রাজধানীর পুরান ঢাকার বাবুবাজার এলাকায় লায়ন টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনার পর ফায়ার সার্ভিসের ২ টা ইউনিটের চেষ্টায় আধাঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাতে লায়ন টাওয়ারের আট তলা ভবনের ৭ম তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদুল খালিদ জানান, বাবুবাজারের লায়ন টাওয়ারের ৭ম তলায় কাপড়ের গোডাউন রয়েছে। সেখানে রাত ৯টায় আগুন লাগার খবরে সদরঘাট ফায়ার স্টেশনের দুটি ইউনিট পাঠানো হয়। ৯টা ১০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ৯টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। রাত ৯ টা ৩৮ মিনিটে আগুন সম্পূর্ণরূপে নির্বাপিত হয়।
প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে কেউ হতাহত হয়নি।
মন্তব্য করুন