অমর একুশে বইমেলায় এসেছে মায়ান প্রকাশনী ও আগামী প্রকাশনী থেকে প্রকাশিত লেখক আবু হেনা মোরশেদ জামানের দুটি গ্রন্থ জ্ঞানী তৈল সিং ও স্মার্ট বাংলাদেশের অদম্য অভিযাত্রা ও অন্যান্য প্রসঙ্গ।
লেখক জ্ঞানী তৈল সিং ভারতের সাবেক একজন রাষ্ট্রপতির কোনোরকম আত্মীয় নয়, কোনোরকম সম্পর্কই নেই তার সঙ্গে বড় কোনো মানুষেরই। নাম তৈল সিং হলেও সে শিখ, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, মুসলিম কিছুই নয়। সে কেবল মানুষ, সাধারণ একজন মানুষ, আমাদের সমাজে এই সময়ে ঘুরে বেড়ায় আনন্দে, সাধারণ মানুষেরই সঙ্গে। জানী তৈল সিং গোপালের মতো ভাঁড় নয়, সে রাজরাজড়াদের মোসাহেব নয়, ইতিহাস থেকে উঠে আসা বীরবল বা মোল্লা নাসিরুদ্দিনের মতো কিংবদন্তিও নয়। সে আমাদের সবার বন্ধু, সে আমাদের মতো সাধারণের গল্প বলে।
অন্যদিকে স্মার্ট বাংলাদেশের অদম্য অভিযাত্রা ও অন্যান্য প্রসঙ্গ বইয়ে লেখক স্মার্ট বাংলাদেশ গড়ার ভিত্তি হলো ডিজিটাল সংযোগ। এর মাধ্যমেই আমাদের বিশ্ববলয়ে যুক্ত হতে হবে এবং বিশ্বমানের টেলিযোগাযোগ ও ডিজিটাল সংযোগ তৈরি করে একুশ শতকের চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দিতে হবে। এ ক্ষেত্রে ডিজিটাল বিভাজন দূর করে প্রান্তিক জনগোষ্ঠীকেও এগিয়ে নিতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের উন্নয়নের একটি মানবিক অবয়ব রয়েছে, অর্থাৎ মানুষকে কেন্দ্র করেই আমাদের উন্নয়ন কার্যক্রম। তাই স্মার্ট বাংলাদেশ মানে শুধু তথ্যপ্রযুক্তি-নির্ভরতাই নয়, এর সঙ্গে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর বাসস্থান, গড় আয়ু, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, অসাম্প্রদায়িকতা ও সাংস্কৃতিক মানোন্নয়নও যুক্ত।
লেখক আবু হেনা মোরশেদ জামান ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে বদলিপূর্বক পদায়িত হন। তিনি ১৯৬৭ সালের ২৪ অক্টোবর চট্টগ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, বাংলাদেশ হতে রাজনীতি বিজ্ঞান এ স্নাতক (২য় শ্রেনীতে ১ম স্থান) ও স্নাতকোত্তর ( ১ম শ্রেনীতে ১ম স্থান) ডিগ্রী অর্জন করেন। ইতোপূর্বে তিনি এসএসসি ও এইচএসসিতে মেধা তালিকায় যথাক্রমে ৫ম ও ৪র্থ স্থান অধিকার করেন। ১১তম বিসিএসে সম্মিলিত মেধা তালিকায় তিনি ১ম স্থান অর্জন করেন।
অধ্যয়নকালীন চট্টগ্রাম কলেজ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বরাবরই শ্রেষ্ঠত্বের প্রমাণ রেখেছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেরা বিতার্কিক হওয়ার গৌরব অর্জন করেন। গত ১২ বছর ধরে তিনি ইউনিসেফ’র সৌজন্য বিটিভিতে প্রচারিত মা ও শিশু জাতীয় স্কুল বিতর্ক প্রতিযোগিতায় সক্রিয়ভাবে নিয়োজিত আছেন। তার রম্য লেখা ‘আমার বন্ধু জ্ঞানী তৈল সিং’ পাঠক জনপ্রিয়তা পেয়েছে।
মন্তব্য করুন