কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৪, ০৪:২৭ পিএম
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪, ০৪:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

‘দ্রব্যমূল্য কমানোর সুপারিশ নিয়ে কাজ করছে এনবিআর’

জাতীয় রাজস্ব বোর্ড। ছবি : সংগৃহীত
জাতীয় রাজস্ব বোর্ড। ছবি : সংগৃহীত

রমজানে প্রয়োজনীয় নিত্যপণ্যের শুল্ক কমানোর জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতে কাজ শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে কোন কোন পণ্যের শুল্ক কমানো হবে, তা বলা যাবে না বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকালে আগারগাঁওয়ের রাজস্ব ভবনে আন্তর্জাতিক কাস্টমস দিবস ২০২৪ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

এনবিআর চেয়ারম্যান বলেন, পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে কাস্টমস বাণিজ্য সহজীকরণ, জাতীয় নিরাপত্তা, আন্তর্জাতিক জঙ্গিবাদ দমনে কাজ করছে। ২০২২-২৩ অর্থবছরে আহরিত মোট ৩ কোটি ৩১ লাখ ৫০২ কোটি টাকা রাজস্বের মধ্যে ৯২ লাখ ৭৩২ হাজার কোটি এসেছে কাস্টমস থেকে। চলতি অর্থবছরের ডিসেম্বর জাতীয় রাজস্ব বোর্ডের আহরিত মোট ১ কোটি ৬৫ লাখ ৫৯৯ কোটি টাকা রাজস্বের মধ্যে ৪৯ লাখ ৬৮ হাজার কোটি টাকা বাংলাদেশ কাস্টমস থেকে আহরণ করা হয়েছে। গত অর্থবছরের তুলনায় যার প্রবৃদ্ধির হার ৯ দশমিক ১৬ শতাংশ।

বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি কাস্টমসের মূল লক্ষ্য জানিয়ে তিনি বলেন, নাগরিক জীবনের নিরাপত্তা বিধান ও আন্তর্জাতিক রুটে যাত্রী চলাচল সুগম করার ক্ষেত্রে কাস্টমস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এবার কাস্টমস দিবসের প্রতিপাদ্য মিলে নবীন পুরানো অংশীজন, কাস্টমস করবে লক্ষ্য অর্জন।

আগামীকাল শুক্রবার (২৬ জানুয়ারি) দিবসটি উপলক্ষে এনবিআর ভবনে সেমিনার অনুষ্ঠিত হবে। যেখানে বাণিজ্যে বিশেষ অবদান রাখায় প্রতিষ্ঠান ও এনবিআর কর্মকর্তাকে দেওয়া হবে ডাব্লিউ সার্টিফিকেট অফ মেরিট ২০২৪।

এনবিআর চেয়ারম্যান বলেন, আমরাও চাই অথরাইজড ইকোনমিক অপারেটর আরও গতি পাক। এখন পর্যন্ত ১৫টা প্রতিষ্ঠানকে আমরা অনুমোদন দিতে পারছি। এটাতে দীর্ঘ যাচাই বাছাইয়ের প্রয়োজন হয়। যাদের অতীত রেকর্ড ভালো, যাদের অটোমেশন সিস্টেম আমাদের অ্যাস্যাইকুডার সঙ্গে কম্পিটিবল হবে বা যাদের পূর্বের কোনো জালিয়াতির রেকর্ড নাই, অনেক যাচাই করে অনুমোদন দেওয়া হয়। এ জন্য আমরা ধীরে চল নীতি অবলম্বন করেছি। আগামীতে এই কার্যক্রমটা আরও গতি পাবে।

এনবিআর চেয়ারম্যান আরও বলেন, আমরা আবেদন আহ্বান করেছি। আমাদের ক্রাইটেরিয়া যারা পূরণ করেছে তাদের আমরা দিয়ে দিচ্ছি। কিছু সংখ্যক আছে যাদের কিছু ঘাটতি আছে। এই জন্য তাদের পরামর্শ দিয়েছি। আমরা এই সংখ্যাটা বাড়াতে চাই।

চট্টগ্রাম কাস্টমস হাউসকে ঢেলে সাজানো প্রসঙ্গে তিনি বলেন, একটা সিস্টেম ডেভেলপ করা আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক এডিসি শচীন মৌলিক কারাগারে

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসছেন শনিবার, যেসব বিষয়ে আলোচনা

সিদ্ধিরগঞ্জে হেফাজতে ইসলামের শানে রিসালাত সম্মেলন

শেষ দিনেও ‘জুলাই সনদ’ নিয়ে মতামত দেয়নি ৭ রাজনৈতিক দল

ইউরোপের লিগগুলোতে দল কমানোর প্রস্তাব ব্রাজিল কোচ আনচেলত্তির

নেপালে মার্কিন কর্মকর্তার সঙ্গে বৈঠকের প্রচার, তাসনিম জারার ব্যাখ্যা

মাওয়া এক্সপ্রেসওয়ে মৃত্যুর মিছিল, তিন বছরে প্রাণ হারান ১৮৩ জন

স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি 

সুদ দিতে না পারায় বসতঘরে তালা, বারান্দায় রিকশাচালকের পরিবার

দেশ বাঁচাতে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে : চরমোনাই পীর

১০

এএসপির বাসায় চাঁদাবাজি-ভাঙচুর, যুবলীগ নেতা গ্রেপ্তার

১১

জেলের জালে বড় ইলিশ, ৯ হাজারে বিক্রি 

১২

এমপিওভুক্ত শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা

১৩

আগামী সংসদ প্রথম তিন মাস ‘সংবিধান সংস্কার সভা’ হিসেবে কাজ করার প্রস্তাব

১৪

ধরলার তীব্র ভাঙন, টেকসই বাঁধ নির্মাণের দাবি

১৫

নেতা ও ভোটারের জবাবদিহিই হবে শ্রেষ্ঠ সংস্কার : মঈন খান

১৬

পাপের ফল ওদের ভোগ করতেই হবে : রাশেদ খান

১৭

ক্ষমা চাইলেন স্বাধীন খসরু 

১৮

স্বাধীনতাবিরোধীরা নির্বাচন নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত : আমিনুল হক

১৯

ঢাকায় উদযাপিত হলো রাশিয়ান পতাকা দিবস

২০
X