

রাজধানীর মোহাম্মদপুর থানার জেনেভা ক্যাম্পে গোপন ককটেলের কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। এ সময় ৩৫টি তাজা ককটেল, ২৩টি ককটেল তৈরির জর্দার কৌটাসহ ককটেল তৈরির কাঁচামাল উদ্ধার করা হয়। এ ঘটনায় ককটেল তৈরির তিন কারিগরকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান কালবেলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমাদের একটি টিম জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়েছে। বেশ কিছু ককটেল, তৈরির সরঞ্জাম ও একটি আস্তানা শনাক্তসহ তিনজন আটক আছে। বিস্তারিত পরে জানানো হবে।
অভিযানে থাকা মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, জেনেভা ক্যাম্পে ককটেল বানানোর ফ্যাক্টরির সন্ধান পাওয়া গেছে। এখানে একটি ভবনের ছাদে বিপুল সংখ্যক ককটেল এবং ককটেল তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দৈনিক কালবেলা ‘ভয় ছড়াচ্ছে ২২ কারিগর’ শিরোনামে একটি প্রধান সংবাদ প্রকাশিত হয়। এ সংবাদ প্রকাশের পর পরই গতকাল তিন কারিগরকে আটক করে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আজ অভিযান চালিয়ে ককটেল, সরঞ্জাম উদ্ধার ও আস্তানাটি শনাক্ত করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, ক্যাম্পের ৭ নম্বর সেক্টরের মোক্তারের বাড়িতে ককটেল তৈরির কারখানা। আর ককটেলগুলো তৈরি করে বুনিয়া সোহেলের বড় ভাই টুনটুনের বাড়ির ছাদে এ সকল ককটেল মজুদ করা হচ্ছিল।
জানা গেছে, ঘটনাস্থলে ডিএমপির বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা গিয়েছেন। তারা উদ্ধার হওয়া ককটেল নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে নিস্ক্রিয় করতে কাজ করছেন।
মন্তব্য করুন