ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) উদ্যোগে ‘অনুসন্ধানী সাংবাদিকতা কৌশল’-বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর সিরডাপ মিলনায়তনে রোববার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আজকের পত্রিকার সম্পাদক ড. মো. গোলাম রহমান ও সিনিয়র সাংবাদিক তৌহিদুর রহমান।
ডিআরইউর সভাপতি মুরসালিন নোমানীর সভাপতিত্বে প্রশিক্ষণে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। ডিআরইউর তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক তোফাজ্জল হোসেন রুবেলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক কাওসার আজম, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামাল উদ্দিন সুমন, ক্রীড়া সম্পাদক মাহবুবুর রহমান, কল্যাণ সম্পাদক তানভীর আহমেদ, কার্যনির্বাহী সদস্য মনির মিল্লাত, ইসমাইল হোসাইন রাসেল, মহসিন বেপারি, মোজাম্মেল হক তুহিন, এস এম মোস্তাফিজুর রহমান সুমনসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ৭০ জন সাংবাদিক।
মন্তব্য করুন