কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৩ পিএম
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

শরিয়াহ কমিটির সদস্যদের মাসিক বেতন ২৫ হাজার টাকা

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

ইসলামি ব্যাংকিং কার্যক্রম পরিচালনাকারী শরিয়াহ ভিত্তিক ব্যাংকগুলোর জন্য শরিয়াহ সুপারভাইজরি কমিটি (এসএসসি) গঠন, সদস্য নিয়োগ, অপসারণ এবং দায়িত্ব-কর্তব্য নির্ধারণে বিস্তারিত নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নীতিমালা অনুযায়ী, এই কমিটির সদস্যদের মাসিক বেতন হবে ২৫ হাজার টাকা। এ ছাড়া একই ব্যক্তি সর্বোচ্চ ৩টি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের শরিয়াহ কমিটির সদস্য হতে পারবেন। নতুন এই নীতিমালার মাধ্যমে ইসলামি ব্যাংকিং খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং শরিয়াহ সম্মত অনুশীলন আরও শক্তিশালী হবে বলে আশা করা যাচ্ছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ইসলামি ব্যাংকিং প্রবিধি ও নীতিমালা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।

২০০৯ সালে শরিয়াহ সুপারভাইজরি কমিটি গঠনের বিষয়ে বাংলাদেশ ব্যাংক একটি প্রজ্ঞাপন জারি করেছিল, তবে তাতে সদস্য সংখ্যা, সম্মানি, মেয়াদ এবং দায়িত্ব-কর্তব্য সম্পর্কে স্পষ্ট নির্দেশনা ছিল না। নতুন নীতিমালায় এসব বিষয়ে স্পষ্টভাবে নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের ওপর নির্ভর করে ব্যাংকের সব কার্যক্রম শরীয়াহ্ সম্মত রাখা। এজন্য পর্ষদকে ইসলামি আইনশাস্ত্রে অভিজ্ঞ, দক্ষ এবং নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে একটি স্বাধীন শরীয়াহ সুপারভাইজরি কমিটি গঠন করতে হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, শরিয়াহ সুপারভাইজরি কমিটি সদস্য হতে হলে প্রার্থীদের বেশ কিছু শর্ত পূরণ করতে হবে। তাদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে কামিল, দাওরা-ই-হাদিস, ইসলামি স্টাডিজ, ইসলামি অর্থনীতি, ইসলামি ফাইন্যান্স, ইসলামি ব্যাংকিং অথবা ইসলামি আইন বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। বিশেষত, ফিকহ-আল-মুয়ামালাত (ইসলামি বাণিজ্যিক আইনশাস্ত্র) বিষয়ে উচ্চতর ডিগ্রি বা ইফতা ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষাজীবনে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ থাকলে তা গ্রহণযোগ্য হবে না। অতিরিক্ত যোগ্যতা হিসেবে পিএইচডি বা সমমানের উচ্চতর ডিগ্রিও বিবেচিত হবে। এ ছাড়া, প্রার্থীদের অন্তত দুই বছরের শিক্ষকতা, মুফতি হিসেবে কাজ অথবা কোনো ব্যাংকের শরিয়াহ কমিটিতে অভিজ্ঞতা থাকতে হবে। ইসলামি ব্যাংকিং বা অর্থনীতি বিষয়ে গবেষণা নিবন্ধ বা বই প্রকাশ থাকাও যোগ্যতার মধ্যে ধরা হবে।

এতে বলা হয়, শরিয়াহ সুপারভাইজরি কমিটি সদস্যদের অবশ্যই লিখিতভাবে ঘোষণা দিতে হবে যে তারা কখনো ফৌজদারি অপরাধে দণ্ডিত হননি, জালিয়াতি বা আর্থিক অপরাধে জড়িত নন, ঋণখেলাপি নন এবং কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ বা লাভজনক পদে নেই। এ ছাড়া সংশ্লিষ্ট ব্যাংকের স্বার্থসংশ্লিষ্ট কোনো ব্যবসা বা প্রতিষ্ঠানের সঙ্গে তাদের কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পর্ক থাকতে পারবে না।

নতুন নীতিমালায় বলা হয়েছে, প্রতিটি ব্যাংকে শরিয়াহ সুপারভাইজরি কমিটিতে ৩ বা ৫ জন সদস্য থাকবেন। একজন সদস্য সর্বোচ্চ ৩টি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য হতে পারবেন। শরিয়াহ সুপারভাইজরি কমিটি সদস্যদের সাধারণত ৩ বছরের জন্য নিয়োগ দেওয়া হবে। তবে, তারা সর্বোচ্চ ৬ বছর দায়িত্ব পালন করতে পারবেন, এরপর ২ বছর বিরতি নিতে হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, শরিয়াহ সুপারভাইজরি কমিটি সদস্যদের মাসিক সম্মানি ২৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে এবং প্রতি সভায় অংশগ্রহণের জন্য ৮ হাজার টাকা ভাতা দেওয়া হবে। এ ছাড়া, ব্যাংক পরিচালনা পর্ষদ বিশেষ কারণে সদস্য অপসারণ করতে পারবে, তবে সেই অপসারণের জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমোদন প্রয়োজন। একইভাবে, শরিয়াহ সুপারভাইজরি কমিটি সদস্যরা লিখিত নোটিশ দিয়ে পদত্যাগ করতে পারবেন। শরিয়াহ সুপারভাইজরি কমিটি সদস্যদের মধ্য থেকে একজনকে ৩ বছরের জন্য চেয়ারম্যান নির্বাচিত করা হবে, তবে শরিয়াহ সচিবালয়ের প্রধান সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন, তবে তার ভোটাধিকার থাকবে না।

এতে বলা হয়, প্রতিটি ব্যাংকে শরিয়াহ সচিবালয় গঠন করা বাধ্যতামূলক করা হয়েছে। এই সচিবালয় শরীয়াহ কমিটির সহায়কের ভূমিকা পালন করবে। এতে অভ্যন্তরীণ শরিয়াহ অডিট ও রিভিউ বিভাগ, শরিয়াহ কমপ্লায়েন্স বিভাগ এবং গবেষণা বিভাগ থাকবে। শরিয়াহ সচিবালয় ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটিকে সাহায্য করবে সভার এজেন্ডা প্রস্তুত, সভার কার্যবিবরণী সংরক্ষণ এবং শরিয়াহ সংক্রান্ত মতামত প্রদান করতে।

নির্দেশনা অনুযায়ী, ফুল-ফ্যাংকশনাল ইসলামি ব্যাংকে শরিয়াহ সচিবালয়ের প্রধানের পদমর্যাদা ব্যবস্থাপনা পরিচালকের ন্যূনতম চতুর্থ স্তরের সমপর্যায়ে থাকতে হবে, এবং ইসলামি শাখা বা উইন্ডো থাকা ব্যাংকগুলোর জন্য প্রধানের পদটি ব্যবস্থা পরিচালকের ন্যূনতম পঞ্চম স্তরের মধ্যে থাকবে। এই পদে নিয়োগের জন্য কমপক্ষে ১০ বছরের ইসলামি ব্যাংকিং অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। শরিয়াহ সুপারভাইজরি কমিটির প্রধান দায়িত্বগুলোর মধ্যে রয়েছে ব্যাংকের নীতি, বিধি-বিধান, ম্যানুয়াল, চুক্তি, প্রোডাক্ট, সেবা এবং প্রচারণাসহ ব্যবসায়িক কার্যক্রম শরিয়াহ সম্মত কিনা তা প্রত্যয়ন করা। এ ছাড়া, লাভ-ক্ষতি ও বিনিয়োগ হিসাবায়ন প্রক্রিয়া তত্ত্বাবধান করা, যাকাত হিসাবায়ন ও বণ্টন, ক্বারজ তহবিলের উৎস ও ব্যবহার পর্যালোচনা করা এবং নতুন প্রোডাক্ট চালুর আগে ফতোয়া বা ঘোষণা প্রদান করা শরিয়াহ সুপারভাইজরি কমিটির দায়িত্বের মধ্যে অন্তর্ভুক্ত। ব্যাংকগুলোর কার্যক্রমে শরীয়াহ নীতিমালার বাইরে কোনো প্রোডাক্ট চালু করতে হলে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন নিতে হবে। প্রতি বছর শরিয়াহ সচিবালয় একটি অডিট পরিকল্পনা তৈরি করবে, যা শরিয়াহ সুপারভাইজরি কমিটি অনুমোদন দেবে। এই অডিটের আপত্তি ত্রৈমাসিক ভিত্তিতে পর্যালোচনা করে ব্যাংক ব্যবস্থাপনাকে নির্দেশনা প্রদান করবে। গুরুতর অনিয়ম হলে ব্যাংক পরিচালনা পর্ষদকে অবহিত করা হবে।

এতে বলা হয়, শরিয়াহ সুপারভাইজরি কমিটি সদস্যদের বছরে কমপক্ষে ৭৫ শতাংশ সভায় উপস্থিত থাকতে হবে। যদি কোনো সদস্য তিনবার অনুপস্থিত থাকেন, তবে তার পদ শূন্য বলে গণ্য হবে। শরিয়াহ সুপারভাইজরি কমিটি সদস্যদের কর্মদক্ষতা প্রতি বছর মূল্যায়ন করা হবে। চেয়ারম্যান অন্য সদস্যদের মূল্যায়ন করবেন, আর সদস্যরা চেয়ারম্যানকে মূল্যায়ন করবেন। এর ভিত্তিতে পরিচালনা পর্ষদ পুনঃনিয়োগ বা চুক্তি বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নেবে। শরিয়াহ সুপারভাইজরি কমিটি সদস্যদের গোপনীয়তা রক্ষা করার বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। সদস্যরা যে কোনো ধরনের সংগৃহীত তথ্য বা নথি কোনোভাবেই বাইরে প্রকাশ করতে পারবেন না। এই বিষয়ে লিখিত প্রতিশ্রুতি তাদের নিয়োগ চুক্তিতে অন্তর্ভুক্ত থাকবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, বাংলাদেশ ব্যাংক কর্তৃক জারি করা এই নতুন নির্দেশনা ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। বাংলাদেশ ব্যাংক আশা করছে, এই নীতিমালা ইসলামি ব্যাংকিং খাতে স্বচ্ছতা এবং জবাবদিহিতা আরও জোরদার করবে এবং ব্যাংকগুলোর শরিয়াহ সম্মত কার্যক্রমের ক্ষেত্রে আরও দৃঢ় ভূমিকা রাখবে। দেশ ব্যাংকের এই নতুন নির্দেশনা ইসলামি ব্যাংকিং খাতে নির্ভরযোগ্যতা ও সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এর মাধ্যমে ইসলামিক ব্যাংকিং ব্যবস্থায় বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি এবং গ্রাহক ও শেয়ারহোল্ডারদের স্বার্থ রক্ষায় আরও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালে ভারতের বোলারদের ওপর পাক ব্যাটারদের দাপট

বিয়ে করতে যাওয়ার পথে ‘প্রথম স্ত্রীর’ হাতে আটক ছাত্রলীগ নেতা

পিআর হচ্ছে প্রাইভেট রিলেশন, যা এ দেশে হবে না : কর্নেল অলি

বিক্ষোভে উত্তাল আর্জেন্টিনা

ফাইনালের আগে অদ্ভুত দৃশ্য, একাই ফটোশুট করলেন পাকিস্তান অধিনায়ক

১৮ কেজির কালো পোপা বিক্রি হলো ৯৫ হাজারে

নরসিংদীর ৮৯ পূজামণ্ডপে খায়রুল কবিরের অনুদান

দংশন করা সাপ নিয়েই হাসপাতালে মইনুল

নামাজে সালাম ফেরানোর সঠিক পদ্ধতি কী, জেনে নিন

‘প্রাথমিকে ছুটি কমছে’

১০

ডিসেম্বরে হচ্ছে না বইমেলা

১১

মালয়েশিয়া যেতে না পারা শ্রমিকদের বিক্ষোভ

১২

নিখোঁজের ১২ ঘণ্টা পর মৎস্যঘের থেকে যুবকের লাশ উদ্ধার

১৩

প্রবাসীদের উদ্দেশে ড. ইউনূসের আহ্বান 

১৪

টানা তৃতীয়বারের মতো হাত মেলানো এড়িয়ে গেল ভারত-পাকিস্তান

১৫

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে তানজিম সাকিবের নামে ভুয়া মন্তব্য প্রচার

১৬

গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড

১৭

মুখ অতিরিক্ত ঘামে কেন, যা বলছেন বিশেষজ্ঞ চিকিৎসক

১৮

ফাইনালে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত ভারতের, দেখে নিন দু’দলের একাদশ

১৯

মালদ্বীপে নেপালি নারীকে ছুরিকাঘাত, বাংলাদেশি গ্রেপ্তার

২০
X