কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ মে ২০২৫, ০৭:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

‘সবাইকে কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে একযোগে কাজ করতে হবে’

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

সৌদি ডেভেলপমেন্ট মেড কোম্পানির (এসডিএম) প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সালোয়া আব্দুল্লাহ এফ আলহাজ্জা বলেছেন, দেশের টেকসই উন্নয়নের জন্য নারীদের অবশ্যই সমাজের প্রতিটি স্তরে যুক্ত করতে হবে। তাহলেই দেশ এগিয়ে যাবে এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে। নারী-পুরুষ নির্বিশেষে সবাইকে নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে সব ভেদাভেদ ভুলে একযোগে কাজ করতে হবে।

শুক্রবার (৯ মে) ঢাকার কারওয়ান বাজারের পেট্রোবাংলার কার্যালয়ের ড. হাবিবুর রহমান অডিটরিয়ামে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ কর্তৃক আয়োজিত ‘An Overview of Bangladesh’s Energy Sector with a Spotlight on Women in Energy’ শীর্ষক সেমিনারে এ সব কথা বলেন তিনি।

ড. সালোয়া আব্দুল্লাহ এফ আলহাজ্জা বলেন, প্রথমবারের মতো বাংলাদেশে আসতে পেরে তিনি খুবই উচ্ছ্বসিত এবং আনন্দিত।

বাংলাদেশ এবং সৌদি আরবের সুসম্পর্কের কথা তুলে ধরে প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, আমরা সুবিধাবঞ্চিত মানুষের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি। দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি করতে নারী শিক্ষা ও প্রযুক্তিগত উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি। এ সময় তিনি তার নিজের জীবন সংগ্রামের কথা তুলে ধরেন এবং তার অভিজ্ঞতা থেকে সেমিনারে উপস্থিত অংশীজনদের অনুপ্রাণিত ও উদ্বুদ্ধ করেন।

সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে এসডিএম কোম্পানির চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার (CISO) ড. মোহাম্মদ আবদুর রহমান বলেন, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সঙ্গে কাজ করতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত।

এ সময় তিনি বলেন, এখন বড় বড় কোম্পানিতে নারীরা অনেক ভালো পজিশনে কাজ করছে এবং সমাজে অনেক বেশি অবদান রাখছে। বাংলাদেশের সঙ্গে প্রথম প্রজেক্টটি খুব ভালোভাবে সম্পন্ন করতে পারায় প্রযুক্তিগত উন্নয়নের ক্ষেত্রে এ দেশের সঙ্গে আরও কাজ করতে চান বলে মন্তব্য করেন তিনি। বাংলাদেশ নতুন প্রজন্মকে যথেষ্ট যোগ্য এবং মেধাবী উল্লেখ করে ড. মোহাম্মদ আবদুর রহমান বলেন, দেশের টেকসই উন্নয়নের জন্য নিজেদের ওপর ভরসা রাখতে হবে এবং সমাজের প্রতিটি স্তরের মানুষকে যোগ্যতার ভিত্তিতে সমানভাবে কাজ করার সুযোগ দিতে হবে।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে পেট্রোবাংলার চেয়ারম্যান মো. রেজানুর রহমান বলেন, নারীরা এখন আগের থেকে অনেক বেশি সচেতন এবং মাঠপর্যায় থেকে শুরু করে সর্বোচ্চ ধাপ পর্যন্ত তারা দায়িত্ব নিয়ে অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে। পেট্রোবাংলা এবং এর সঙ্গে সংশ্লিষ্ট কোম্পানিগুলোতে নারীর অংশগ্রহণ বাড়ছে এবং ভবিষ্যতে এ সংখ্যা আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ সময় তিনি এসডিএমের সঙ্গে পেট্রোবাংলার ডিজিটাল মনিটরিং সিস্টেম উন্নয়নে কাজ করতে আগ্রহী বলে জানান এবং সেমিনারে আয়োজকদের বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করে তার বক্তব্য শেষ করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) জাহিদা পারভীন তাঁর বক্তৃতায় সিভিল সেক্টরে নারীদের অংশগ্রহণ ও অবদান নিয়ে আলোচনা করেন এবং জানান, নারীরা এখন সব জায়গায় কাজ করছে। দেশের অগ্রগতিতে অবদান রাখতে নানা প্রতিকূলতা ও প্রতিবন্ধকতার মধ্যে নারীরা এগিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও এগিয়ে যাবে বলে এ সময় মন্তব্য করেন তিনি।

সেমিনারে সভাপতির বক্তব্যে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান (সচিব) মো. আমিন উল আহসান বলেন, জ্বালানি নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং প্রযুক্তিগত উন্নয়নে এসডিএমের সঙ্গে সম্পর্কটা ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে। এ সময় তিনি সেমিনারের প্রধান অতিথি ড. সালোয়া আব্দুল্লাহ এফ আলহাজ্জার বক্তব্যের ভূয়সী প্রশংসা করেন এবং বাংলাদেশের জ্বালানি খাতকে এগিয়ে নেওয়ার জন্য সবার সহযোগিতা কামনা করেন। এ সময় তিনি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে নারী-পুরুষ সবাই মিলে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে সেমিনারে উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে সভার সমাপ্তি ঘোষণা করেন।

জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ কর্তৃক আয়োজিত আজকের সেমিনারে স্বাগত বক্তব্য প্রদান করেন জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন) ড. নূরুন্নাহার চৌধুরী, এনডিসি। সেমিনারে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা, সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোরকা পরে হাসপাতালে পরীমনি!

হার্দিকের আধিপত্য ভাঙলেন পাক তারকা, বিশ্বরেকর্ড অভিষেকের

রংপুর বিভাগের সব পূজা মণ্ডপে নিরাপত্তা সন্তোষজনক : ডিআইজি আমিনুল

‘আ.লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো কথাই বলেননি প্রধান উপদেষ্টা’ 

নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে নজরুল ইসলাম আজাদ

পাখিরা কেন বৈদ্যুতিক তারে বসতে পছন্দ করে, কেন তারা শক খায় না?

৫৪ ঘণ্টা সাপভর্তি কুয়োয়, ‘অলৌকিকভাবে’ প্রাণে বেঁচে ফিরলেন নারী!

‘জুলাই সনদ বাস্তবায়নে নির্বাচনের আগে আইনি ভিত্তি বাধ্যতামূলক’

আবারও বিচার নিয়ে আইসিসির দ্বারস্থ ভারত, নেপথ্যে যে কারণ

উচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চলে প্রবেশ করেছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা, কী হতে যাচ্ছে?

১০

ছিনতাইকারীদের হাতে স্কুলশিক্ষার্থী খুন / ‘জীবনের চাইতেও কি রিকশার মূল্য বেশি’

১১

গাজার খুব কাছাকাছি পৌঁছে গেছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা

১২

বিশ্বের যে কোনো জায়গা থেকেই ভোট দিতে পারবেন প্রবাসীরা : সিইসি

১৩

চলে গেলেন খলনায়ক শাহজাদ ভোলা

১৪

ডেবিট-ক্রেডিট কার্ড ব্যবহারে সাবধান হোন ৭ সহজ উপায়ে

১৫

হৃদয় ভালো রাখতে নিয়মিত খান এই ৫ সবজি

১৬

বৃষ্টি আরও কতদিন, জানাল আবহাওয়া অফিস

১৭

সরকারি চাকরিজীবীদের বেতন কত হওয়া উচিত, মতামত দেওয়া যাবে অনলাইনে 

১৮

ভাত রান্না করছিলেন স্বামী-স্ত্রী, বজ্রপাতে গেল প্রাণ

১৯

রাজশাহীর এই পূজামণ্ডপ যেন সমাজ সচেতনতার প্রতীকী মঞ্চ

২০
X