

মধ্যরাতে রাজধানীর যাত্রাবাড়িতে রাইদা পরিবহন নামের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাসের ভেতরের অংশ পুড়ে ছাই হয়ে গেছে।
সোমবার (১০ নভেম্বর) রাত ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। পরে পানি দিয়ে বাসের আগুন নেভানো হয়।
স্থানীয়রা জানান, রাত আনুমানিক ১টার দিকে তারা লক্ষ্য করেন দাঁড়িয়ে থাকা রাইদা পরিবহনের বাসে আগুন জ্বলছে। তাৎক্ষণিক তারা দৌড়ে বাসের কাছে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পাশাপাশি ৯৯৯ -এ কল দিয়ে বাসে আগুনের খবর জানান।
তারা জানান, পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে বাসের আগুন নেভায়। ততক্ষণে আগুনে বাসের ভেতরে সব পুড়ে ছাই হয়ে যায়।
আরও পড়ুন : বাংলাদেশসহ ৩ দেশের সীমান্তে উচ্চ সতর্কতা জারি করল ভারত
এ নিয়ে রাজধানীতে চার বাসে আগুন ও আট স্থানে ককটেল বিস্ফোরণ করে দুর্বৃত্তরা। এসব ঘটনায় হতাহতের খবর না পাওয়া গেলেও আতঙ্ক দেখা যায় অনেকের মাঝে।
সোমবার (১০ নভেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত ঢাকার বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, অন্তত আট স্থানে ককটেল বিস্ফোরণ ও চার স্থানে যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে।
মন্তব্য করুন