কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৪:২১ এএম
অনলাইন সংস্করণ

তারেক রহমানের সংবর্ধনা ঘিরে জামায়াতে ইসলামীর শঙ্কা

জামায়াতে ইসলামী লোগো। গ্রাফিক্স : কালবেলা
জামায়াতে ইসলামী লোগো। গ্রাফিক্স : কালবেলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত সংবর্ধনা কর্মসূচিকে কেন্দ্র করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ বিষয়ে নির্বাচন কমিশনকে (ইসি) সতর্ক ও নিরপেক্ষ ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে দলটি।

বুধবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এসব কথা জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেন, তপশিল ঘোষণার পর আমিরের নির্দেশনায় ৪৮ ঘণ্টার মধ্যেই জামায়াত সারাদেশে পোস্টার ও ব্যানার সরিয়ে নিয়েছে। কিন্তু একই সময়ে অন্যান্য পক্ষের আচরণবিধি লঙ্ঘনের নজির চোখে পড়ছে।

জুবায়েরের ভাষ্য অনুযায়ী, শুধু মাঠপর্যায়ে নয়, ডিজিটাল ও সামাজিক যোগাযোগমাধ্যমেও আচরণবিধি ভাঙার ঘটনা ঘটছে। এসব অনিয়ম দ্রুত বন্ধে নির্বাচন কমিশনের কার্যকর পদক্ষেপ প্রয়োজন বলে তারা মনে করেন। তিনি জানান, কমিশনের কাছে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করার দাবিও জানানো হয়েছে।

বৈঠকে জামায়াত ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের দাবিও জোরালোভাবে তোলে। জুবায়ের বলেন, সিসি ক্যামেরা থাকলে সন্ত্রাসী ও অসাধু চক্রের তৎপরতা কমবে এবং ভোটাররা ভয়মুক্ত পরিবেশে ভোট দিতে পারবেন। এ বিষয়ে নির্বাচন কমিশন ইতিবাচক সাড়া দিয়েছে বলে জানান তিনি।

সাম্প্রতিক কিছু সহিংস ঘটনার প্রসঙ্গ টেনে জামায়াত প্রতিনিধি দল জনমনে আতঙ্ক ও নিরাপত্তাহীনতার কথা তুলে ধরে অবৈধ অস্ত্র উদ্ধার এবং চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানায়। পাশাপাশি দলটির শীর্ষ নেতাদের নির্বাচনী সফরে ভিভিআইপি নিরাপত্তা নিশ্চিত করতে বৈষম্য দূরের আহ্বান জানানো হয়।

এছাড়া একটি বড় রাজনৈতিক দলের পক্ষ থেকে অর্থ ও বিভিন্ন সুবিধা দেওয়ার প্রতিশ্রুতির অভিযোগ তুলে জামায়াত এটিকে সরাসরি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন বলে উল্লেখ করেছে। এ বিষয়ে নির্বাচন কমিশনকে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন প্রক্রিয়া ধীরগতিতে চলছে বলেও অভিযোগ করে দলটি। তাদের দাবি, বর্তমানে মাত্র কয়েক লাখ প্রবাসী ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন, যা মোট প্রবাসী জনসংখ্যার তুলনায় অত্যন্ত কম। এই প্রক্রিয়া দ্রুত করার পরামর্শ দেওয়া হয়েছে।

আগামী ৩ জানুয়ারি জামায়াতের নির্ধারিত জনসভা আচরণবিধি মেনেই অনুষ্ঠিত হবে বলেও জানান জুবায়ের। তিনি বলেন, জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই কর্মসূচিটি আয়োজন করা হচ্ছে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রশিবিরের সদস্য সম্মেলন শুক্রবার

ফ্যাসিবাদবিরোধী জনগণের কাছে এক আশার বাতিঘর তারেক রহমান: নাছির উদ্দীন নাছির

তারেক রহমানকে স্বাগত জানাতে যত আয়োজন

তারেক রহমানের সংবর্ধনা ঘিরে জামায়াতে ইসলামীর শঙ্কা

দুদক কমিশনের সদস্য সংখ্যা বাড়িয়ে পাঁচ, জারি হলো অধ্যাদেশ

হাদি হত্যায় ফয়সালের স্ত্রী-বান্ধবী-শ্যালকের দোষ স্বীকার 

যেভাবে জানতে পারবেন তারেক রহমানকে বহনকারী ফ্লাইটের সর্বশেষ অবস্থান

বড়দিনের শুভেচ্ছা তারেক রহমানের

তারেক রহমানকে বহনকারী ফ্লাইট পরিচালনায় যে ৩ পাইলট

মধুর ক্যান্টিনে ভাঙচুর করা ব্যক্তির বিষয়ে যা জানা গেল

১০

শেষ মুহূর্তে সিলেট টাইটান্সের বড় চমক

১১

শ্রাবণের পরিবর্তে বিএনপির চূড়ান্ত প্রার্থী আজাদ

১২

সিলেটে এক ঘণ্টা অবস্থান করবেন তারেক রহমান, কড়া নিরাপত্তা

১৩

ভোটারদের কাছে নিরাপত্তাই এখন বড় রাজনৈতিক প্রত্যাশা

১৪

স্লোগানে-স্লোগানে রাতেও মুখর ৩০০ ফিট এলাকা

১৫

লন্ডন থেকে দেশের পথে তারেক রহমান

১৬

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ

১৭

অবসরকালীন ছুটিতে দুলাল মাহমুদ

১৮

দুটি সরকারি, দুটি বেসরকারি / কোয়ার্টারে বাংলাদেশের চার জুটি

১৯

তারেক রহমানের জন্য মসজিদ-মাদ্রাসায় দোয়ার আহ্বান কায়কোবাদের

২০
X