কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩৩ এএম
অনলাইন সংস্করণ
সেমিনারে বক্তারা

প্রকৌশলীরা সৎ হলে নীতিনির্ধারণী পর্যায়ে যেতে পারবেন

আইইবি’র সেমিনারে অতিথিরা। ছবি : কালবেলা
আইইবি’র সেমিনারে অতিথিরা। ছবি : কালবেলা

‘লুপহোলস অব আরবান ইনফ্রাস্ট্রাকচার অব বাংলাদেশ : আইজ অব এন এক্সপেট্রিয়েট বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশের প্রকৌশল পেশাজীবীদের জাতীয় সংগঠন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এ সেমিনারের আয়োজন করে।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে আমার দেশ -এর সম্পাদক মাহমুদুর রহমান বলেন, যেদিন প্রকৌশলীরা শতভাগ সৎ হতে পারবেন সেদিন তারা সরকারে নীতি নির্ধারণী ভূমিকা নিতে পারবেন। যে কোনো দেশের টেকসই উন্নয়নের জন্য নীতি নির্ধারণে প্রকৌশলীদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, আজকের সেমিনারের বিষয়ের দুটি ইস্যু। একটি হলো- প্রকৌশলগত, অন্যটি- গভর্ন্যান্স ইস্যু। প্রকৌশলগত দিকে ডিজাইনের দুর্বলতা নিয়ে বিতর্ক থাকতেই পারে। দীর্ঘ কর্মজীবনে দেখেছি ডিজাইনের দুর্বলতা নিয়ে অনেক বিতর্ক, তবে বুদ্ধি বিবেচনায় সেরাটা নেওয়া যেতে পারে। এরপরও ডিজাইনের ভুলের জন্য জবাবদিহি থাকা দরকার।

সমন্বিত পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করে মাহমুদুর রহমান বলেন, ডিজাইনের চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছে গভর্ন্যান্সের সমস্যা। এখানে আবার দুটি মূল সমস্যা- আমলাতান্ত্রিক ও প্রকৌশলী না হয়েও প্রকৌশলগত পদে আসীন হওয়া। প্রকৌশলগত কাজগুলো প্রকৌশলীদের দ্বারাই করাতে হবে। এটা করতে পারলেই টেকসই ডেভেলপমেন্ট সম্ভব হবে।

তিনি আরো বলেন, বর্তমানে অরাজনৈতিক সরকারের সময়ে দেশ ও জাতির জন্য কল্যাণকর এমন অনেক প্ল্যান ও ডিজাইন অনুমোদন করিয়ে নিতে পারেন প্রকৌশলীরা। কেননা, হয়ত দশ মাসের মধ্যে নির্বাচন দিয়ে এই সরকার বিদায় নিতে পারে। তখন রাজনৈতিক সরকারের আমলে অনেক সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন প্রকৌশলীদের জন্য কঠিন হবে।

আইইবির সভাপতি প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম রিজুর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন, মূল প্রবন্ধ উপস্থাপন করেন কানাডার অন্টারিওর আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড ড্রেনেজ বিশেষজ্ঞ প্রকৌশলী শহীদুল হক পিইঞ্জ।

সেমিনার সঞ্চালনায় ছিলেন আইইবি -এর সহকারী সাধারণ সম্পাদক (এইচআরডি) প্রকৌশলী মো. নূর আমিন। স্বাগত বক্তব্য প্রদান করেন আইইবি -এর সাধারণ সম্পাদক অধ্যাপক ড. প্রকৌশলী মো. সাব্বির মোস্তফা খান।

সেমিনারে বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মো. রেজাউল করিম এবং ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ জয়নাল আবেদীন পিইঞ্জ.। সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান।

ড. প্রকৌশলী মাহমুদুর রহমান প্রধান অতিথির বক্তব্যে বলেন, ইঞ্জিনিয়াররা ভালো ডিজাইনার এবং সৃজনশীল কিন্তু তারা তাদের প্রতিভা প্রকাশ করতে পারে না আমলাতান্ত্রিক জটিলতার জন্য। এর জন্য দরকার গুড গভর্নেন্স।

আইইবি প্রেসিডেন্ট এবং রাজউক (এস্টেট ও ল্যান্ড) সদস্য প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু বলেন, যাদের ঢাকা শহরে এক বা একাধিক প্লট বা ফ্ল্যাট রয়েছে তারাই শুধু পূর্বাচল নতুন প্রকল্পে প্লট পাচ্ছে। এর জন্য পূর্বাচলে বসতি গড়ে উঠছে না।

ঢাকা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী আবু সাইদ কামরুজ্জামান বাবু বলেন, অতি দ্রুততার সঙ্গে তড়িঘড়ি করে প্ল্যান পাশের তাগিদ দেওয়ার ফলে প্ল্যান যাচাই-বাছাই না করেই প্ল্যান বাস্তবায়ন শুরু হয়ে যায়। যার দরুন প্ল্যানে ত্রুটি থেকে যায়।

এ সেমিনারে আরো উপস্থিত ছিলেন আইইবি’র নেতারাসহ বিভিন্ন প্রকৌশল সংস্থার প্রকৌশলীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার জানাজায় অসুস্থ হয়ে পড়া যুবকের মৃত্যু

আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বিজিবি-এলাকাবাসীর সংঘর্ষ

শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

০৩ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

ইয়েমেনে সৌদির বিমান হামলায় নিহত ২০ ছাড়াল, আহত বহু

খালেদা জিয়ার মৃত্যুতে সৌদি বাদশা-যুবরাজ ও কাতার আমিরের শোক

‘সাউথ আরাবিয়া’ নামে বিচ্ছিন্ন রাষ্ট্রের ঘোষণাপত্র প্রকাশ করল এসটিসি ঘনিষ্ঠ গণমাধ্যম

হাদরামাউতে তীব্র সংঘর্ষ চলছে : এসটিসির সামরিক মুখপাত্র

খালেদা জিয়ার কবরে ১২ দলীয় জোটের ফুলেল শ্রদ্ধা

১০

ইয়েমেনের হাদরামাউতে সংঘর্ষে এসটিসির আরও এক সদস্য নিহত

১১

বিমান ভাড়া নিয়ন্ত্রণে অধ্যাদেশ জারি

১২

ফয়েজ আহমদ তৈয়ব-এর ফেসবুক পোস্ট / এনআইআর চালুর পর ক্লোন ফোন নিয়ে বেরিয়ে এলো ভয়াবহ তথ্য

১৩

আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৪

১৪

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কসবায় দোয়া মাহফিল

১৫

স্বতন্ত্র প্রার্থীর পক্ষে যাচাই-বাছাইয়ে গিয়ে ২ আ.লীগ নেতা গ্রেপ্তার

১৬

দেশের মানুষকে ভালো রাখার জন্য আমৃত্যু লড়েছেন খালেদা জিয়া : খায়রুল কবির

১৭

অনলাইন ট্রাভেল এজেন্সির ব্যাংক গ্যারান্টি ১ কোটি টাকা

১৮

প্রশাসন নিরপেক্ষ না থেকে বিএনপির দিকে ঝুঁকে পড়েছে : হাসনাত

১৯

শরীয়তপুরে পুড়িয়ে হত্যাচেষ্টা / বাদী হয়ে বাবার মামলা, তৃতীয় দিনেও অধরা দুর্বৃত্তরা

২০
X