিদ

‘পরিবেশ সংরক্ষণ করেই মাছ উৎপাদন করতে হবে’

সমাজের বরণীয়দের সব সময় স্মরণে রাখতে হবে : অপর্ণা রায়

পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার আহ্বান বাংলাদেশের

রাহুল গান্ধীকে চুমু যুবকের, অতঃপর...

৩৮ বছর পুরোনো যে রেকর্ড ভাঙলেন অস্ট্রেলিয়ান স্পিনার

জুলাই যোদ্ধা ফারুকের গাল থেকে গুলি অপসারণ

১০

ক্যানসারের চতুর্থ পর্যায়ে অভিনেত্রী তন্নিষ্ঠা

১১

পানি পানে এই ৪ ভুল করছেন? হতে পারে ভয়াবহ বিপদ

১২

রাবিতে নিয়োগ বোর্ড বাতিলের দাবিতে উপাচার্যের বাস ভবনের সামনে বিক্ষোভ

১৩

ভিকারুননিসায় হিজাব পরায় ২২ শিক্ষার্থীকে বের করে দিলেন শিক্ষিকা

১৪

দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত দুই

১৫

মানুষ যত্রতত্র মলমূত্র ত্যাগ করে, অথচ কুকুরদের খাওয়ালেই যত দোষ: শ্রীলেখা

১৬

টানা ৬ ঘণ্টা ধরে জবি ভিসি ট্রেজারার প্রক্টরসহ কর্মকর্তারা অবরুদ্ধ 

১৭

৫০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দেবে পাকিস্তান

১৮

সাতক্ষীরায় প্রথমবারের মতো মেরুদণ্ডের জটিল অপারেশন সম্পন্ন

১৯

ফজলুর রহমানকে নিয়ে ছাত্রশিবিরের বিবৃতি, বিএনপির প্রতি আহ্বান

২০
X