সিরাজগঞ্জ ও শাহজাদপুর প্রতিনিধি
প্রকাশ : ১১ জুন ২০২৫, ০৩:১৩ পিএম
অনলাইন সংস্করণ

রবীন্দ্র কাছারিবাড়িতে দর্শনার্থী প্রবেশ বন্ধ ঘোষণা

সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কাছারিবাড়ি। ছবি : সংগৃহীত
সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কাছারিবাড়ি। ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারিবাড়িতে অনির্দিষ্টকালের জন্য দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। কাছারিবাড়ি অডিটোরিয়াম ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয়। এদিকে ঘটনার তদন্তে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (১১ জুন) রবীন্দ্র কাছারিবাড়ির কাস্টোডিয়ান হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, অনিবার্য কারণবশত দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখা হয়েছে। বিষয়টি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সরাসরি তত্ত্বাবধানে রয়েছে বলেও জানান তিনি।

এদিকে রবীন্দ্র কাছারিবাড়ি ভাঙচুরের ঘটনায় সারাদেশে নিন্দার ঝড় উঠেছে। এ ঘটনায় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, গত ৮ জুন শাহনেওয়াজ নামে একজন দর্শনার্থী পরিবার নিয়ে কাছাবাড়ি পরিদর্শনে গেলে সেখানে মোটরসাইকেল পার্কিংয়ের বিষয় নিয়ে কর্মচারীর সঙ্গে বাকবিতণ্ডা হয়। বাকবিতণ্ডার একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এরপর ওই দর্শনার্থীকে অডিটোরিয়ামের ভিতরে আটকে রেখে নির্যাতন করা হয় বলে তিনি অভিযোগ করেন। ওই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার শাহজাদপুরের সর্বস্তরের জনসাধারণের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন থেকে উত্তেজিত জনতা কাছারিবাড়িতে ঢুকে অডিটোরিয়ামের দরজা-জানালা ভাঙচুর করে।

ভাঙচুরের ঘটনার প্রেক্ষিতে কর্তৃপক্ষ অডিটোরিয়ামে দর্শনার্থী প্রবেশ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন।

শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান বলেন, অডিটোরিয়াম ভাঙচুরের ঘটনায় কাস্টোডিয়ান হাবিবুর রহমান বাদী হয়ে সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।

তিনি বলেন, এ ঘটনায় মন্ত্রণালয় থেকে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) শেখ কামাল হোসেনের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বুধবার তদন্ত কমিটির প্রধান শেখ কামাল হোসেন ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রক্তের শর্করা মাপবেন কখন, ঘুম থেকে উঠেই নাকি প্রাতরাশের পর?

চট্টগ্রাম বন্দরে সভা-সমাবেশে ৩০ দিনের নিষেধাজ্ঞা

নীরবে শরীরে ছড়াচ্ছে ক্যানসার, সকালে এই একটি লক্ষণ দেখা দিলেই সতর্ক হোন

এনআইডি পেয়ে সেই জসিম বললেন, ‘অবিস্মরণীয় মুহূর্ত’

শাহরুখ খানকে দেশ ছাড়ার পরামর্শ দিলেন পরিচালক

স্বামীসহ ২ ডজন মামলার আসামি শিপরা গ্রেপ্তার

জানা গেল শহিদুল আলমের সবশেষ অবস্থা

ফিলিপাইনে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

জুমার দিন যে সময়ে দোয়া করলে আল্লাহ মনের চাহিদা পূরণ করেন

শেরপুরে স্কুল মাঠে মেলার আয়োজন, ক্ষোভে ফুঁসছেন তরুণরা 

১০

অনলাইনে ইলিশ বিক্রির নিবন্ধন পেলেন ৭ উদ্যোক্তা

১১

ভিক্ষুকের ঘরে ২ বস্তা টাকা, গুনতে লাগল ৫ ঘণ্টা 

১২

১০ অক্টোবর : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৩

গাজায় যুদ্ধবিরতি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে 

১৪

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১৫

গাজা চুক্তিকে ইরান হামলার সঙ্গে যুক্ত করলেন ট্রাম্প

১৬

১০ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

১৭

নোয়াখালী বিভাগ চেয়ে ইতালিতে প্রবাসীদের স্মারকলিপি

১৮

কাবুলে বিস্ফোরণ, ক্ষয়ক্ষতি নিয়ে যা বললেন জবিউল্লাহ মুজাহিদ

১৯

‘ওলামা-মাশায়েখদের ত্যাগ-কোরবানি স্বর্ণাক্ষরে লেখা থাকবে’

২০
X