কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ০৮:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

প্রিমিয়ার ব্যাংকের পর্ষদ পুনর্গঠন করল বাংলাদেশ ব্যাংক

প্রিমিয়ার ব্যাংকের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
প্রিমিয়ার ব্যাংকের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ সম্পূর্ণরূপে পুনর্গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন গঠিত এই পর্ষদে আগের কোনো পরিচালককে রাখা হয়নি। কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী গঠিত ছয় সদস্যের নতুন পর্ষদে পাঁচজন স্বতন্ত্র পরিচালক এবং একজন উদ্যোক্তা পরিচালক রয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে কালবেলাকে বলেন, প্রিমিয়ার ব্যাংকের পর্ষদ পুনর্গঠনের ক্ষেত্রে কারণ হিসেবে ৩টি বিষয় উল্লেখ করা হয়েছে। সেগুলো হচ্ছে, ব্যাংকটির পর্ষদে সুশাসনের ঘাটতি ছিল, নীতি পলিসি বাস্তবায়নে দুর্বলতা এবং ব্যাংকটির ঋণ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা দেখা গিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের পর্যবেক্ষণে এসব ঘাটতি ধরা পড়ায় ব্যাংকটির পর্ষদ পুনর্গঠন করা হয়েছে। নতুন পর্ষদে অধিকাংশই অভিজ্ঞ ও স্বতন্ত্র পেশাজীবী।

নতুন পর্ষদে উদ্যোক্তা পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. আরিফুর রহমান। তিনি উদ্যোক্তা শেয়ারহোল্ডারদের প্রতিনিধি হিসেবে পর্ষদে যুক্ত হয়েছেন।

স্বতন্ত্র পরিচালক হিসেবে পর্ষদে রয়েছেন- বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. ফোরকান হোসেন, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ফরিদুল ইসলাম, ব্যাংক এশিয়ার সাবেক উপব্যবস্থাপনা পরিচালক মো. সাজ্জাদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ)-এর অধ্যাপক শেখ মোর্শেদ জাহান এবং প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানির স্বতন্ত্র পরিচালক পদ থেকে পদত্যাগের শর্তে এফসিএস চার্টার্ড সেক্রেটারি এম নুরুল আলম।

তবে নতুন এই পর্ষদে এখনো কোনো চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়নি। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, পরবর্তী বোর্ড সভায় পর্ষদের সদস্যদের মধ্য থেকেই একজনকে চেয়ারম্যান হিসেবে নির্বাচন করা হবে। ব্যাংকটির পরিচালনা পর্ষদ পুনর্গঠনের এই সিদ্ধান্ত ব্যাংকিং খাতের সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংকের চলমান উদ্যোগের অংশ হিসেবে নেওয়া হয়েছে। ব্যাংকটির আগের পর্ষদ নিয়ে নানা সময় বিতর্ক, ব্যবস্থাপনায় দুর্বলতা এবং স্বার্থসংঘাতের অভিযোগ উঠেছিল। এসব বিবেচনায় কেন্দ্রীয় ব্যাংক এই পদক্ষেপ গ্রহণ করেছে বলে মনে করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠায় বাংলাদেশ ব্যাংকের এই ধরনের পদক্ষেপ ভবিষ্যতে অন্য আর্থিক প্রতিষ্ঠানের জন্য একটি বার্তা হয়ে থাকবে। নতুন পর্ষদ যেন ব্যাংকটির স্থিতিশীলতা ও আস্থা পুনরুদ্ধারে কার্যকর ভূমিকা রাখতে পারে, সে প্রত্যাশা জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোটের অধিকার পুনরুদ্ধারই জাতির একমাত্র লক্ষ্য : গয়েশ্বর

ঘুষি মেরে বিমানের মনিটর ভেঙে ফেললেন লন্ডন প্রবাসী

ইসরায়েলের যে কারাগারে বন্দি শহিদুল আলম

আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান, টিটিপি প্রধান নিহতের গুঞ্জন

বিকট বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল

এককভাবে সরকার গঠন করবে বিএনপি : এমরান চৌধুরী

‘তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হলে রংপুর অচল করে দিতে বাধ্য হবো’

নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র সহ্য করা হবে না : লায়ন ফারুক

ট্রেনে কাটা পড়ে যুবকের পা বিচ্ছিন্ন

বৃহত্তর মিরপুরে সম্মিলিত খতমে নবুওয়ত ওলামা সম্মেলন অনুষ্ঠিত

১০

দেশ বাঁচাতে হলে বিএনপির বিকল্প নেই : টুকু

১১

গোলটেবিল বৈঠকে বক্তারা / বস্তিবাসী ও শহীদ পরিবারের ন্যায্য দাবি মেনে নিন

১২

মা-মেয়েকে গলা কেটে হত্যা

১৩

রাজধানীতে ১৭ ছাত্র সংগঠনের সঙ্গে জাগপা ছাত্রলীগের বৈঠক

১৪

হাত-মুখ বেঁধে শিশুকে ধর্ষণ, যুবককে খুঁজছে পুলিশ

১৫

এনসিটিবির নামে ‘নকল’ ছাপাখানা, আটক ৫ 

১৬

পচা চাল ক্রয়, বাচ্চু মিয়াকে বাধ্যতামূলক অবসর

১৭

শহিদুল আলমসহ নৌবহর থেকে আটক ব্যক্তিদের কারাগারে বন্দি

১৮

পা হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন আইসক্রিম বিক্রেতা রফিকুল

১৯

গুণগত শিক্ষা ও স্বাস্থ্যসেবা তারেক রহমানের অঙ্গীকার : সাঈদ

২০
X