রাজধানীর মহাখালী সাত তলা বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার (২০ আগস্ট) দুপুর ২টা ৩৭ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর পাঁচটি ইউনিটের চেষ্টায় ৩টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, আগুন লাগার সংবাদ পাওয়ার পর তেজগাঁও ফায়ার স্টেশনের ৩টি কুর্মিটোলা ফায়ার স্টেশনের ২টি ইউনিট আগুনে নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর ৩টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
মন্তব্য করুন