কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৪, ০৩:১৩ পিএম
আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ০৫:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

ইভ্যালিতে মোবাইল বাইক টিভিসহ বিভিন্ন পণ্যে ব্যাপক ছাড়

ছবি : ফেসবুক থেকে নেওয়া
ছবি : ফেসবুক থেকে নেওয়া

নতুনভাবে ব্যবসা শুরুর পর শুক্রবার (২৬ জানুয়ারি) রাতে দ্বিতীয় ক্যাম্পেইন ‘বিগব্যাং-টু’ উন্মুক্ত করতে যাচ্ছে জনপ্রিয় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি। এর মধ্যে আকর্ষণীয় মূল্য ছাড় রয়েছে মোবাইল ফোন, মোটরসাইকেল, স্মার্ট টেলিভিশন, ব্লেন্ডার, বেল্ট, জিন্স প্যান্ট, পাঞ্জাবি ও কম্পিউটার এক্সেসোরিজসহ বিভিন্ন পণ্যে। ইভ্যালি সূত্রে এমনটাই জানা যায়।

ইভ্যালি জানায়, শুক্রবার রাত ১০টায় শুরু হবে ‘বিগব্যাং-টু’। এতে ৫ হাজার টাকা মূল্যের ব্লেন্ডার পাওয়া যাবে মাত্র ১ হাজার টাকায়। ২০ হাজার টাকার ওয়ান প্লাস মোবাইল ফোনে ৫ হাজার টাকার বেশি মূল্য ছাড় দিয়ে বিক্রি হবে ১৪ হাজার ৯০০ টাকায়।

বিগব্যাং-টুতে যেসব পণ্যে ব্যাপক ছাড় দেওয়া হচ্ছে—তার মধ্যে অন্যতম হলো মোটরসাইকেল। ১৫০ সিসির নাইট রাইডার ভিটু বাইকটির বর্তমান বাজার মূল্য ১ লাখ ৬৭ হাজার টাকা। বাইকটিতে ছাড় দেওয়া হয়েছে ৪৫ হাজার টাকা। বিগব্যাং-টুতে এটি কেনা যাবে ১ লাখ ২২ হাজার টাকায়।

ইভ্যালির এবারের ক্যাম্পেইনে আরেকটি আকর্ষণীয় পণ্য থাকছে এমআই-এর স্মার্ট টিভি। ৮৫ হাজার টাকা মূল্যের ৬৫ ইঞ্চির স্মার্ট টিভিটিতে ২০ হাজার টাকা ছাড় দেওয়া হচ্ছে। এটি বিক্রি করা হবে ৬৫ হাজার টাকায়। এমআইয়ের আরো দুটি সাইজের টিভিতেও বেশ মূল্য ছাড় থাকবে।

বিগব্যাং-টুতে আরো যেসব পণ্যে ব্যাপক ছাড় থাকছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি, তার মধ্যে রয়েছে মাত্র ৯ টাকায় চামড়ার বেল্ট, নবীনের ১ হাজার ৫০০ টাকার পাঞ্জাবি ৫০০ টাকায়, ৯৯ টাকায় জিন্স প্যান্ট এবং ফ্লোরার ১২৫০ টাকার কিবোর্ড-মাউস কম্বো প্যাক মাত্র ৫০০ টাকায়।

এর আগে গত ২৯ ডিসেম্বর ‘বিগব্যাং’ নামে প্রথম ক্যাম্পেইন করে ইভ্যালি। মাত্র ২০ ঘণ্টায় দুই লাখের বেশি পণ্যের অর্ডার পেয়ে শুরুতেই বাজিমাত করে প্রতিষ্ঠানটি। তারই ধারাবাহিকতায় এবার উন্মুক্ত হচ্ছে বিগব্যাং-টু। এ উপলক্ষে প্রায় সাড়ে ১১ হাজার পণ্যের সমাহার ঘটানো হয়েছে ইভ্যালির অ্যাপে। বিক্রতা প্রতিষ্ঠান রয়েছে প্রায় ৫০০। এসব প্রতিষ্ঠান থেকে বিপুল পরিমাণ মূল্য ছাড় দেওয়া হচ্ছে।

ইভ্যালি সূত্রে আরও জানা যায়, বিগব্যাং-টুতে অংশ নিতে বৃহস্পতিবার রাত পর্যন্ত প্রায় ৫০০ বিক্রেতা প্রতিষ্ঠান ইভ্যালির সঙ্গে যোগাযোগ করেছেন। এসব প্রতিষ্ঠান প্লাটফর্মটিতে বিক্রির জন্য প্রায় ১১ হাজার ৫০০টি পণ্য নির্বাচন করেছেন।

এ বিষয়ে ইভ্যালির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী (সিইও) মোহাম্মদ রাসেলের সঙ্গে যোগাযোগ করা হলে কালবেলাকে তিনি বলেন, ‘ইভ্যালি নতুনভাবে শুরু করার পর আমরা যেমনটি আশা করেছিলাম তার চেয়ে বেশি সাড়া পাচ্ছি। তবে ইভ্যালি নিজে থেকে কোনো পণ্যে লোকসান বা ভর্তুকি দিচ্ছে না। যে ছাড় দেওয়া হচ্ছে তা বিক্রেতা প্রতিষ্ঠানই দিচ্ছে।’

ইভ্যালির আগের ক্যাম্পেইনের তুলনায় এবারের ক্যাম্পেইনে বেশকিছু পার্থক্য রয়েছে। আগে ব্যাপক বিজ্ঞাপন প্রচার করা হলেও, এবার বিজ্ঞাপনে এক টাকাও ব্যয় করা হয়নি। আগে বেশিরভাগ পণ্যই লোকসানে বিক্রি করা হতো। তবে এবার প্রায় সব পণ্যে খুব সামান্য পরিমাণ লাভ রাখা হয়েছে। এই লাভের অর্থ দিয়ে কোম্পানির মাসিক ব্যয় মেটানো সম্ভব হবে। এজন্য ইভ্যালিকে নতুন করে কোনো দেনায় পড়তে হবে না। বরং লাভের পরিমাণ একটু বাড়লেই আগের ঋণ শোধ শুরু করতে পারবেন বলে জানিয়েছেন মোহাম্মদ রাসেল। এদিকে, আগে গ্রাহকরা পণ্য পাওয়ার আগেই সরাসরি ইভ্যালিকে টাকা পরিশোধ করত। কিন্তু এবার ক্যাশ অন ডেলিভারি হওয়ায় গ্রাহকের কোনো ঝুঁকি নেই। এ ছাড়া গ্রাহকের পরিশোধ করা পণ্যের মূল্য এখন থেকে সরাসরি বিক্রেতার কাছে পৌঁছে যাচ্ছে। ফলে বিক্রেতার কোনো বাকি পড়ার ঝুঁকি নেই।

এ বিষয়ে কালবেলাকে রাসেল বলেন, ‘গ্রাহককে এখন আর বিশ্বাসের ওপর টাকা দিতে হচ্ছে না। পণ্য হাতে পেয়ে টাকা দেবে। এজন্য ইভ্যালিতে গ্রাহকের সংখ্যা দ্রুত বাড়ছে। আমরা খুব সামান্য লাভ করছি যেন কোম্পানির খরচ চালিয়ে নেওয়া যায়। আর যেসব পণ্যে ছাড় দেওয়া হচ্ছে সেটা বিক্রেতা নিজের পক্ষ থেকে দিচ্ছেন। এজন্য ইভ্যালির আর লোকসানের সুযোগ নেই।’

উল্লেখ্য, ব্যাংকের চাকরি ছেড়ে ২০১৮ সালে ইভ্যালি প্রতিষ্ঠা করে হইচই ফেলে দেন মোহাম্মদ রাসেল। মাত্র দুই বছরের মধ্যে দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স প্রতিষ্ঠান হয়ে ওঠে ইভ্যালি। কিন্তু ওই সময় ঋণের বোঝাও বেড়ে যায় তাদের। তবে অভিযোগ আছে, ইভ্যালিকে থামানোর জন্য তখন দেশি-বিদেশি কয়েকটি প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান উঠেপড়ে লাগে। তার জন্য মোটা অঙ্কের বরাদ্দও করেন তারা। একপর্যায়ে ২০২১ সালের সেপ্টেম্বর মাসে গ্রেপ্তার হন রাসেল। কিন্তু তাকে গ্রেপ্তারে হতাশ হন প্রতিষ্ঠানটির লাখ লাখ গ্রাহক। তারা ইভ্যালির ব্যবসা চালুর জন্য আন্দোলন শুরু করেন। তাকে মুক্তি দিতে ২০ হাজারের বেশি ক্রেতা-বিক্রেতা আদালতের কাছে লিখিত আবেদন করেন।

এর মধ্যে নানা চড়াই-উতরাই পেরিয়েছেন রাসেল ও তার প্রতিষ্ঠান। সর্বশেষ গত ১৮ ডিসেম্বর জামিনে মুক্তি পেয়েছেন তিনি। তবে তার স্ত্রী ও ইভ্যালির চেয়ারম্যান অনেক আগেই মুক্তি পেয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ্মায় ধরা পড়ল ২২ কেজির পাঙাশ

চীনের গুয়ান্তং প্রদেশে বাংলাদেশি শিক্ষার্থীর আত্মহত্যা

নেপালের পথে ডিবিপ্রধান

দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, পুলিশসহ আহত অর্ধশতাধিক

যেভাবে দেখবেন বাংলাদেশ-ভারতের প্রস্তুতি ম্যাচ

সিয়ামকে নেপালে আটক করা হয়েছে : ডিবিপ্রধান

কারও পৌষ মাস, কারও সর্বনাশ

ঢাকার বাতাসে সুখবর

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৯

দেখে নিন টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

১০

মালয়েশিয়ার ৪৭ নিয়োগদাতার লাইসেন্স স্থগিত

১১

জেল হলেও কি প্রেসিডেন্ট পদে লড়তে পারবেন ট্রাম্প?

১২

কী আছে আজ আপনার ভাগ্যে?

১৩

ছাত্রলীগ নেতাকে কোপাল দুর্বৃত্তরা

১৪

একসঙ্গে ৮ তরুণ-তরুণীর বিয়ে দিলেন চেয়ারম্যান

১৫

আনার হত্যায় সন্দেহভাজন সিয়াম নেপালে আটক

১৬

সোয়া দুই কোটি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে আজ

১৭

ভারতে শেষ দফায় ভোট আজ

১৮

মসজিদের টাকা আত্মসাতের অভিযোগ মেম্বারের বিরুদ্ধে

১৯

জাতিসংঘে ইব্রাহিম রাইসিকে সম্মান

২০
X