রাজধানীর শ্যামলী এলাকায় শিশু মেলার সামনে মালবোঝাই ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (১১ আগস্ট) বেলা ১২টার দিকে এই ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহীর নাম মোহন শেখ। তিনি জামালপুর সদরের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, যিনি মারা গেছেন তিনি মোটরসাইকেল চালিয়ে আসতেছিলেন। শিশু মেলার সামনে মাল বোঝাই ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে তার মরদেহ উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তিনি ট্রাফিকিংয়ের দায়িত্বে ছিলেন না।
প্রথমে গুজব ছড়িয়েছিল সড়কে কাজ করতে গিয়ে একজন শিক্ষার্থী নিহত হয়েছেন। কিন্তু এ তথ্যটি সঠিক নয়।
মন্তব্য করুন