অবৈধ সংযোগ ব্যবহার এবং বকেয়া বিল পরিশোধ না করার অভিযোগে দু’দিনে ১১৫টি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস। মঙ্গল ও বুধবার (১ ও ২ আগস্ট) এসব সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
মঙ্গলবার অবৈধ গ্যাস ব্যবহার এবং বকেয়ার কারণে সংযোগ অভিযান চালায় তিতাস। এতে ঢাকার বিভিন্ন অঞ্চলে বকেয়ার কারণে ৫৫টি আবাসিক, একটি বাণিজ্যিক, একটি শিল্প এবং একটি সিএনজি গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
এ ছাড়াও অবৈধ গ্যাস ব্যবহারের কারণে তিনটি আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস। তাৎক্ষণিকভাবে আদায় করা হয় ২৪.৫৩ লাখ টাকা।
বুধবার ঢাকার বিভিন্ন এলাকায় বকেয়ার কারণে ৪৮টি আবাসিক এবং পাঁচটি বাণিজ্যিক গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করে।
এ ছাড়া অবৈধ গ্যাস ব্যবহারের কারণে একটি আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অন্যদিকে তাৎক্ষণিকভাবে বকেয়া ও জরিমানা বাবদ ৮৮.৮১ লাখ টাকা আদায় করে তিতাস।
মন্তব্য করুন