স্কুলে স্কুলে শিক্ষার্থীদের মাঝে মশার কামড় ক্ষতিকর শীর্ষক সচেতনতামূলক কার্টুন বই বিতরণ কার্যক্রম শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
বুধবার (২৬ জুলাই) ইকবাল রোডের মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজে (বালিকা শাখা) এ কর্মসূচির উদ্বোধন করেন ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম।
এ সময় তিনি হ্যান্ড মাইকের মাধ্যমে শিক্ষার্থীদের ডেঙ্গুবিষয়ক নানা পরামর্শ দেন। ‘মশার কামড় ক্ষতিকর’ শীর্ষক কার্টুন বইয়ের নানা বিষয় তুলে ধরেন। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান ও নিজ আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং তিন দিনে একদিন জমা পানি ফেলে দেওয়ার উপদেশ দেন।
তা ছাড়া শিক্ষার্থী নিয়ে নিয়ে ‘মশার কামড় ক্ষতিকর’ এবং ‘তিন দিনে একদিন, জমা পানি ফেলে দিন’-সহ নানা স্লোগান দেন মেয়র।
কর্মসূচিতে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোতাকাব্বির আহমেদ, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ হাসান নূর ইসলাম, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর সাথী আক্তার এবং স্কুলের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন