কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৫, ১০:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

গাউসুল আজম মার্কেটে অস্থিরতার চেষ্টা, অভিযোগ ব্যবসায়ীদের

গাউসুল আজম মার্কেটে ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা
গাউসুল আজম মার্কেটে ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা

পরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়িয়ে রাজধানীর নীলক্ষেত এলাকায় গাউসুল আজম সুপার মার্কেটে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন ব্যবসায়ী ও দোকান মালিকেরা। তারা বলছেন, জালাল আহমেদ জসিম নামে এক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করছে। চাঁদাবাজিতে বাধা দেওয়ায় নিত্যনতুন ষড়যন্ত্র করছেন তিনি।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় গাউসুল আজম সুপার মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সাধারণ সম্পাদক কামাল হোসেন।

তিনি বলেন, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে রাজনৈতিক পটপরিবর্তনের পর ব্যবসায়ী সমিতির ব্যবস্থাপনা কমিটির কয়েকজন নেতা আত্মগোপনে চলে যান। ৯ সেপ্টেম্বর সমিতির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বাবুল ব্যক্তিগত কারণ দেখিয়ে সভাপতি বরাবর পদত্যাগ করেন। ১৮ সেপ্টেম্বর ব্যবস্থাপনা কমিটির সভায় সাধারণ সম্পাদককে অব্যাহতি দেওয়া হয়। পরে ২০ সেপ্টেম্বর ব্যবসায়ীদের সম্মিলিত সিদ্ধান্তে সমবায় সমিতি আইন, ২০০১ (সংশোধিত, ২০০২ ও ২০০৩) এর ২০ ধারা মোতাবেক আমাকে সম্পাদক পদে ‘‘কো-অপ্ট’’ করা হয়।

কামাল হোসেন বলেন, সাধারণ সম্পাদক পদে দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে আমি কারও শরণাপন্ন হইনি। নিয়মতান্ত্রিকভাবে মার্কেট পরিচালনা করা হলেও একজন ব্যবসায়ীর নেতৃত্বে গুটিকয়েক লোকজন নানা ষড়যন্ত্র করছে। তারা বিদ্যুৎ বিল ও হোল্ডিং ট্যাক্স বকেয়া রেখে অসহযোগিতা করছে।

সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা অভিযোগ করেন, জালাল আহমেদ জসিম আওয়ামী লীগের শাসনামলে অবৈধভাবে মার্কেটর ছয়টি দোকান দখল করেছিল। বিভিন্ন সময় তিনি দোকানিদের কাছে চাঁদা দাবি ও হুমকি দেন। ছাত্র আন্দোলনের পরপরই তিনি কয়েকটি দোকান জোরপূর্বক তালাবদ্ধ করেন। সে সময় দোকানিরা সেনাবাহিনীর কাছে অভিযোগ করে। সেনাবাহিনীর সদস্যরা এসে তাকে আটক করেন। অপরাধ না করার শর্ত সাপেক্ষে তাকে ছাড়িয়ে নেন ব্যবসায়ীরা। এরপরও জালালের চাঁদাবাজি থামেনি। তাকে চাঁদা না দেওয়ায় তিনি ও তার দোকানের কিছু কর্মচারী ব্যবসায়ীদের নামে কুৎসা রটায়।

সংবাদ সম্মেলনে গাউসুল আজম সুপার মার্কেটের ব্যবসায়ী নেতা কাজী আশরাফুজ্জামান হাসু, আবুল কালাম, সেলিম আহমেদ, ইসমাইল হোসেন হিরু ও নিতাই সেন বক্তব্য দেন।

এর আগে চাঁদাবাজির অভিযোগে গত বছরের ২ অক্টোবর গাউসুল আজম মার্কেটের সামনে মানববন্ধন করে জালাল আহমেদ জসিমের গ্রেপ্তার দাবি করেন ব্যবসায়ীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুরাদনগরে ঝাড়ু মিছিল

নওগাঁয় বিএনপি প্রার্থীকে শোকজ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই হলের নাম পরিবর্তন

সাবেক ছাত্রদল নেতার ওপর দফায় দফায় হামলার অভিযোগ

জবির হল সংসদে ইসলামী ছাত্রী সংস্থা সমর্থিত প্যানেলের জয়

বিজয়ী হয়ে যা বললেন রিয়াজুল

সুখবর পেলেন বিএনপি নেত্রী রাহেনা

এবার সহযোগিতা চাইলেন আমজনতার তারেক

গোপালগঞ্জে শতাধিক আ.লীগ কর্মীর বিএনপিতে যোগদান

বিশ্বকাপ বাছাইয়ে কবে নামছে বাংলাদেশ, কারা প্রতিপক্ষ—জানাল আইসিসি

১০

এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা

১১

স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যার সিসিটিভি ফুটেজে যা দেখা গেল

১২

শীর্ষ ৩ পদে কত ভোট পেয়ে জিতল ছাত্রশিবির সমর্থিত প্যানেল

১৩

জকসু নির্বাচনে শীর্ষ তিন পদেই ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জয়

১৪

জুলাইয়ে বীরত্ব : সম্মাননা পেল ১২শ আহত, শহীদ পরিবার ও সাংবাদিক

১৫

পাকিস্তানের আকাশসীমায় অসুস্থ হওয়া বিমানের যাত্রীর মৃত্যু, তদন্তের মুখে পাইলট

১৬

ফারহানের ফিফটিতে লঙ্কান দুর্গে পাকিস্তানের দাপুটে জয়

১৭

আয় ও সম্পদ নিয়ে অপপ্রচার, মুখ খুললেন নাহিদ ইসলাম

১৮

৪৮৯ উপজেলায় বিজিবি মোতায়েন থাকবে

১৯

ব্যবসায়ীকে গুলি করে হত্যায় মামলা, বিচারের দাবিতে মানববন্ধন

২০
X