রাজধানীর পুরানা পল্টনের সাব্বির টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে এসেছে।
শনিবার (৩ মে) রাত ১২ টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে রাত সাড়ে ৮ টার দিকে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আগুন লাগার বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে সাতটি ইউনিট কাজ করেছে। শনিবার রাত ১২টা ২৫ মিনিটে আড়ুন নিয়ন্ত্রণে এসেছে।
স্থানীয়রা জানান, শনিবার দিবাগত রাত ৮টা ২৫ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের সদস্যরা। তবে এখন পর্যন্ত এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এছাড়া তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
মন্তব্য করুন