বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৪ পিএম
অনলাইন সংস্করণ

ব্যাংক গ্যারান্টির বিপরীতে বন্ড সুবিধা পাবেন আংশিক রপ্তানিকারকরা 

এনবিআর এবং বিনিয়োগ উন্নয়ন সংস্থাগুলোর দ্বিতীয় মাসিক সমন্বয় সভায় কর্মকর্তারা। ছবি : সংগৃহীত
এনবিআর এবং বিনিয়োগ উন্নয়ন সংস্থাগুলোর দ্বিতীয় মাসিক সমন্বয় সভায় কর্মকর্তারা। ছবি : সংগৃহীত

রপ্তানি আয় বৃদ্ধি ও বহুমুখীকরণের লক্ষ্যে আংশিক রপ্তানিকারকদের সাময়িক শুল্কমুক্ত বন্ড সুবিধা প্রদান করবে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।

মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং বিনিয়োগ উন্নয়ন সংস্থাগুলোর দ্বিতীয় মাসিক সমন্বয় সভায় এই বিষয়ে অগ্রগতি পেশ করা হয়। বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী সভাপতিত্বে বিডার সম্মেলন কক্ষে সভায় উপস্থিত ছিলেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অথরিটি, মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তারা।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিডা জানায়, আংশিক রপ্তানিমুখী শিল্পের অনুকূলে রপ্তানির উদ্দেশ্যে আমদানিযোগ্য কাঁচামাল ও উপকরণের ওপর প্রযোজ্য শুল্ক ও করাদির সমপরিমাণ অর্থের শতভাগ ব্যাংক গ্যারান্টির বিপরীতে শুল্ক বন্ড সুবিধা প্রদানের লক্ষ্যে দ্রুততম সময়ে প্রজ্ঞাপন জারি করা হবে। বন্ড সেবার ফুল অটোমেশন প্রক্রিয়াধীন রয়েছে যা সম্পন্ন হলে ম্যানুয়াল সেবা সম্পূর্ণভাবে স্থগিত করা হবে।

এতে আরও বলা হয়, রপ্তানি প্রক্রিয়াকরণ ও অর্থনৈতিক এলাকায় স্থাপিত ওয়্যারহাউস লাইসেন্সধারী শিল্প প্রতিষ্ঠান কর্তৃক বৈদেশিক মুদ্রায় স্থাপিত অভ্যন্তরীণ ঋণপত্রের বিপরীতে ওয়্যারহাউস লাইসেন্সধারী প্রতিষ্ঠানের নিকট পণ্য বা সেবা সরবরাহের ক্ষেত্রে ইউটিলাইজেশন ডিক্লারেশন (ইউডি) এর প্রযোজ্যতা শর্ত সাপেক্ষে শিথিল করা হয়েছে। এর পাশাপাশি বিনিয়োগ পরিবেশ উন্নয়নকে লক্ষ্যে করে আরও ৩১টি বিষয়ের ওপর সিদ্ধান্ত গৃহীত হয়।

যদি কোন প্রতিষ্ঠানের বন্ড লাইসেন্সে ঘোষিত এইচএস কোড এবং পণ্যের বর্ণনার সাথে কাস্টমস কর্তৃক পরীক্ষার মাধ্যমে নির্ধারিত এইচএস কোড ও বর্ণনার অমিল থাকে, তবে চালানটি কাস্টমস হাউস থেকে খালাস দেওয়া হবে যদি কাস্টমস কর্তৃক নির্ধারিত এইচএস কোডের প্রথম চারটি ডিজিট প্রতিষ্ঠানের বন্ড লাইসেন্সে ঘোষিত এইচএস কোডের প্রথম চারটি অঙ্কের সঙ্গে মিলে যায়। এই ক্ষেত্রে আমদানিকারককে একটি অঙ্গীকারনামা দিতে হবে যেখানে ৩০ দিনের মধ্যে বন্ড লাইসেন্স বা ইউডিতে এইচএস কোড এবং পণ্যের বর্ণনা সংশোধন করবেন। এই নির্দেশনা শুল্কায়নের জন্য অপেক্ষমাণ পণ্যচালানগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিডা নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, বিনিয়োগকারীদের যৌক্তিক চাহিদার ভিত্তিতে আংশিক রপ্তানিকারকদের বন্ড সুবিধাসহ বিভিন্ন নীতি সহায়তার প্রস্তাব নিয়ে কাজ করছি আমরা। সরকারের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে এটি কার্যকর হতে যাচ্ছে যার মাধ্যমে আমদানি কাঁচামালনির্ভর বিভিন্ন দেশীয় শিল্প প্রতিষ্ঠান প্রতিযোগীমূল্যে রপ্তানি করার সুযোগ পাবে। আশা করছি এর ফলে নন আরএমজি খাতগুলোর রপ্তানি বৃদ্ধি ও ডাইভার্সিফিকেশন সম্ভব হবে এবং দেশি-বিদেশি বিনিয়োগও ত্বরান্বিত হবে।

বৈঠকে, যৌক্তিক ও বিনিয়োগবান্ধব সুবিধা প্রদান ও বন্দর হতে দ্রুত পণ্য খালাসের লক্ষ্যে সেলফ অ্যাসেসমেন্ট, পোস্ট ক্লিয়ারেন্সের ওপর গুরুত্ব আরোপ করেন এবং সংস্কার বাস্তবায়নের লক্ষ্যে তার সরাসরি হস্তক্ষেপ নিশ্চিত করেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘হা হা’ ইমোজি দিয়ে মধ্যরাতে ভিপি প্রার্থী উমামার পোস্ট

ভোটের ফলাফল মেনে নিয়ে ফেসবুক পোস্ট হামিমের

ফলাফল প্রত্যাখ্যান করলেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদ

ছয় হলের ফল প্রকাশ, শীর্ষ তিন পদেই এগিয়ে শিবির

তিন হলের ফল ঘোষণা, শিবির প্যানেল এগিয়ে 

ডাকসু নির্বাচন : নেতাকর্মীদের যে নির্দেশ দিল জামায়াত

সিসিটিভি ফুটেজ গায়েব করার অভিযোগ এস এম ফরহাদের

শাহবাগে মুখোমুখি অবস্থানে ছাত্রদল ও শিবির সমর্থকরা

ডাকসুর ফলাফল নিয়ে যে বার্তা দিলেন হাসনাত আব্দুল্লাহ

ডাকসুর ফল ঘোষণা কীভাবে, জানালেন চিফ রিটার্নিং কর্মকর্তা

১০

ডাকসুর ভোট গণনায় সময় লাগার কারণ জানালেন অধ্যাপক শামীম রেজা

১১

বড় জয়ে এশিয়া কাপে দুর্দান্ত শুরু আফগানদের

১২

ছাত্রদল নেতার সঙ্গে বাগবিতণ্ডা, ঢাবি শিক্ষক বললেন, ‘এই কষ্ট কোনোদিন ভুলব না’

১৩

ডাকসু : উত্তেজনা নিরসনে বিএনপি-জামায়াতের সঙ্গে কথা বলেছে সরকার

১৪

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু কবে, জানাল ক্রিকইনফো

১৫

তিন হলের ভোট গণনা শেষ

১৬

শিবির ট্যাগ দিয়ে ডাকসুর নারী প্রার্থীর স্বামীকে হেনস্তা

১৭

জামাল-তপুদের নিরাপদে ফেরাতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে সরকার

১৮

মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানিতে স্ববিরোধী তদন্ত সিআইডির

১৯

নেপালে বাংলাদেশের টিম হোটেলে হামলার চেষ্টা

২০
X