কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ মে ২০২৫, ১০:০৬ পিএম
আপডেট : ২০ মে ২০২৫, ১০:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

আলোচনা ফলপ্রসূ হয়নি, অবস্থান কর্মসূচিতে এনবিআরের কর্মকর্তারা

জাতীয় রাজস্ব বোর্ড। ছবি : সংগৃহীত
জাতীয় রাজস্ব বোর্ড। ছবি : সংগৃহীত

এনবিআর (জাতীয় রাজস্ব বোর্ড) বিলুপ্তর অধ্যাদেশ বাতিল নিয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে এনবিআরের কর্মকর্তাদের আলোচনা ফলপ্রসূ হয়নি। বুধবার (২২ মে) ঢাকায় এনবিআর ভবনে ও ঢাকার বাইরে সারাদেশে প্রতিষ্ঠানটির নিজ নিজ দপ্তরে অবস্থান কর্মসূচি পালিত হবে। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই কর্মসূচিত পালিত হবে। দুপুর ১২টায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

মঙ্গলবার (২০ মে) রাতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ না থাকলেও, দাবি আদায়ে বুধবার থেকে বড় ধরনের আন্দোলনে যেতে পারেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা এমন ইঙ্গিত পাওয়া গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০ মে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ১৩ (তের) সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে অর্থ বিভাগের সম্মেলেন কক্ষে অর্থ উপদেষ্টা এবং দুইজন সম্মানিত উপদেষ্টার উপস্থিতিতে একটি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন রাজস্ব সংস্কার পরামর্শক কমিটির সদস্যরা, জাতীয় রাজস্ব বোর্ডের তিনজন সাবেক সদস্য, অর্থ বিভাগের সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান।

সবার অবগতির জন্য জানানো যাচ্ছে, আলোচ্য সভাটি ফলপ্রসূ হয়নি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল দুপুর ১২টায় জাতীয় রাজস্ব বোর্ড প্রাঙ্গণে আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে এবং এনবিআর সংস্কার ঐক্য পরিষদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামীকাল সকাল ৯টা থেকে প্রেস ব্রিফিং শেষ না হওয়া পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ডের অধীন ঢাকাস্থ দপ্তরগুলোর আয়কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা জাতীয় রাজস্ব বোর্ডের নিচতলায় এবং ঢাকার বাইরের অন্য সব দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা নিজ নিজ দপ্তরে অবস্থান কর্মসূচি পালন করবেন।

এদিকে দুপুরে অর্থ উপদেষ্টার সঙ্গে এনবিআর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, বৈঠক ফলপ্রসূ হয়েছে। তবে কর্মকর্তারা বলছেন, আলোচনা ফলপ্রসূ হয়নি। অর্থ উপদেষ্টা এনবিআর কর্মকর্তাদের কথাও শুনতে চাননি।

এদিকে এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিলের দাবিতে গেল ১৪ মে থেকে ১৯ মে পর্যন্ত টানা ৫ দিন কলমবিরতি পালন করে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। গেল বুধবার শুরু হওয়া ওই কলমবিরতি চলে সোমবার পর্যন্ত। অর্থ উপদেষ্টার ডাকে মঙ্গলবারের জন্যে কলমবিরতি স্থগিত করা হয়। তবে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর‍্যযন্ত অবস্থান কর্মসূচি চলবে। দুপুর ১২টায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তির অধ্যাদেশ বাতিলের দাবিতে ডাকা ৫ দিনের কলমবিরতি ও চলমান আন্দোলনে প্রায় ১১ হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়েছে তথ্য এসেছে। এই অন্দোলন অব্যাহত থাকলে রাজস্ব আয়ে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে সংশ্লিষ্টরা আশঙ্কা প্রকাশ করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নদীতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

বিএনপি নেতার গুদাম থেকে ১০৪ বস্তা সরকারি চাল উদ্ধার 

৩০ টাকার জন্য বন্ধুকে খুন

বিদেশে শিক্ষার্থীদের কোর্স ফি পাঠানো সহজ হলো

ঈদের আগেই ডাকসু নির্বাচনের তপশিল চান ঢাবি শিক্ষার্থীরা

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

আইন নিজের হাতে নেওয়ার চেষ্টা করলে বরদাশত করা হবে না : ডিএমপি

শাবি প্রেসক্লাবের ২০ তম কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠিত

সংস্কার কমিশনে দায়িত্ব পালন করে পারিশ্রমিক নেননি যারা

কখনো মাথা নত করবে না ইরান : মাসুদ পেজেশকিয়ান

১০

ভিসিকে কুয়েট শিক্ষকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

১১

পাক সীমান্তে কূটনৈতিক তাপ, মঞ্চে ভারতের ‘রিট্রিট’

১২

সাম্য হত্যা ও শাওনকে হামলায় জড়িতদের বিচারের দাবি রাবি ছাত্রদলের

১৩

চসিক প্রকৌশলীকে পদোন্নতিতে অনিয়ম, দুদকের অভিযানে মিলল সত্যতা

১৪

হান্নান মাসউদ ‘কান্ডে’ বিব্রত এনসিপি, হচ্ছে তদন্ত 

১৫

রাখাইনে মানবিক করিডোর : কৌশলগত সুযোগ না ভূ-রাজনৈতিক ঝুঁকি?

১৬

সিলেটে ইউপি চেয়ারম্যান বরখাস্ত

১৭

স্টারলিংকের ইন্টারনেট নিয়ে যেসব তথ্য জানা প্রয়োজন

১৮

অর্থনৈতিক অঞ্চল, কারখানায় সন্ত্রাসী হামলায় জিরো টলারেন্স

১৯

বোনকে উত্ত্যক্ত করায় মামলা, বিএনপি নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ

২০
X