রাজধানীর তাঁতীবাজারে বিহঙ্গ বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হামিদুর রহমান হামিদসহ সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
সোমবার (৩০ অক্টোবর) গাড়িচালক মো. রাকিব বাদী হয়ে বংশাল থানায় এ মামলা করেন।
এ মামলার অপর আসামিরা হলেন সূত্রাপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আখতার হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি সঞ্জিত কুমার দেব, সাবেক ছাত্রদল নেতা মো. রাজিব ওরফে রাজু খান, সজল, যুবদল নেতা বিল্লাল খান ও আক্তার।
এর আগে রোববার সকাল ১০টায় পুরান ঢাকার বংশাল থানার পাশে ও চিত্রা সিনেমা হলের সামনে বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় সাবেক ছাত্রদল নেতা রাজুকে আটক করে পুলিশ। এ মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়েছে।
মন্তব্য করুন