কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ০৭:২৯ পিএম
অনলাইন সংস্করণ

শেকৃবিতে ভোক্তা অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

কর্মশালায় শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। ছবি : কালবেলা
কর্মশালায় শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। ছবি : কালবেলা

শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) ভোক্তা অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সেমিনার রুমে অনুষ্ঠিত এ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

বেসরকারি ভোক্তা অধিকার সংস্থা কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) ও সংস্থাটির যুব শাখা কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশের (সিওয়াইবি) উদ্যোগে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত অনুষ্ঠিত এ কর্মশালায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনবিষয়ক কর্মশালা এবং মাল্টিমিডিয়া ও ডিজিটাল মার্কেটিংয়ে ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।

কর্মশালায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ওপর শিক্ষার্থীদের সম্যক ধারণা দিতে সেশন পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ হাসানুজ্জামান। এ ছাড়া মাল্টিমিডিয়া ও ডিজিটাল মার্কেটিংয়ে ক্যারিয়ার বিষয়ক সেশন পরিচালনা করেন সিসিএসের নির্বাহী পরিচালক ও দৈনিক কালবেলার অনলাইন সম্পাদক পলাশ মাহমুদ।

সিওয়াইবি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি কাজী নাফিজ সোয়াদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ। এ সময় বিশেষ অতিথি ছিলেন– বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসাইন, কোষাধ্যক্ষ ড. মো. আবুল বাশার, ছাত্র পরামর্শক ও নির্দেশনার পরিচালক অধ্যাপক ড. মো. আসাবুল হক, সিওয়াইবি শেকৃবি শাখার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ আরিফুল ইসলাম ও উপদেষ্টা আব্দুর রহমান রাফি। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ হাসানুজ্জামান, সিসিএসের নির্বাহী পরিচালক পলাশ মাহমুদ, সিওয়াইবি কেন্দ্রীয় সভাপতি মো. রিয়াজ ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসাইন মুন্না।

অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ বক্তব্যে বলেন, আমরা প্রতিনিয়তই খাবারে ভেজাল মিশ্রিত করছি। খাবারে যে টেস্টিং সল্ট ও রঙ ব্যবহার করা হয় তা ক্যানসার সৃষ্টিকারী পদার্থ। আমরা খাবারে এসব উপাদান ব্যবহার থেকে বিরত থাকব। আমরা ভোক্তার সঙ্গে প্রতারণা করব না। শেকৃবি শাখার সিওয়াইবি ভোক্তাদের নিয়ে যে ট্রেনিং প্রোগ্রামটি করেছে তা একটি চমৎকার উদ্যোগ, এই প্রোগ্রামের মাধ্যমে আশা করি সবাই ভোক্তার অধিকার ও করণীয় নিয়ে জানতে পেরেছ, যা ভবিষ্যতে ভোক্তার অধিকার সম্পর্কে তোমাদের সচেতন করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসাইন বলেন, সিসিএস-সিওয়াইবি ক্যাম্পাসের শিক্ষার্থীদের ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে যে প্রচেষ্টা চলমান রেখেছে সত্যিই তা প্রশংসার দাবিদার। একইসঙ্গে শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইনমূলক প্রোগ্রামগুলো শেকৃবির শিক্ষার্থীদের জন্য কল্যাণকর হবে।

কর্মশালার সমাপনী অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থীর হাতে সনদপত্র তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

উল্লেখ্য, ২০২৪ সাল থেকে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে সিওয়াইবি যাত্রা শুরু করে। শুরু থেকেই সংগঠনটি ক্যাম্পাসের শিক্ষার্থীদের ভোক্তা অধিকার, খাদ্য নিরাপত্তা এবং ভোক্তা সুরক্ষা আইনের ব্যাপারে সচেতন করে আসছে। প্রতি বছর বিভিন্ন সেমিনার, কর্মশালা ও প্রচারণা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ভোক্তা সচেতনতা বাড়ানোই সংগঠনের মূল লক্ষ্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভারে বিএনপি নেতা আবু সাঈদ হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ

সাড়ে ৩ শতাধিক মনোনয়নপ্রত্যাশীর সঙ্গে মতবিনিময়, নতুন বার্তা তারেক রহমানের

সিরাজগঞ্জে এইডস রোগীর সংখ্যা বাড়ছে, আতঙ্ক

সীমান্তে সংঘাতে পাকিস্তানে দুই ডজনের বেশি নিহত

জাকের পার্টির পতাকাতলে দেশবাসী নিরাপদ : আমীর ফয়সাল

এবার কি রোহিত-কোহলিকে দেখা যাবে বিগ ব্যাশে?

টানা বৃষ্টি কবে থেকে, জানাল আবহাওয়া অফিস

ফলাফল বিপর্যয়ের মাঝেও চমক দেখাল চিরিরবন্দর সিটি রেসিডেন্সিয়াল মডেল কলেজ

‘ঘুষ নয়, পাকা কলা খেয়েছি’

পছন্দের প্রতীকসহ নিবন্ধন পেল আরও ১ নতুন রাজনৈতিক দল

১০

মিরসরাইয়ে সড়কে প্রাণ গেল মা-ছেলের

১১

রূপনগরে আগুনের ১২ দিন পর মিলল আরও এক মরদেহ

১২

স্বর্ণের দাম আরও কমল

১৩

মঙ্গলবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৪

মনোনয়নপ্রত্যাশীদের প্রতি তারেক রহমানের কড়া বার্তা

১৫

বিএনপি নেতাকে ১০ লাখ টাকার চেক দেওয়া কর্মীর অ্যাকাউন্টে ৩৪১২ টাকা

১৬

দোষ স্বীকার করে সেই পর্ন তারকা যুগলের জবানবন্দি

১৭

ইউরোপের দরজা বন্ধ, মেসির মায়ামিতেই চোখ নেইমারের

১৮

ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত, প্রকাশ সোমবার : ইসি সচিব

১৯

মেঘনা ব্যাংকের ‘চট্টগ্রাম টাউনহল সভা ২০২৫’ অনুষ্ঠিত

২০
X