কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৫, ০১:১৮ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫৮২ মামলা

পুরোনো ছবি।
পুরোনো ছবি।

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১ হাজার ৫৮২টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

সোমবার (১৭ মার্চ) ডিএমপির ট্রাফিক বিভাগ অভিযান পরিচালনা করে এসব মামলা করেছে।

ডিএমপি জানায়, অভিযানকালে ১৯৯টি গাড়ি ডাম্পিং ও ৫৪টি গাড়ি রেকার করা হয়েছে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

এদিকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর বিভিন্ন মার্কেট এলাকায় যানজট নিরসনে যানচলাচল নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

মার্কেট এলাকাগুলোতে যানচলাচল নিয়ন্ত্রণে দুপুরে ১টা থেকে রাত ১০টা পর্যন্ত ডাইভারসন ব্যবস্থা নেওয়া হবে। সোমবার (১৭ মার্চ) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সম্মানিত ঢাকা মহানগরবাসীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর বিভিন্ন মার্কেট কেন্দ্রিক কেনাকাটার জন্য বিপুল জনসমাগম হচ্ছে। বিভিন্ন মার্কেটে ঈদ কেনাকাটায় আগত জনসাধারণ এবং মার্কেট এলাকা দিয়ে চলাচলকারী যানবাহনের সুবিধার্থে নিম্নোক্ত ক্রসিংসমূহে আগামী ২১ ও ২২ মার্চ এবং ২৬ মার্চ ২০২৫ তারিখ হতে ঈদের পূর্বদিন পর্যন্ত প্রতিদিন দুপুর ১টা থেকে রাত ১০টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায়/সড়কে যানবাহনের চাপ বেশি হলে উক্ত এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণের জন্য তথা মহানগরের অন্যান্য রাস্তা চলমান রাখার জন্য প্রয়োজনবোধে মাঝে মাঝে নিম্নরূপ ডাইভারসন দেওয়া হবে-

১. সোনারগাঁও ক্রসিং হতে পান্থপথ (বীর উত্তম কাজী নুরুজ্জামান সড়ক) হয়ে পান্থপথ এলাকা/নিউমার্কেট এলাকা/ধানমন্ডি/মোহাম্মদপুর/ঝিগাতলা/মিরপুর গামী যানবাহনসমূহকে ফার্মগেইট বা শাহবাগ এর দিকে ডাইভারসন দেওয়া হবে।

২. পান্থপথ গ্রীন রোড ক্রসিং হতে সোনারগাঁও ক্রসিংগামী যানবাহনসমূহকে (পান্থপথে ইউটার্নকারী যানবাহনসহ) গ্রিন রোডে/রাসেল স্কয়ার বা ফার্মগেইটের দিকে ডাইভারসন দেওয়া হবে।

৩. মিরপুর রোড ও ধানমন্ডি থেকে আগত সাইন্সল্যাব ইন্টারসেকশন হয়ে নিউমার্কেটগামী যানবাহন সমূহকে (সিটি বাস ব্যতীত) সাইন্সল্যাব ক্রসিং হতে বামে মোড় নিয়ে এলিফ্যান্ট রোড বা কাটাবন রোড অথবা পলাশী ক্রসিং হয়ে চলাচলের জন্য ডাইভারসন দেওয়া হবে।

৪. নিউমার্কেট ক্রসিংয়ে নিউমার্কেটের সামনে দিয়ে মিরপুর সড়কগামী যানবাহন সমূহকে (সিটি বাস ব্যতীত) নিউমার্কেট ক্রসিং হতে নীলক্ষেত ক্রসিং বা আজিমপুর ক্রসিং বা নিউমার্কেট-পিলখানা সড়কের দিকে ডাইভারসন দেওয়া হবে।

আগামী ২১ ও ২২ মার্চ এবং ২৬ মার্চ ২০২৫ তারিখ হতে ঈদের পূর্বদিন পর্যন্ত উপরোক্ত ডাইভারসন পান্থপথ (বীর উত্তম কাজী নুরুজ্জামান সড়ক) এবং নিউমার্কেট এলাকায় যানবাহনের চাপ বিবেচনা করে মহানগরের অন্যান্য রাস্তা চলমান রাখার জন্য প্রয়োজনবোধে মাঝে মাঝে বলবৎ করা হবে।

ঢাকা মহানগরবাসীর ঈদ কেনাকাটা সুগম করার জন্য কেনাকাটা ব্যতীত অন্যান্য যানবাহন সমূহকে আগামী ২১ ও ২২ মার্চ এবং ২৬ মার্চ ২০২৫ তারিখ হতে ঈদের পূর্বদিন পর্যন্ত প্রতিদিন দুপুর ১টা থেকে রাত ১০টা পর্যন্ত বিভিন্ন মার্কেট সংলগ্ন রাস্তা যথাসম্ভব পরিহার করে বিকল্প পথে চলাচলের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

নিউমার্কেট ক্রসিং হতে সাইন্সল্যাব ক্রসিং পর্যন্ত মিরপুর রোডের উভয় পাশে রিকশা চলাচলের জন্য আলাদা লেন (যে লেন দিয়ে কমপক্ষে ৩টি রিকশা পাশাপাশি চলতে পারবে) তৈরি করা হচ্ছে। সকল রিকশা চালক ও যাত্রীদের উক্ত লেনে চলাচল করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

এমতাবস্থায় পান্থপথ এবং মিরপুর রোডে নিউমার্কেটের সামনে দিয়ে চলাচলকারী যানবাহন সমূহকে উপর্যুক্ত স্বল্প সময়ের ডাইভারসন এবং মিরপুর রোডের নিউমার্কেট এলাকায় রিকশা লেন মেনে চলাচল করার জন্য অনুরোধ করা হলো। এই বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সকলের সহযোগিতা কামনা করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের সঙ্গে যোগাযোগের সব চ্যানেল খোলা : ভারতের সেনাপ্রধান

ইরানি বিক্ষোভকারীদের নতুন বার্তা ট্রাম্পের

নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে চীন

রাজধানীর যেসব এলাকায় গ‍্যাস বন্ধ

‘শেষ ৪ মাসে আমাকে কোনো কাজ করতে দেওয়া হয়নি’

বুধবার সায়েন্সল্যাব-টেকনিক্যাল-তাঁতীবাজার অবরোধের ঘোষণা

যে কারণে স্বতন্ত্র নির্বাচন করছেন, জানালেন তাসনিম জারা

মাদ্রাসার টয়লেটে মিলল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ

ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অটল বিসিবি : ‘এক ইঞ্চিও পিছু হটব না’

কলকাতার হয়ে খেলা পেসারকেও ভিসা দিচ্ছে না ভারত

১০

প্রার্থী-সমর্থকদের প্রতি যে আহ্বান জানাল জমিয়ত

১১

‘হাঙর’ নিয়ে আসছেন নেপালি তারকা প্রমোদ আগ্রহারী

১২

শতাধিক কর্মী-সমর্থক নিয়ে ছাত্রদলে এনসিপি নেতা

১৩

দেহরক্ষী ও বাসভবনে নিরাপত্তা পেলেন জামায়াতের আমির

১৪

জকসুর প্রথম সভা অনুষ্ঠিত

১৫

পৌষ সংক্রান্তিতে বসেছে ঐতিহ্যবাহী মাছের মেলা

১৬

ডিএনসিসিতে ‘ইয়ুথ ফর ফেয়ার সিটি’ প্ল্যাটফর্মের যাত্রা শুরু

১৭

নতুন প্রধান কোচ নিয়োগ দিল ম্যানইউ

১৮

খেজু‌রের রস খেতে গিয়ে শিয়ালের কামড়, আহত ৪

১৯

শান্তি, ঐক্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার রবিনের

২০
X